পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] সম্রাট আকৃবরের কবিতা প্রাউটের সময় যে যুক্তি দেওয়া হইয়াছিল, তাহা এখন আর খাটে না । * এখন প্রশ্ন হইতেছে এই যে, অধিকাংশ তথাকথিত মৌলিকের পরমাণু যদি বিভিন্ন-গুরুত্বের হয়, এবং সকল মৌলিক ইলেক্ট্রনে রূপান্তরিত হয়, তবে তাহাদিগকে মৌলিক বলি কি করিয়া ? মৌলিক পদার্থের সংজ্ঞাই বা কি হওয়া উচিত। কেহ-কেহ বলেন যে মেণ্ডেলীফের তালিকায় সাহাদের স্থান আছে, তাহারাই মৌলিক, কিন্তু এখন মেণ্ডেলীফের তালিকাকেই বা অভ্রাস্ত বলি কি করিয়া । ইহার প্রধান ভিত্তি পরমাণবিক গুরুত্বেরই যে আর স্থিরতা নাই। সেজন্য নূতন করিয়া তালিকা প্রস্তুত হইয়াছে। মেণ্ডেলীফের সমস্ত নিয়ম ঠিক আছে, কেবল আণবিক গুরুত্বের পরিরক্তে আণবিক **on (Atomic Number) osco, Eifioso of ভিত্তি । বৈজ্ঞানিক মোজ লী ১৯১৩ খ্ৰীষ্টাব্দে দেখাইয়াছেন যে, ক্যাথোড রশ্মি মৌলিক পদার্থকে ধাক্কা দিবার পর যে శ్రీవలి রন্টগেন রশ্মি উৎপাদন করে, উহার তরঙ্গের দৈর্ঘ্য ও কম্পন-সংখ্যা মৌলিক পদার্থের প্রকৃতি-অনুসারে ভিন্ন হইয়া থাকে। এইরূপে উদ্ভূত রন্টগেন রশ্মি বিশ্লেষণiar (spectrograph ) nu fii critisitori কাচের উপর পাতিত করা হয়। ফোটোগ্রাফের কাচটি ক্রমবিকশিত করিয়া উহার সাহায্যে উদ্ভূত রন্ট গেন রশ্মির কম্পন সংখ্যা (frequency ) নির্ণয় করা হয়। কম্পন-সংখ্যা হইতে গণনার সাহায্যে দেখা যায় যে প্রত্যেক মৌলিকের সঙ্গে একটি বিশিষ্ট সংখ্যার একইরূপ সম্বন্ধ আছে। এই বিশিষ্ট সংখ্যাটি আণবিক সংখ্যা নামে পরিচিত। মেণ্ডেলীফের তালিকায় ষা গলদ ছিল, এই আণবিক সংখ্যার সাহায্যে তাই দূরীভূত হইয়াছে। আণবিক গুরুত্বের মধ্যে ভিন্নতা থাকিলেও প্রত্যেক মূল পদার্থের আণবিক সংখ্যা মাত্র একটি । গণনা দ্বারা ইহাও দেখা গিয়াছে যে, মৌলিকের সংখ্যা অগণনীয় বা অনির্দিষ্ট নয়। মৌলিকের সংখ্যা বিরানব্বই, ইহার মধ্যে সাভাণীটি জ্ঞাত ও বাকী পাচটি অজ্ঞাত ? সম্রাটু অকৃবরের কবিতা স্ত্রী অমৃতলাল শীল অকৃবর বাদশাকে অনেকে নিরক্ষর বলিয়া থাকেন ; তাহার। ইহার দুইটি প্রমাণ দেখান, (১) আজ পর্যন্ত কোনো স্থানে অকৃবরের হস্তাক্ষর পাওয়া যায় নাই, ও (২) তাহার পুত্ৰ জহাঙ্গীর আপনার তুজকে তাহাকে উম্মী অর্থাৎ অশিক্ষিত বলিয়াছেন। কিন্তু তাহার বাল্যজীবনের যতটুকু ইতিহাস পাওয়া যায়, তাহাতে তাহাকে সর শিক্ষিত বলা যাইতে পারে বটে, কিন্তু সম্পূর্ণ নিরক্ষর বিবেচনা করা অন্তায় হয়। সেকালের সম্রাস্ত মুসলমানদেয়, বিশেষতঃ তৈমুরবংশীয়দের, হস্তাক্ষর অতি স্বম্বর ছিল,কিন্তু বোধ হয় আকবরের হাতের লেখা বালকোচিত श्नि बनिद्रा डिनि ८काप्ना काभरण निप्चद्र नाम गहै। করিতেন না । ان اسسسهC s অকৃবর যে-বংশে জন্ম গ্রহণ করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠাতা বা আদিপুরুষ তৈমুর বাল্যাবস্থায় মধ্য-এশিয়ার বিস্তৃত ঘাস-বনে নগরবাসীদের অশ্ব, অল্প অর্থের বিনিময়ে চরাইনে। কালে, ঐ অশ্বের সাহায্যে তিনি সেনাপতি ও মহাপ্রতাপশালী দিগ্বিজয়ী সম্রাটু হইয়াছিলেন। তিনি খঞ্জ ছিলেন বলিয়া লোকে তাহাকে লঙ্গ বা তৈমুর-লঙ্গ বলিত, ইংরেজিতে র্তাহার নাম Tamerlaue হইয়া त्रिघ्नांद्दछ् । डिनि मुनिe चबूर निग्नकब्र छ्णिन, उपां*ि র্তাহার রাজ-সভাতে বিজ্ঞানেরা যথেষ্ট সম্মান লাভ কল্পিত, ও তিনি বহু বিৰান পালন করিতেন। তাহার সম্মুখে সভাতে তর্ক ও র্তাহার অকাতরে দানের নানা গল্প প্রচলিত আছে । তাহার বিস্তৃত সাম্রাজ্য তাহার