পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७¢३ প্রবাসী- আষাঢ়, సిరిలిషి [ ২৫শ ভাগ, ১ম খণ্ড সেটা অতি ওঁছা। অথচ শুনিতেছি মিলানো ইতালিয়ান লক্ষপতিদের বাথান । পুলিশের মাথায় শোভিতেছে “গারিবালদি টুপি"। প্যারিসে এই গড়নওয়াল টুপিকে বলে “নেপোলিয়ানী টুপি ৷” পাহারাওয়াল এবং ফৌজের গায়ে একপ্রকার ওহারকোট দেখিতেছি। ইহাকে আমাদের স্বপরিচিত আলোয়ান হইতে তফাৎ করা কঠিন। গলার বোতাম অঁাটা যায় বটে, কিন্তু হাত নাই। আর, দুইদিক্কার বেড় এত চওড়া যে রীতিমতন “আলোয়ান মুড়ি" দিয়া লোকেরা চলা-ফেরা করিতেছে । কায়েম হইতে থাকে তাহা হইলে “কেপ ’-শ্রেণীর োষাক বোধ হয় ভারতবাসীর বেশী পছন্দসই হইবে। বিদেশূে কোনো-কোনে ভা তীয় মহিলার গায়ে “কেপ ” দেখিয়া এইরূপই মনে হইয়াছে। W? মিলানোয় নাম হইল না । গাড়ী বদলানো গেল । এভক্ষণ দক্ষিণে চলিতেছিলাম। এইবার গাড়ী ছুটিতেছে সোজা পুবে । বহুসংখ্যক “ডেলি প্যাসেঞ্জার” এখন সহযাত্রী । কেহ উকীল, কেহ ব্যাঙ্কের ডিরেক্ট র, কেহ ব্যবসাদার ইত্যাদি । আমার হাতে “কোরিয়েরে দেল্লী ്: ....I গরিবঙ্গুদি মনুমেন্ট, (মিলানে } জার্মানি, ফ্রান্স আমেরিকা ইত্যাদি দেশে মেয়ের শীতকালে যে-ধরণের “কেপ ” জাতীয় ওহারকোট ব্যবহার করে তাহা হইতে ইতালিয়ান পুরুষদের আলোয়ান প্রায় জামা স্বতন্ত্র। ইতালিয়ান নারীরা ভারতের সুপরিচিত “কম্ফার্টার” বা গলাবন্ধ ব্যবহার করে। তবে এই গলাবন্ধও আকারে-প্রকারে প্রায় আলোয়ানেরই সমান। কোনো বোতাম নাই । সমস্ত ঘাড়পিঠ ঢাকিয়া সম্মুখে দুইধারে ঝুলিবার মতন লম্বা। ভারতে মেয়ের আলোয়ান ব্যবহার করিতে অভ্যস্ত । ওহবারকোটের রেওয়াজ বোধ হয় স্বরু হয় নাই। যদি কখনো এই-ধরণের জামাঞ্জাতীয় কিছু , চিজ ভারতে সেবা” দেখিয়া উকীল-বাবুটি ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করিলেন – “ইতালিয়ান আসে কি ?" জবাব :– "এইমাত্র ষ্টেশনে ইতালিয়ান ভাষার সঙ্গে প্রথম চাক্ষুষ পরিচয় ! দেখিতেছি, ফরাসী বা জাৰ্ম্মান শব্দের আত্মীয় কতগুলা জুটে ।” উকীল-মহাশয় অন্য কোনো ভাষায় পটু নয় বুঝ গেল । ব্যবসায়ী বলিতেছেন :---“মিলানো ভারী শহর । এখানকার • ‘ব্রেদা কোম্পানী'র কারখানায় থাটে ছয় হাজার মজুর । চাষ-আবাদের যন্ত্রপাতি, রেলগাড়ী, উড়োগাড়ী, ইত্যাদি হরেক চিজই ব্রেদ ফ্যাক্টরিতে তৈয়ারি হয় । কারখানাগুলাকে একটা ছোটখাটো শহরের ঘরবাড়ী বলিলেই চলে। কারখানা হইতে কারখানার মাল চালান করিবার জন্য রেলপথষ্ট আছে প্রায় পচিশ মাইল ।” মিলানোয় অটোমোবিলও তৈয়ারি হয়। “রোমেও” কোম্পানীর গাড়ী ইতালিয়ামূ-সমাজে স্থবিদিত। ব্যবসায়ী বলিলেন —“ইতালির বাহিরে কিয়াং কোম্পানীরই নাম আছে। তাহাজের ফ্যাক্টরিওলা পিয়েমোস্তে জেলার তোরিনো নগরে অবস্থিত ।”