পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা পশ্চিমযাত্রীর ডায়ারী রাত্রির নিকষে হায় কত সোন হ’য়ে যায় মিছে, সে বোঝ{ ফেলিয়া যাব পিছে । কিছু বাকি আছে তবু, প্রাতে মোর যাত্রা সহচরী অকারণে দিয়েছিল মোর হাভে মাধবী-মঞ্জরী, আজো তাহা আমান বিরাজে । শিশিরের ছোওয়া যেন এখনো রয়েছে তার গায়, এ জন্মের সেই দান রেখে দেব তোমার থালায় নক্ষত্রের মাঝে ॥ হে নিত্য নবীন, কবে তোমারি গোপন কক্ষ হ’তে পাড়ি দিল এ ফুল আলোতে । সুপ্তি হ’তে জেগে দেখি, বসন্তে একদা রাত্রি-শেষে অরুণ কিরণ সাথে এ মাধুরী আসিয়াছে ভেসে হৃদয়ের বিজন পুলিনে । দিবসের ধূলা এ’রে কিছুতে পারেনি কাড়িবারে, সেই তব নিজ দান বহিয়া আনিম্ন তব দ্বারে তুমি লও চিনে ॥ . হে চরম, এার গন্ধে তোমারি আনন্দ এল মিশে, বুঝেও তখন বুঝিনি সে । তব লিপি বর্ণে বর্ণে লেখা ছিল এরি পাতে পাতে, তাই নিয়ে গোপনে সে এসেছিল তোমারে চিনাতে, কিছু যেন জেনেছি আভাসে। আজিকে সন্ধ্যায় যবে সব শবদ হ’ল অবসান আমার ধেয়ান হ’তে জাগিয়া উঠিছে এরি গান তোমার আকাশে ॥ . ృళ