পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরকার গান শ্ৰী হেমেন্দ্রলাল রায় চরকা কাটে—চবৃক কাটো, একটা জাতি উঠছে জেগে, কাটো-কাটো, চরকা কাটো, মরা জাতি জাগছে যে গো, নূতন দিনের হচ্ছে স্বরু তরুণ উষার আভাস লেগে । চরকা কেটে মুক্তি নিতে, মাতুষ হ’তে চাইছে সে গো । চেয়ে আছে গোটা ভারত, বোলো তোমার বসন বোনে, চরকা কাটে—চরকা কাটে ; গাইছে শোনো নূতন দিনের বরণ লাগি পোষাক চাহি,—সবাই শোনো! দেশের মেয়ে,—

  • চবুক তোমার ঢের ধারালো অসি এবং মসীর চেয়ে ।” তাদের লাগি চরকা কাটো বেঁচে আছে আজও যারা,

চরকা কাটে—দেশের জীবন সূতার মাঝে দিচ্ছে সাড়া । স্বাধীনতার দেব তা ধিনি চলুকা-চাকায় বসত করেম, ভবিষ্যতের সম্ভাবনা বোনো তোমার নিজের হাতে ; গোলাগুলি বদলে’ আজি অস্ত্র তাহার টানা-পোড়েন । দুনিয়াতে শক্ত ধারা ভাগ্য ফেরে তাদের সাথে ! বসন বোনো—বুমুনীতে হাসি র্তাঃার পড়ছে বোন, ঘরের ছেলে-মেয়ের মুখে ফুটুছে খুশীর নিরেট সোনা । নগ্ন জনে বস্ত্র দেহ, বোনো—বোনে?—বসন বোনে’, চরকা দিয়ে ক্ষুধার্ভেরি অনশনের অল্প গোণে । কাটো—কাটো—চবুক কাটো,যুগের নূতন নিশান দোলে, চরকা কাটে, আলস্তেরে মাও ফেলে দাও ভাবৰ্জনায়, নরের এবং নারীর মিলন চরকা-ৰ্তীতের অঙ্গে চলে । চবুক ধরে বঁাচার মতো বেঁচে থাকার সম্ভাবনায় । গোটা জগৎ চরকা-স্থতার একটি তারে বাধার লাগি চবুক হ’তে স্বস্তার শিকল পাকে পাকে মেলছে আঁখি । ধৰ্ম্ম তোমার চরকা কাট-গলা ছেড়ে গৰ্ব্বে গাহী চর্ক কাটো প্রায়শ্চিত্তে চিত্ত-শুচি যে-জন চাহু । চৰ্বকা চালাও—চবৃক চালাও—গড়ে তোলে। স্বর্গ নৃতন, BB BB uD DBB BB BB BBB BBS DD DDD DDDD DDDD DDD DDD DDDS চরকা কাটাে অধীনতার বন্ধনেরি মুক্তি মাগি । চরকা এবং তাতের গানে দাও দোলা দাও চিত্ত দোলায়, চবুক কাটার ছন্দ বাজুক মন্দিরে ও মসজিদেতে ; বিবাদ-ভরা বিশ্ব এসে মিলবে তোমার মনের তলায়। চবুক গানের মন্ত্র গাছক ‘পারিয়া’ আর ব্রাহ্মণেতে ; ইস্কুলেতে চরকা চলুক,—বেসাদ যে এ মুক্তি পণের, চরকাতে আজ ভিড়তে হবে পতিত জাতের পুত্ৰগণের । চালাও চালাও— চবৃক চালাও, পাজের সাথে মিলাও পাজে স্বভার ফেরে পড়ছে ধরা পরিশ্রমের প্রাপ্যটা যে। ধৈর্য্য এবং নিষ্ঠ এবং ভ্যাগের স্নাথে চরকা কাটো, মৌমাছিরা ফুলের মধু ফিৰ্বছে খুজে গুনগুনিয়ে, দেশের মাটি ধন্ত হবে-চবুক নহে তুচ্ছ, খাটো। তুলার পাজে চরকা চালাও ছন্দ-স্বরের জাল বুনিয়ে। উজাড় করো সুতার ভাড়ার, বস্ত্র পরে জমাও সুতা, ধরা যাহার চাকার কাঠি বিশ্বেরি সেই চরকাটাতে, বস্ত্রেরি এই বাণিজ্যেতে লক্ষ্মী নিজে আবিভূত । স্বৰ্য্য নিজে ঘুরান চাকা, চরকা কাটেন দীপ্ত হাতে।

  • Maude Ralstion Sharman-to "The Chaikha'- মহা ব্যোমে তারায় তারায় ছন্দ তারি বাজ ছে শোনে, অমুসরণে ছন্দে তারি চত্বকা কাটে—বোনো তোমার বসন বোনো