পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতীক্ষা ঐ মণি মজুমদার কত যুগ যুগাঙ্কর ধরি’ - তোমার এদেহখানি সযতনে সাজাইয় বসে আছ নিসর্গ-মুনরি! প্রিয়-সমাগম-আশে প্রেয়সীর প্রায়,— আমারি,—আমারি প্রতীক্ষায় ! গ্রাণের আলোকে মম পাবে তুমি নবীন জীবন— চিরদিন মনে-মনে এ যে তব ছিল অকিঞ্চন ; কত রবি কত শশী আলোকিত করেছে তোমায় তবুও বলেছ, “হায়,—হায়, বিফলে-বিফলে দিন যায় ।” नैौर्शझाब्र সিন্ধুরূপে দিকে-দিকে বাহু প্রসারিয়া উন্মত্ত আবেগে মোরে ফিরিয়াছ সন্ধান করিয়া । শুভ্ৰ-ফেন-পুষ্প-মালা যতনে করেছ আহরণ আমারে যে করিতে বরণ । বিরহ-ব্যথায় নীল তরঙ্গ-আকুল জলরাশি দেশ হতে দেশান্তরে কুলে-কুলে লুটায়েছে আসি । তটের কঠিন বুকে আছড়িয়া পড়ি বারবার, কত যে করেছ হাহাকার ; বলেছ অধীর বেদনায়, “কোথায় লে,—কোথায়—কোথায় ?” আপনারে করিয়া সংযত,— কোথাও বসেছ তুমি ধ্যানমগ্ন তাপসীর মতো। জাকাশে উন্নত করি শির আপনার পথ চেয়ে রয়েছ আমার । সব চঞ্চলতা তব নিঃশেষে করিতে অবসান বুকে তুমি চাপিয়াছ রাশি-রাশি কঠিন পাষাণ। মৌন গুৰু শক্তি-শৃপ্ত অপূৰ্ব্ব সে মুরতি তোমার— नश्व शंक्वांब्र cन ८ष निइच्छांग च्यद्वैण निर्विकांब्र সাধনায় সিদ্ধি-তরে আপনি যে আপনার পর করিয়াছ একান্ত নির্ভর । সে তব পাৰ্ব্বতী মূত্তি, দীপ্ত মহিমায় কঠোর গৰ্ব্বিত দৃঢ়, মগ্ন তপস্তায় লভিতে আমায় । নিবিড় বনের মাঝে ফুলে-ফুলে নিভৃত গোপন শয়নীয় করিয়া রচন, মোর তরে উৎস্থক অস্তরে সবুজ আঁচলখানি বিছাইয়া বিশাল প্রাভরে দিকে-দিকে মৃদুঃসমীরণ করেছ বীজন । তরুণী বধূর মতো সাজি তুমি উৎসবের বেশে দাড়ায়েছ এসে,— झकि७-नश्टन क्लोश्'ि झक्झक्न कत्रि७ ब्रिोच्न বলেছ, “চরণ-ধ্বনি ওই তার বুঝি শোনা যায়।” कडू छूधि अखशैन नैौजिभ-क्लनिषै, অয়ি মায়াবিনি । - শত বাহু পাশে মোরে যেন তুমি করিতে বেষ্টন, छनं९ कटब्रह आोलिछन । নিজ পূজ্ঞতায় কৰু পীড়িত-ব্যথিত, দিগন্তে ধে হয়েছ নমিত । नां जडि' चांभांच्च cषन मिब्रां*ांब चयनं जखाब्र ক্লান্ত-দেহে লুটাইয় পড়িয়াছ ধরণীর পরে। জাগিয়াছ তামসী নিশায় সহস্র তারকা-র্জাখি মেলি তুমি হেরিতে জামায়। কৰু কালে মেঘমালা চারিদিক্ খিরিয়াছে জালি', যেন সে হিয়ার তব পুঞ্জীভূত বেদনার রাশি।