পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—ব্রিটিশ সাম্রাজ্যের নূতন নাম । ઉ૭૧ नाzषब्र रुथी शक्लिश निद्रां ब्राईीघ्र बादशाब्र निष्क पृ४ि নিক্ষেপ করা যাক " - বতগুলি রাষ্ট্র ব্রিটিশ-সাম্রাজ্যের অন্তর্গত জাছে,তাহার সমান অধিকার লাভ করিলে প্রত্যেকের আভ্যন্তরীণ সমুদয় রাষ্ট্ৰীয় কাৰ্য নিৰ্ব্বাহের সম্পূর্ণ ক্ষমতা থাকিবে। কিন্তু যে-সকল ব্যাপারে তাহাঙ্গের পরস্পরের সম্পর্ক আছে এবং সহযোগিতা দরকার, এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের সহিত অন্য-সব দেশের যে-সকল বিষয়ে সম্বন্ধ আছে, সেইসকলের সম্বন্ধে ব্যবস্থা করিবার নিমিত্ত সমুদয় সাম্রাজ্যের একটি সাধারণ ব্যবস্থাপক সভা ব৷ মন্ত্রণা-সভার প্রয়োজন হইবে। এই প্রয়োজন বৰ্ত্তমান সময়েও অনুভূত হইয়াছে ; কয়েক বৎসর আগে হইতেই ইম্পরিয়্যাল কনফারেন্সের বা সাম্রাজ্যিক মন্ত্রণাসভার অধিবেশন হইয়া আসিতেছে । অবশ্য অধিবেশনগুলি প্রতিবৎসরই কোন নির্দিষ্ট তারিখে কোন নির্দিষ্ট কালের জন্য হইবার কোন ব্যবস্থা এখনও হয় নাই, প্রয়োজনমত অধিবেশন হয় ; ইহাতে কোন রাষ্ট্রের কিরূপ অধিকার ও দায়িত্ব, তাহাও নিৰ্দ্ধারিত হয় নাই। আমরা যেরূপ সাম্রাজ্যিক ব্যবস্থাপক সভার কথা বলিভেছি, তাহ অন্ত-রকমের। বৰ্ত্তমানে প্রত্যেক রাষ্ট্রের গবর্ণমেণ্ট ২১ জন করিয়া প্রক্তিনিধি সাম্রাজ্যিক কনফারেন্সে পাঠান, কিন্তু ব্রিটিশ-সাম্রাজ্যকে নৃপতিবিভূষিত বৃহৎ সাধারণতন্ত্রে পরিণত করিতে হইলে ইহার অন্তর্গভ প্রত্যেক রাষ্ট্রের যেমন ব্যবস্থাপক সভা থাকিবে, সবগুলির সম্মিলিত একটি ব্যবস্থাপক সভারও তেমূনি প্রয়োজন হইবে; যেমন আমেরিকার ইউনাইটেড ষ্টেটুসের প্রত্যেক রাষ্ট্রের ব্যবস্থাপক সভা আছে, এবং তা-ছাড়া সকলগুলির সম্মিলিত সাধারণ ব্যবস্থাপক সভাও আছে। ব্রিটিশ সাম্রাজ্যিক ব্যবস্থাপক সভার প্রতিনিধি নিৰ্ব্বাচনের অধিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক মামুষের হইবে । সুতরাং যে দেশের লোকসংখ্যা ষত বেশী, তাহার প্রতিনিধির সংখ্যাও তত বেশী হইবে । সাম্রাজ্যের আর-সকল অংশের অধিবাসীর মোট-সংখ্যা অপেক্ষা ভারতবর্ষের লোকসংখ্যা অনেক বেশী। স্বতরাং সাম্যের খাতিরে সাম্রাজ্যিক ব্যবস্থাপক সভায় ভারত্তবর্ষের প্রতিনিধির সংখ্যাও সৰ্ব্বাপেক্ষা অধিক হইবে। এরূপ বন্দোবস্তে সাম্রাজ্যের শ্বেত অধিবাসীর রাজী হইবেন কি ? তাহার তু কোন সম্ভাবনা দেখিতেছি না। - . অবগু, এরূপ প্রস্তাবও হইতে পারে, যে, এই সাধারণ ব্যবস্থাপক সভায় প্রত্যেক রাষ্ট্র সমানসংখ্যক প্রভিনিধি পাঠাইবে। কিন্তু সওয়া কোটি লোকের বাসভূমি নিউজীলও, পৌনে পাচকোটির বাসভূমি ব্রিটেন, এবং বরিশ কোটির ব্লাসভূমি ভারতবর্ষ, সবাই সমান-সমান প্রতিনিধি পাঠাইবে বলিলে সাম্যসঙ্গত প্রস্তাব হয় না। ’ রাজধানীতেই সাম্রাজ্যিক ব্যবস্থাপক সভার স্থায়ী , অধিবেশনস্থান থাকা বাঞ্ছনীয় ; নতুবা ঘুরিয়া-ঘুরিয়া সব দেশে এক-একবার অধিবেশন করিতে গেলে প্রতিনিধি ও কৰ্ম্মচারীদের রাহাখরচ, খাই-খরচ প্রভূতিতে এবং সৰ্ব্বত্র অধিবেশনগৃহ-নিৰ্ম্মাণে অত্যন্ত অধিক ব্যয় হইবে, কাজের অন্ধবিধাও খুব হইবে। সাম্রাজ্যের সর্বাপেক্ষ অধিক লোক ভারতবর্ষে বাস করে। অধিকতম লোকের স্ববিধ দেখাই উচিত। স্বতরাং রাজধানী ভারতবর্ষেই স্থাপিত হওয়া উচিত। ইহাতে কি সাম্রাজ্যের শ্বেত অধিবাসীবর্গ রাজি হইবেন ? তাহা ত মনে হয় না। - তাহার পর নৃপতি বা রাষ্ট্রপতি প্রভৃতির কথা উঠে। এখন বৃটিশ সাম্রাজ্যের মুকুটম্বরূপ একজন রাজা আছেন। এইরূপ বন্দোবস্ত যদি ভবিষ্যতেও থাকে, তাহ হইলে সাম্যের খাতিরে এই রাজাকে ভারতবর্ষে অবস্থিত রাজ, ধানীতে জীবনের অধিকাংশ সময় যাপন করিতে হইবে, কিম্বা সকল দেশেই ঘুরিয়া-ঘুরিয়া দরবার করিয়া বেড়াইতে হইবে। এই উভয়ের মধ্যে কোনটিই শ্বেতকায়দের মনঃপূত হইবার সম্ভাবনা নাই। ত-ছাড়া, সামাই যদি স্থাপিত হয়, তাহা হইলে ভিক্টোরিয়ার মত রাণী বা পঞ্চম জর্জের মত রাজা বরাবর খাটি ইউরোপীয়বংশদভূত কেন থাকিবেন, বুঝা যায় না। সাম্য চায়, যে, সাম্রাজ্যের যে-জাতির লোকসংখ্যা সকলের চেয়ে বেশী, রাজা তাহাদের জাতির হাওয়া উচিত i কিন্তু ব্রিটিশ রাজা বা রাণীকে সিংহাসনচু্যত করিয়া তাহদের জায়গায় কোন ভারতীয় রাজবংশকে প্রতিষ্ঠিত করা চলিৰে न -डांबउँौञ्च ब्राशरश्न श्चूि वा भूगणयांन श्रेष्वन, ठाश नईशांe कत्रफ़ निकछ फेलैि८ङ *itब्र । . भउबय,