পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"למא: AMAMAMAMMAAA AAAA AAAA AAAASA - - - - - - .عاعیہ --.. -- -- سی مید".ے ----- ৩০ হাজার হইতে ৫০ হাজারের মধ্যে মৌমাছি থাকিত । হের ফন ফ্রিশ সেগুলির মধ্যে ৪৯৯টি মৌমাছিকে পাচ রকম বিভিন্ন রঙে চিহ্নিত করিয়াছিলেন। তিনি এত বেশী এদের চিনিয়াছিলেন যে, নির্দিষ্ট মৌমাছিগুলি যখন উড়িয়া চলিয়া যাইত তখনও তাদের চিনিতে পারিতেন। भधू थाहेब्रl cशोभांझिल्ल नाक এখানে বলিয়া রাখা দরকার, যে, এই পণ্ডিত বহু বৎসর ধরিয়া বহুবার পরীক্ষা করিয়া তাহার সিদ্ধাস্তে উপনীত হইয়াছেন, সুতরাং অস্পষ্টতা বা ভ্রম ইহার মধ্যে থাকা সম্ভব নয় । তিনি ক্রমশঃ লক্ষ্য করিয়াছেন যে, একটি মৌমাছি একস্থানের মধু সংগ্ৰহ করিয়া নিজে খানিকট খাইয় অবশিষ্ট মধু চাকের দিকে লইয়া যায়, সেখানে কতকগুলির মধ্যে তাহা বিলাইয়া দেয়, তাহার কতকটা নিজেরা খাইয়া পালিত মৌমাছিদিগকে খাওয়ানো-কৃত্রিম নীল ফুলের সাহায্যে প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩২ AAAAAASAAAA AAAA AAAA AAAA SAAAAMMAMMAMMAMAAAA [२८* छांश, sञ थ७ AAAAAAAS AAAS SAMMAAA AAAA SL S LS AAAA AAAA AAAA AAAAMMCS AM MM AMAMMMMATL বাকীট জমাইয়া রাখে । এইরূপে ভাগাভাগি করিয়া মধু সংগ্রহের কাজ চলে । মধু সঙ্গীদের মধ্যে বিলাইয়াই মৌমাছিটি ক্ষান্ত হয় না ; সে এক অদ্ভূত-রকমের নাচ আরম্ভ করে। দ্রুতলঘু গতিতে ঘুরিয়া-ঘুরিয়া খানিকক্ষণ উত্তেজিত-ভাবে সে নাচে, তার পর হঠাৎ উন্টাদিকে ফিরিয়া গিয়া আবার সেইরকম নাচ আরম্ভ করে। তিন বার হইতে কুড়ি বার পৰ্য্যন্ত এরূপ-ভাবে নাচিয়া হঠাৎ চাক হইতে বাহির হইয়া বিভিন্ন রং ও আকারের কৃত্রিম ফুল সে তাব নব-আবিষ্কৃত ফুলের সন্ধানে সেইদিকে ছোটে । নাচিবার সময় থাকিয়-থাকিয়া মৌমাছিটি তার সঙ্গীদের ঠেলা দেয় । ঠেলা খাইয়া তাহারা কি ব্যাপার দেখিবার জন্য ফেরে। সঙ্গে-সঙ্গে তাহারা উন্মত্তভাবে নাচিতে আরম্ভ করে । নাচের সময় পরস্পরকে পরস্পরের দাড়া দিয়া বেষ্টন করিয়া লয়, এইরূপে প্রথম মৌমাছিটির পিছনে মস্ত একটি দল জুটিয়া যায়। থাকিয়া-থাকিয়া একটি করিয়া মৌমাছি দল ছাড়িয়া উড়িয়া পলায় ; যথাসময়ে আবার ফিরিয়া আসিয়া নাচে যোগ দেয় । এই নাচের মধ্য দিয়া নূতন ফুলের খবর মৌমাছিদের মধ্যে ছড়াইয়া পড়ে। প্রথম মৌমাছিটির সঙ্গে যাইয়া অঙ্ক মৌমাছিরা সেই স্থানটি দেখিয়া লয়, এমন নহে ; তাহার ফিরিয়া আসার অপেক্ষাও করে না, সে ফিরিয়া আসিবার পূর্বেই নাচিতে-নাচিতে অপর মৌমাছির একে-একে মধুর উদ্দেশে উড়িয়া যায়। হের ফন এই তথ্যটি ভালো করিয়া নিরূপণ করিবার জন্ত তাহার বাগানের