পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] AAAAAA AAAA AAAA AAAMAAA AAAA AAAAAS SAAAA AAAA AAAA AAAAMAAA AAAA AAAA SAAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSSS AA AAAMAS AMAAAS AAAAAS যোগ সে কিছুতেই আকর্ষণ করিতে পারিল না, দল ছাড়ার মতো সে ঘুরিয়া বেড়াইতে লাগিল। অপর দিকে গোলাপরেণুসংগ্রহকারী মৌমাছিদের নিকট সে খুব আদর পাইল। কিন্তু এইবার সেই মৌমাছিগুলির ঠকিবার পালা আসিল । স্বভাবতই তাহারা গোলাপফুলের নিকট গেল, কিন্তু তাছার মধ্যে গোলাপ-রেণুর কোনো সন্ধান না পাইয়া বহুক্ষণ ধরিয়া বৃথাই তাহার সন্ধানে ফিরিতে লাগিল । - হের ফন ফ্রিশের বহু বৎসরের গবেষণার ফল সংক্ষেপে বজ্রকুট মন্দির বা শ্বেতনাগ মন্দির AAAAAA AAAAS AAAAA AAAASAAAAS AAAAA SAAAAA AAAA AAAA AAAAS AAAAA SAAAAAS AAASASAAA AAAAMMMAS AMAMMA AMAMSMMMAMMAMA AMAMSMMTT २२> বিবৃত করা হইল । স্বাভাবিক কৌতুহলের বশবর্তী হইয়া ও কতকটা এই অদ্ভূত ক্ষুদ্র প্রাণীদের প্রতি মমতার জন্যও বটে, তিনি অসীম ধৈর্ধ্যের সঙ্গে ইহাদের সম্বন্ধে নানাপ্রকার পরীক্ষা করিয়াছেন। এগুলি এতই সহজ ও স্বন্দর ভাবে দেখানো হইয়াছে যে, যে-কোনো ব্যক্তি ইহা হইতে কল্পনার ও কৌতুহলের চরিতার্থতা লাভ করিতে পরিবেন ॥৪ -

  • Discovery, March 1924 & Moffs 1

বজ্ৰকূট মন্দির বা শ্বেতনাগ মন্দির অধ্যাপক ক্ষিতিমোহন সেন শাস্ত্রী, এম্-এ

  • f; 5ft (Hang Chow) Wols সা-ঘাই হইতে ১১ • মাইল দূরে, দক্ষিণ পশ্চিমে । সাংঘাই তইতে হাংচাউ পর্য্যস্ত রেল আছে । হাংচাউর নীচেই প্রসিদ্ধ West Inko বা পশ্চিম হ্রদ ।

সমস্ত চীনের মধ্যে এষ্ট হ্রদটির খুব নাম । কত কবিতা যে এই হ্রদটির বিষয়ে আছে, তাহা বলা যায় না। সৰ্ব্বাপেক্ষ জ্ঞানী ও গুণী এই হ্রদটির কাছাকাছি-দেশেই স্বন্মিয়াছেন । নগরটিও অতি প্রাচীন। চীনসম্রাটু “য়ি”(Yi)২১৯৮ খ্ৰীঃ পূঃ সালে দেশে কৃষির উপযোগী জল সরবরাহের ( irrigation ) স্থব্যবস্থা করিয়া যান। এই নগরে পূৰ্ব্বে সমুত্রের ङप्ररुद्र यान चानिङ । ङिनिझे डॉट्ला हेबिनौञ्चाब्र निम्नां তাহা বন্ধ করেন ও জল-স্রোত যথাযোগ্য দিকে পরিচালিত করেন । মার্কে পোলে। এই হ্রদ ও এই নগরের ধে প্রশংসা করিয়াছেন, তাহা পড়িয়া দেখিলে সকলেই व्षांनन श्रृंॉईटयम । তাই পিং বিপ্লবের পর এই নগরের বহু যুগের বহু भमि प्र ७क म८ण थांब्र मडे झहेच्च शांग्न । হ্রদের দুইদিকে দুইটি প্রধান স্রষ্টব্য । হ্রদের দিকে দাড়াইয়া দেখিলাম—ডানদিকে ক্ষীণ দীর্ঘ Needin Pagoda অথবা রাজা “স্থ”-এর সুচী-মন্দির। আর বামে এই বজ্রকুট মন্দির বা শ্বেতনাগ মন্দির ( White Snake Pagoda ) । এই নামটির একটি গল্প আছে। এক পরমাস্বন্দরী নাগকন্যা মনুষ্যলোকে আসিয়া বহু লোককে পথভ্রষ্ট ও বিপন্ন করিতেন । র্তার ছিল কামরূপ, অর্থাৎ তিনি যেকোনো রূপ ধারণ করিতে পারিতেন । সে-সম্বন্ধে বহু গল্প ও উপাখ্যান আছে। পরিশেষে দয়াদেবী মঞ্জুত্ৰ র্তাকে অনুতপ্ত করাইয়া তপস্যাদ্বারা শুদ্ধ করাইয়া দেবজন্ম দান করেন । ঘে-স্থলে এই ঘটনা ঘটে, সেখানে এই মন্দির ৷ আমরা গিয়াই হঠাৎ ভারতের মন্দিরের মতে এই মন্দিরটির চেহারা দেখিয়া চমকিয়া উঠিলাম। হ্রদটির মধ্যে একটি ক্ষুদ্র পাহাড়ে দ্বীপে এই মন্দির। ঠিক যেন ভুবনেশ্বরের বা বিক্রমপুর রাজাবাড়ীর বা বীরভূমের ইছাই ঘোষের মন্দিরের নমুনায় তৈয়ারি । তাহার হেতু জিজ্ঞাসা করায় স্থানীয় বৃদ্ধ ও পণ্ডিতরা কেহ বলিলেন, "লঙ্কা দ্বীপ, হইতে লোক আসিয়া এটি নিৰ্ম্মাণ করান।” কেহ বলিলেন, “ভারত হইতে লোক আসিয়া এটি তৈয়ার করান ।”