পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] চাকের পশ্চিমে পনের গজ দূরে একটি বাটিতে মধু রাখিয়া তাহার চিহ্নিত মৌমাছিদের জানিয়া খাওয়ান। পরে এইরকম মধুর বাটি কিছু দূরে-দূরে তিনি রাখিয়া দেন। চিহ্নিত মৌমাছিরা মধু খাইয়া নাচিবার পর অতি অল্প-সময়ের মধ্যে নিকট ও দূরের প্রত্যেকটি মধুর বাটির সন্ধান সেই চাকের অপর মৌমাছিরা পায় ৪ তাহা হইতে মধু সংগ্রহ করে। চিহ্নিত মৌমাছিগুলিকে মধু খাওয়ানো ন হইলে আর নাচের ভিতর দিয়া সেই খবর মৌচাকের সকল মৌমাছিব মধ্যে ছড়াইয়া মা পড়িলে এত শীঘ্ৰ সেই মধুর সন্ধান হইত না, ইছা নিশ্চয়। গাদ্যদ্রব্য খুব দূরে মৌমাছিদিগকে খাওয়ানো । মৌমাছির যে-অঙ্গ হইতে বগন্ধ বাহির হয় তীর দিয়া তাহ দেখানে হইতেছে থাকিলেণ্ড এই উপায়ে তাহা খুজিয়া বাকির করিতে মৌমাছিদের দেরি লাগে না। একবার সেই মৌচাক ষ্টতে এক কিলোমিটার (৩২৮০ ফুট) দূরে ঐরূপ একটি মধুভাণ্ড রাখা হইয়াছিল । অনেক পাহাড়, অনেক মাঠ পার হইয়। তবে সেখানে পৌছানো যায় । চার ঘণ্ট। পরে মৌমাছির। সেটিকেও বাহির করে । তাছা হইতে মধু খাইতে যখন তাহারা ব্যস্ত তখন সেগুলিকে চিহ্নিত করিয়া লণ্ডয়া হয় এবং মধু লইয়। যখন তাহার। চাকে ফেরে তখন একদল "য্যবেক্ষক তাঙ্গাদের সঙ্গে-সঙ্গে আসে । নাচের পর মৌমাছিগুলি মধুব সন্ধানে ফহিব হয় । প্রথমে কাছাকাছি সকল, স্থানে খুজিয়া ক্রমশঃ দূরে খাগাইয়া অবশেষে মাঠের পারে এই স্থানটি তাহার আবিষ্কার করে, তাহাদেব পরিশ্রমের যথোচিত পুরস্কার তাহারা পায় । হের ফন্‌ফ্রিশ আর-একটি পরীক্ষা করিয়া দেখিয়াছেন। মধুশূন্ত করিয়া সত্যিকারের ফুলের মধ্যে চিনি ও জল তিনি ভরিয়া রাখিয়া দিয়াছেন । ফুলের গন্ধে পূর্বের মতোই মৌমাছিমা আক্লষ্ট হুইল আসে । ফুলগুলির ঠিক পাশে মৌমাছির ভাষা ২৯৯ কতকগুলি গুল্ম রাথিয়া হের ফন্‌ দেখিয়াছেন গুল্মগুলির দিকে না তাকাইয়া ফুলগুলির কাছেই তাহারা ক্রমাগত আসে ও বারবার ধৈৰ্য্যের সঙ্গে সেগুলির মধ্যে মধু অন্বেষণ করে। যদি গুল্মগুলির মধ্যে মধুভরা ফুল রাখিয়া মধুশূন্ত ফুলের মধ্যে গুল্ম রাখা হয়, তাহা হইলে ফুলগুলিকে অগ্রাহ করিয়া তাহারা গুলোর নিকটই যায়। ইহা দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে, মৌমাছির ফুলের বিভিন্ন গন্ধের নির্দেশ করিতে কিরূপ নিপুণ এবং নাচের মধ্য দিয়া কিরূপে তাহারা পরস্পরকে জানাইয়া দেয় যে, কোপ্রকার ফুলের অন্বেষণ করিতে হইবে। যদি একটি ফুলের মধ্যে মধু থাকে, তবে সকলগুলির মধ্যে মধু থাকৃ বা না থাক, সেই-জাতীয় প্রত্যেকটি ফুল তাহারা তন্ন-তন্ন করিয়া খুজিয়া মধুভরা ফুলটির সন্ধান করিয়া ছাড়িবে; মধুর লোভে কিন্তু অন্যজাতীয় ফুলের নিকট যাইবে না । কৃত্রিম ফুলের মধ্যে পেপারমিণ্টে’র মতো যদি স্বস্বাছ ও সুগন্ধি পদার্থ রাখিয়া দেওয়া হয়, তাহাতেও মৌমাছির। আকৃষ্ট হয় এবং ঐৰূপ গন্ধ যেখান হইতে পায় সেইদিকেই তাহারা ধাবিত হয় । cयोभांझि-कूजिभ cछांछन-इोप्न মৌমাছিদের এই গন্ধের ভেদাভেদ-জ্ঞান থাকতে বিভিন্ন ফুলের বিকাশেরও সহায়ত হয় । কারণ, যদি একটি নূতন-জাতীয় ফুলের সন্ধান একটি মৌমাছি পায় তবে সেইজাতীয় ফুল যেখানে যত থাকৃ তাহার সন্ধান হইবেই এবং মৌমাছির সাহায্যে তাহাদের বৃদ্ধি অবগুম্ভাবী