পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હA *... , পড়ি’ এক কোণে ওগো বরষা-স্বন্দরী उकब्र चांख्वंब-यांइ चांछ नबिशब्रि' মোর কিছু না আছে দিবার ; রূপ নাই আশা নাই প্রাণ নাই—তবু তবু চাই— এস মোর শুষ্কবুকে ল’য়ে সরসতা যাহা কোনো দিন হ’য়ে মোর সফলতা পারিবে না শুধিবারে তোমার সে ঋণ কোনো ক্রমে ; সেই ঋণ হ’য়ে অস্তহীন যদি থাকে, বিশুদ্ধতা নাহি যদি ছুটে, তবু রস হ’য়ে এসো, যদি বৃথা লুটে তোমার প্রাণের ধারা মৃত্যুপরে মোর, তবু এলো—” হায়, ‘তবু’র রহস্ত ঘোর কে দেছে ঘনায়ে মর্ত্যলোকে । তাই এই ধরণীর রন্থে-রদ্ধে প্রতি মুহূৰ্ত্তেই বাজে ‘তবু তবু অন্তহীন ! আমি তধ যোগ্য নই, তবু ভালোবাসি ; চির নব তব রূপ এ কুরূপে করে দিশহারা, নাহি পাই, তবু চাই পাগলের পারা তোমার পরশ-স্বধা । তুমি ত গো দাতা, আমি দরিদ্র ভিখারী, সদা হাত পাতা তোমার দুম্বারে, তবু বলি গৰ্ব্বভরে, ভিখারীর দাতারূপ হেরি’, মোর পরে চাবে কাঙালের মতো ; অপরাধ মম পুঞ্জীভূত হয়ে ওঠে পৰ্ব্বতের সম নিশিদিন, তবু বলি বিশ্বাসের ভরে, ক্ষমা প্রেম সব ঢেকে দেবে । চির তরে মিশে গেছে এ ধরায় ধূলাতে ধূলাতে ‘তবু’র স্বপন স্বধা ! পারেনি কুলাতে তাই শুধু তৃপ্তি, শুধু মুখ, অনুগ্রহ, কৃপার সভার ; এই ধরণীর দেহ খালি আছে, অতৃপ্তি বেদন অলঙ্কারে घसिङ झऎ८ऊ ! झांझ डांदेड शंकां८ब्र औबन-दौलांब्र भख नथु८कब्र वृ८क छांवाशैन नकाशैन चांनाप्नञ्च ऋष বারা পাতা - లిఖలి' অতৃপ্তির নিবিড় মূর্ছনা তার মাঝে, -অযোগ্যের ভালোবাসা থেকে থেকে বাজে, কুরূপের রূপম্পূহ, ভিক্ষুকের সাধ হ’তে দাতা, নৈতিকের লক্ষ প্রতিবাদ তুচ্ছ করি, কলম্বীর পূত প্রেম-শিখা পাপীর মুক্তির আশা, হয়ে যায় লিখা জীবন-স্বরের ঠাটে ! তাইত চমকে त्रख्झौन ‘ऊदू-उदू-ऊबू'ब्र शभरक ধরণীর বিচিত্র রাগিণী ! সেই স্বর, সহসা উঠিল বাজি ভীষণ-মধুর, শব্দহার রাগিণীর স্তম্ভিত,নিঃস্বনে, আজি আষাঢ়ের এই প্রথম বর্ষণে প্রথম সন্ধ্যায়, ঐ ঝরা পাতাটির ‘তবু—তবু স্বরে । - মৃত্যুভরা এ মাটির মর্শ্ব-মাঝে এ অদম্য দুঃসাহস রাশি কেন আছে নাহি জানি । শুধু ওঠে ভাঁসি দেখি ঐ ঝরা পাতাটির দীর্ঘশ্বাসে মর্ত্যের অন্তরতম ব্যথা ; তাই আসে নেমে বুঝি আকাশের রুদ্ধ অশ্রধারা বরষার রূপে ; তাই উম্মাদিনী-পার, প্রিয়হারা প্রেয়সীর দুৰ্দ্দম আবেগে কেঁদে ওঠে জলদ-গর্জনে, উঠে জেগে বিনিজ বেদন, দীর্ঘশ্বাসে ঝড়ে-ঝড়ে ত্ৰিভুবন কাপাইয়া হুঙ্কারিয়া পড়ে জীর্ণ পাতাটির বুকে ; অশ্রুর চুম্বনে তা’র মৃত মুখটিতে ফুটায় উষ্মনে অনুপম মৃত্যুর মাধুরী ! অবশেষে, অশ্রস্রোতে ভাসাইয়া, উন্মত্ত আবেশে প্রাণ ভরি’ আলিজিয়া বীর পাতাটির সমাধি রচিয়া দেয় নিস্তন্ধ গষ্ঠীর ধরণীর বুকে । তাই মাটির সপ্তান, মাটির বুকেতে লভে চরম নিৰ্ব্বাণ । খগুগিরি + እቕUግ