পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ዓ8 (চিৎ করিয়া) ভূপাতিত করিয়া ফেলবে। (ঘপ, চিত্বারিংশ, ত্রিচারিংশ ও চতুশ্চত্বারিংশ চিত্রে ) এই প্রক্রিয়ার কালে আক্রমণকারী তাহার বামপদ স্বারা যুযুৎস্ব-প্রয়োগকারীর বামপদের অঙ্গুলিগুলি কিম্বা পাফিদেশ ( গোড়ালি ) দৃঢ়ৰূপে আবদ্ধ করিয়া রাখিতে পারিলে, যুযুৎস্ব-প্রয়োগকারীর প্রতি প্রতিকার-পক্ষে অনেক ব্যাঘাত জন্মিবে। কারণ, যুযুৎস্ব-প্রয়োগকারীর বামপদ মুক্ত থাকিলে, আক্রমণকারীর প্রক্রিয়ার প্রচেষ্টার সঙ্গে-সঙ্গেই, সে ( যুযুৎস্থ প্রয়োগকারীর ) সুযোগ মতে দক্ষিণাবর্তে কিম্ব বামাবর্তে ঘুরিয়া গেলে, নিজকে সহজেই স্বকৌশলে মুক্ত করিয়া লইতে পরিবে । প্রবাসী-আষাঢ়, ১৩৩২ { ২৫শ ভাগ, ১ম খণ্ড আক্রমণকারী বর্ণিত প্রক্রিয়ার সাহায্যে যুযুৎস্থ প্রয়োগকারীকে ভূপাতিত কীিতে পারিলে, তাহার বক্ষঃস্থলে চাপিয়া বলিয়া পুনরায় তীব্ররূপে আক্রমণের উপক্রম করিবে । যুযুৎস্থ প্রয়োগকারীর প্রতি-প্রতিকার – ভূপতিত হওয়ার উপক্রম হইলেই যুযুৎস্ব-প্রয়োগকারী পূৰ্ব্ব হইতেই দক্ষিণপদ শূন্যে তুলিয়া এবং কটিদেশে নির্ভর রাখিয়া পৃষ্ঠদেশ প্রায় ধন্থক =পৃষ্ঠাকৃতি বক্র করিয়া এরূপভাবে পতিত হইবে যেন, মস্তক ও শ্রোণিদেশ ( পাছা ) শূন্তেতেই থাকে। (চিত্র মধ্যে বর্ণনারূপ প্রক্রিয়া সম্যক পরিস্ফুট হয় নাই । ) e৪লং চিত্র ভূপতিত হইয়াই তুরস্তে উভয় জন্য নিজ বক্ষোপরি সঙ্কুচিত করিয়া লইয়াই আক্রমণকারীর বক্ষঃস্থলে পাদতলস্বয় নিবন্ধ করিয়া চক্ষুর নিমেষে সবেগে ও সবলে পদদ্বয় চালনা করিয়া আক্রমণকারীকে উত্তানভাবে (চিৎ করিয়া) ভূপাতিত করিয়া ফেলিবে । ( যথা, পঞ্চচারিংশ, ঘটচারিংশ, সপ্তচত্বারিংশ ও অষ্টসত্ত্বারিংশ চিত্রে ) त्रिकृछि : নিষ্কৃতি হেতু যুযুৎস্থ-প্রয়োগকারী তুরস্তে বামামোটনের উপক্রম করিয়াই উঠিয়া বসিয়া ক্রমে প্রতিপক্ষের সন্মুখীন