পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ইতালির পথঘাট లి(tలి - - - - ----- یتیم--مبی-مس------------------- - - - ما • মুসোলিনি-সম্বন্ধে কথা উঠিল। ফেব্রুয়ারি মাসের শেষাশেষি । শীঘ্রই ইতালিয়ান পাল্যামেন্টের সভ্যবাছাই হইবে। মুসোলিনির দল জয়ী হইতে পরিবে কি ? জার্শ্বানিতে এবং স্কইটসালাওে থাকিতে জাৰ্ম্মান এবং ফরাসী কাগজে “কোরিয়েরের” মত এবং টিপ্পনীই বেশী পড়িয়াছি । ব্যাঙ্কারের নিকট শুনা গেল :-"জগতের সকল বড়-বড় দেশে ‘কোরিয়েরে’র লোক মোতায়েন উকীল বলিতেছেন :–“ফ্রান্সের পোআকারে যা, আমাদের মুসোলিনি তা । উভয়েই "ডিক্টেটর’, একচ্ছত্রী বাদশী-বিশেষ। তবে মুসোলিনির মতন স্বদেশ-সেবক জগতে খুব কমই আছে । লোকটা চৌপর দিন-রাত দৈত্যদানবের মতন খাটিতে পারে। আর ইতিমধ্যে ইতালির শাসন-বিভাগে মুসোলিনির প্রভাবে বহুবিধ সংস্কার সাধিত হইয়াছেও।” ব্যবসায়ী বলিলেন —“ঠিক কথা । কিন্তু উত্তর ইতালির মজুর-মস্থলে মুসোলিনি কলকে পান না । আগামী বাছা-কাণ্ডে পিয়েমোস্তে আর লম্বাদি জেলায় ফাসিষ্ট রা টিটু হইয়া যাইবে । উত্তর অঞ্চল গুলায় সোশালিষ্টদের সঙ্গে টক্কর দিবার মতন ক্ষমতা অন্য কোনো দলের নাই ।

  • "আহবান্তি" ( আগুয়ান ) কাগজ সোগুলিষ্ট দলের মুখপত্র। জাৰ্ম্মান “ফোবৃহবার্টস" আর ইতালিয়ান “আহবান্তি” এক-গোত্রের দৈনিক । “ফাসি" (সমিতি) পন্থী ন্যাশঙ্গালিষ্ট র “পোপোলে দিতালিয়া” ( ইতালির জনসাধারণ ) কাগজ চালাইয়া থাকে । “পোপোলোর’ সঙ্গে “আহবাস্তি’র “ম্যাড়ার লড়াই” চলিতেছে অহরহ।

“কোরিয়েরে দেল্লী সেরা” (সান্ধ্য সংবাদ) একটা “বৈকালী” । নামেই প্রকাশ। ব্যাঙ্কের বাবুটি বলিতেছেন —“কোরিয়েরে আহবাস্তির দলেরও নয় পোপোলোর দলেরও নয়। ইতালির সর্বাঙ্গীণ উন্নতিসাধন ইহার উদ্বেগু । এই কাগজের কর্তার দেশকে সোগুলিই, এবং স্থাশঙ্গালিই দুই দলের অত্যাচার হইতে বঁাচাইতে চেষ্টত । ইহাদিগকে উন্নতিনিষ্ঠ উদারপন্থী বলা চলে ।” Ap سس-t) 8 so r বেলিতো যুদোলিনি আছে। বিদেশী ঘটনা-সম্বন্ধে খাটি তথ্য প্রচার করা এই কাগজের এক প্রধান কাজ। ব্যবসাবাণিজ্য শিল্পকৃষি ইত্যাদি বিষয়েও কোরিয়েরেই ইতালির সর্বশ্রেষ্ঠ দৈনিক । সকলক্ষেত্রে ওস্তাদ বাহাল করিয়া খবর সংগ্ৰহ कब्र श्रेब थारक, “श्वछ कडीब्रl tाकe छारण প্রচুর ”