পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ք:ՏՀ প্রথমে যুবরাজ-দেবের বৃদ্ধ প্রপৌত্র গাঙ্গেয়-দেৰ কাশী ও এলাহাবাদ জয় করিয়া একটি বিস্তৃত রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন। গাঙ্গেয়দেবের পুত্র কর্ণদৈব বাঙ্গালা-দেশ হইতে পাঞ্জাব এবং হিমালয়-পৰ্ব্বত হইতে নর্শ্বদাতীর পর্য্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন। কর্ণদেবের পুত্ৰ যশ:কর্ণদেবের রাজ্যকালে ত্রিপুরী হৈহয়-বংশীয় রাজাদের অধঃপতন আরম্ভ হইয়’ছিল যশ:কর্ণদেবের পুত্র গয়:কর্ণ দেবের সহিত মালবের পরমার-বংশীয় রাজা উদয়াদিত্যের দৌহিত্রী ও চিতোরের গুহিলট-বংশীয় রাজা বিজয়সিংহের কল্পা অহলণ দেবীর বিবাহ হইয়াছিল। ভেড়াঘাটে প্রথম যুবরাজ-দেব কর্তৃক নিৰ্ম্মিভ চৌষটি যোগিনীর মন্দির ধ্বংসোন্মুখ হওয়ায় দেবী মহারাণী অহলনাদেবী তাহ পুননিৰ্ম্মাণ করাইয়াছিলেন । ভেড়াঘাটে ডাক-বাঙ্গালার নিকটে ক্ষুদ্র পৰ্ব্বতের উপরে এখন যে গোলাকার মন্দির দেখিতে পাওয়া যায় তাহা মহারাণী অহলনা দেবী কর্তৃক নির্মিত। গয়:কর্ণ ও অহুলশাদেবীর জ্যেষ্ঠ পুত্র মহারাজাধিরাজ নরসিংহ দেবের রাজাকালে কলচুরী চেী-সম্বৎসরের ৯০৭ বর্ষে অর্থাৎ ১১৫৫ খ্ৰীষ্টাব্দে এই মন্দির নির্মাণ হুইয়াছিল। ইহাতে যে সমস্ত মূর্তি প্রতিষ্ঠিত আছে, সেগুলি তিনটি ভিন্নভিন্ন যুগের। প্রথম যুগের মূৰ্ত্তিগুলি কুষাণ-বংশীয় সম্রাটুগণের রাজ্যকালের এবং রক্তপ্রস্তর-নিৰ্ম্মিত । দ্বিতীয় মহারাণী অহল্যাদেী নিৰ্ম্মিত গৌরীশঙ্করের মন্দির বিভাগের মূৰ্ত্তিগুলি প্রথম যুবরাজদেবের রাজ্যকালে নিৰ্ম্মিত ও পীতাভ প্রস্তরের। তৃতীয় বিভাগের মূৰ্ত্তিগুলিও পীতাভ প্রস্তরের, কিন্তু ইহাতে কোনো ক্ষোদিত-লিপি নাই । এই মূৰ্ত্তিগুলি অহলণা দেবীর আদেশে নিৰ্ম্মিত । বট কোণ চক্রের দুইটি মন্দিরের একটি ভাঙিয়া গিয়াছে, অপরটি গৌরীশঙ্করের মন্দির নামে পরিচিত, তীর্থযাত্রীরা ভেড়াঘাটে আসিয়া এই মন্দিরে পূজা করিয়া থাকে। মন্দিরটির নিম্নাংশ পুরাতন, কিন্তু উপরের অংশটি নূতন । ইহার মধ্যে দণ্ডায়মান বৃষের পৃষ্ঠে উপবিষ্ট পীতাভ-প্রস্তুর-নিৰ্ম্মিত হরগেীরীর মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে ।