পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२२ হাংচাউর কাছাকাছি লাল ইটের প্রাচীন মন্দির ব৷ প্রাচীন ইমারত এই মন্দিরটি ছাড়া আর নাই। আর চীনদেশে লাল ইটের চলন হইবার বহু পূৰ্ব্বে এই মন্দির তৈয়ারী। প্রায় পৌনে চারিশত বৎসর পূৰ্ব্বে জাপানী জলদস্থ্যরা এই প্রদেশটায় উপদ্রব করিত। তাদের মনে চীনের বজ্রকুট মম্বির (শিকট হইতে ) হইল, এই মন্দিরটি শুষ্টতে তাদের গতিবিধি লক্ষ্য কর। হয় । তাই তাহার। ভিন দিন তিন রাত্রি চারিদিকে আগুন জালিয়। মন্দিরটি পোড়ায় । তাহাতে বাহিরের ধাকিছু কাজ সব পুড়িয় যায়, আর সারা মন্দিরটাই দগ্ধ রক্তবর্ণ হুইয়া যায় । এই হ্রদেরই তীরে ভারতীয় সাধুদের প্রতিষ্ঠিত গৃধ্ৰুকুট ও প্রাচীন সঙ্ঘারাম। সেখানেবহু ভারতীয় সাধুর প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড মুক্তি ও সমাধি আছে। সেটি প্রসিদ্ধ তীর্থস্থান । এই মন্দিরটি গত সেপ্টেম্বর মাসে ধসিয়া পড়িয়াছে । আমরা চলিয়া আসিবার এত অল্প পরেই যে এমন একটি প্রাচীন কীৰ্ত্তি পড়িয়া যাইবে, বুঝিতেও পারি নাই । - ج - = - تحصیام۔ বঞ্জক্ট মন্দিরের অপর একটি দৃষ্ঠ ( দূর হইতে ) চীনযাত্রী ভারতবাসী মাত্রেরই (Hang Chow) হাংচাউর পশ্চিম হ্রদ দর্শন করা উচিত। তাহার তীরের তীর্থবিষয় অন্ত সময়ে বলা যাইবে । কিন্তু সেই হ্রদের তীরে ভারতবাসীর পক্ষে সৰ্ব্বাপেক্ষ আনন্দের দৃশ্বট যে গেল, ইহাই দুঃখের বিষয় । এইটির দিকে তাকাইলে আমাদের মনে হইত, যেন দেশেই আছি ।