পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুর সংখ্যা ] 曾 বোধ হয় সৰ্ব্বাপেক্ষ অধিক । পুরোহিতের সংখ্যা ৬২, ছুতার ও কামারের সংখ্য ৭৭ ৷. বিদেশে গিয়া ভারতীয়দের সমাজে যে-সব গুরুতর পরিবর্তন ঘটিয়াছে, ম্যাকৃমিলান লাহেব তাহার কয়েকটির উল্লেখ করিয়াছেন । (ক) ঝাড়ুদার ও মেথরের তিরোভাব। ঝাড়ুদার বা মেথর বলিয়া আর কোন স্বতন্ত্র জাতি নাই । তাহার সব অন্ত কাজের কাজীদের মধ্যে মিশিয়া গিয়াছে । ফিজিতে, যে-কেহ ঝাড়ুদার ও মেথরের কাজ করে । (খ) জুলাহা বা তাতীর তিরোভাব । ইহাতে অত্যন্ত বেশী ক্ষতি হইয়াছে, এবং তজন্তু ইহ বড় অাপ সোসের বিষয় হইয়াছে। ফিজিতে খুব ভালো কাপাস জন্মে, এবং ম্যাঞ্চেষ্টারের কলের ধুতি আট টাকা চারি আনা জোড়া দরে বিক্ৰী হয়। স্বতরাং এখানে চরকাকাটুনী ও তত্ত্ববায় কাপড়ের দাম খুব সহজেই কমাইতে পারিত। এখানে খাদ্য প্রচুর-পরিমাণে ও সস্তায় পাওয়া যায়, বস্ত্র মহার্ঘ। কিন্তু ইহাও দেখা যায়, যে, এখানকার ভারতীয়েরা স্বদেশী কাপড় বা খদ্দরকে অবজ্ঞা করে । (গ) ভারতবর্ষে লক্ষ-লক্ষ স্ত্রীলোক মজুরী করে, কিন্তু ফিজিতে মজুরীর কাজে নিযুক্ত স্ত্রীলোকের সংখ্যা খুব কমিয়া যাইতেছে। সেন্সস রিপোর্টে দেখা যায়, যে, বাড়ীর চাকরানীর কাজ করে ৮৩ জন স্ত্রীলোক, ৪০৮ জন মজুরী করে, কিন্তু ১২৬২৯ জন নিজের বাড়ীর কাজ করে । ভারতে বাস্তি ও আজমগড় জেলায় থাকিতে তাহারা যেমন পারিবারিক আয় দৈনিক তিন আনা বাড়াইবার জন্ত সকালসন্ধ্য। কাজ করিতে বাধ্য হইত, ফিজিতে তাহা হয় না । ফিজিতে কোন স্ত্রীলোকের পক্ষে বাড়ীর বাহিরে গিয়া কাজ করা অসন্ত্রমের বিষয় মনে হয়। তা-ছাড়া, চুক্তিবদ্ধ কুলীরূপে কাজ করিবার সময় স্ত্রীলোকদের যে নৈতিক দুর্দশ অনেক সময় হইত, তাহাতে এখন একটা প্রতিক্রিয়া ঘটিয়াছে—এখন পুরুষেরা তাহাদের বাড়ীর স্ত্রীলোকদিগকে বাড়ীতে রাখা কিম্বা নিজেদের ক্ষেতেই কাজ করিতে দেওয়া নিরাপদ মনে করে । ফিজির আদিমনিবাসী ও ভারতীয়দিগের মধ্যে জাতিমিশ্রণ হইতেছে না । তাহদের মধ্যে বৈবাহিক সম্বন্ধ প্রায় হয় না, যদিও ভাহারা পরস্পরের সহিত বেশ সম্ভাবে বাস করে। ইঙ্গ-ভারতীয় ফিরিঙ্গীও নাই । পিতা ইংরেজ ও মাতা ফিজির আদিমনিবাসী, এরূপ লোক দেখা शृींध्र । তিনি অধিবাসী ভারতীন্দিৰে হৰ উন্নতিশীল ५ीवर झडौ जांछि दलिब्रॉड़े भट्न इब । उांशब्रां नूङन. cग८* नूङन "ब्रिtवडे:मब्र गश्ऊि निरचरनब्र चौबटनब्र বিবিধ প্রসঙ্গ—রাষ্ট্রহীন মামুৰ 84 & সামঞ্জস্ত সাধনের উপযোগী পরিবর্তন বেশ করিয়া লইতেছে, এবং দক্ষিণ প্রশস্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ ইতিহাসে যে নূতন জাতি কৃতিত্ব দেখাইবে, ইহারা নিশ্চয়ই তাহাদের পথনিৰ্মাতা ও পথ-প্রদর্শক, ম্যাকমিলন সাহেব এই মত প্রকাশ করিয়াছেন। . রাষ্ট্রহীন মানুষ _ বহু বৎসর পূর্ব হইতে আরম্ভ করিয়া মুষ্টিমের কয়েক জন ভারতীয় আমেরিকার ইউনাড টে ষ্টেটুসএর স্থায়ী” বালিম্বা শ্রেণীভুক্ত হইয়া তথাকার পৌর অধিকার পাইয়াছিলেন । আধুনিক অন্তর্জাতিক ব্যবস্থা-অম্বুসারে কেহ একই সময়ে দুটা স্বাধীন রাষ্ট্রের পৌর অধিকার পাইতে পারে না । ধে অল্পসংখ্যক ভারতীয় আমেরিকার আইনের চক্ষে আমেরিকান হইয়া গিয়াছিলেন, তাহার আর রাষ্ট্রীয় হিসাবে ব্রিটিশ গবর্ণ মেন্টের ভারতীয় প্রজা ছিলেন না। ^ দুই বৎসরের অধিক পূৰ্ব্বে ঠিঙ্গ-(Thind) পদবীধারী একজন পঞ্জাবী ভদ্রলোক আমেরিকান হইবার দরখাস্ত করেন। ১৯২৩ সালের ফেব্রুয়ারী মাসে আমেরিকার স্বপ্রীম কোর্ট তাহার উপর রায় দেন, যে, ভারতীয়েরা আমেরিকার আইন-অমুসারে তথাকার স্থায়ী বাসিন্দা শ্ৰেণীভূক্ত হইয়া পৌর অধিকার পাইতে পারে না। তাহার পর হইতে, আগে যাহারা গবর্ণ মেন্টের নিকট হইতে পৌর অধিকার পাইয়াছিলেন ও আমেরিকান হুইয়াছিলেন, একে-একে তাহাদের সেই অধিকার কাড়িয়া লণ্ডয়া হইতেছে । তাহারা জার আমেরিকান থাকিতেছেন না ; কিন্তু তাহারা পুৰ্ব্বে ব্রিটিশ-প্রজাত্ব ত্যাগ করিয়া তবে আমেরিকান হইতে, পারিয়াছিলেন : স্বতরাং তাহার এখন জাইনের कएक ८कांन cमएलब्रझे यांशष नzश्न ; ऊँॉक्षांब्रां ब्राहेशैन ! . উাহীদের মধ্যে কেহ-কেহ আমেরিকায় বিবাহও । করিয়াছিলেন । তথাকার আইন-অনুসারে তাছাদের স্ত্রীরা আমেরিকান বা ইউরোপীয়বংশোদ্ভূত হইলেও এখন আর আমেরিকান বলিয়া গণ্য হইবেন না । তাহারাও রাষ্ট্রহীন হইলেন । । - - আমেরিকায় ভারতবর্ষের এই লাঞ্ছনা ও অপমান হুইল; অথচ ভারতবর্ধে আমেরিকানরা আসিয়া দিব্য আরামে বসবাস ও উপার্জন করিতেছে এবং দেশের লোকদের চেয়ে উচ্চ অধিকার ভোগ করিতেছে। আমেরিকায় ভারতীয়দের প্রতি এরূপ ব্যবহার কেন श्रेण ? छांहांब्र ऋांब्र१ चट्टनक । चाप्यब्रिकांब चाहेरन