পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৬ প্রবাসী—শ্ৰাৰণ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড S AAAA S AAAAA AAAA AAAA AAAAeeAeAMAAA AAAA AAAAA নহিলে সে যায় কোথায়? একটা কাজ-কর্ণের চেষ্টা দেখিলে হয় না ? কিছু-কিছু উপার্জন করিয়া ইহাদের হাতে . আনিয়া দিতে পারিলে বোধ হয় সংসারের একজন হইয়া থাকিতে পারা যাইবে । তাহা হইলে আশ্রয় ছাড়িয়া জানন্দ ছাড়িয়া গৃহ ছাড়িয়া তাহাকে পথে-পথে ফিরিতেও হয় না, লোকের গলগ্রহও হইতে হয় না । ছোট্ট নলিনীর সেব{-যত্ন, আদর-আবারও পাওয়া যায়। গণপতি লোকটি মন্দ ছিলেন না। কিন্তু তাহীকে প্রাতে ও মধ্যাহ্নে দুই বেলাই কাৰ্য্যস্থলে থাকিতে হইত। তিনি রাত্রিবেলা ক্লাস্ত হইয়া আসিয়া শয্যা আশ্রয় করিতেন । যেন আর সংসারে কোথায় কি হইতেছে না হইতেছে বড়-কিছু সংবাদ রাখিতে পারিতেন না । অগত্যা সেদিন তিনি গৃহে ফিরিলে কানাই নিজেই তাহাকে ডাকিয়া বলিল, “আমি আর অকারণ এখানে বসে-ব'সে থাকি কেন ? কলকাতায় চলে যাই ।” গণপতি যেন বিস্মিত হইয়া বলিলেন, “কেন, বিশেষकिहू काख चांरक्ष ?” “কাজ এমন-কিছু নেই।” "ভবে আর দিন-কতক থাকুন না । আমি একূল৷ মাস্থ্য, আপনাকে পেয়ে বেশ আছি । নলিনীও একলাটি থাকৃত, এখন সৰ্ব্বদা আনন্সে কাটাচ্ছে। কেবল নিজের হাতে কষ্ট ক’রে রোধে-বেড়ে থাচ্ছেন, তাইতে মনে বড় ছুঃখ পাই ।” কানাই কহিল, “সে আমি বেশ আছি, ও সবের জন্তে কোনো কষ্টই নেই। তবে সময়টা আর যেতে চায় ন। একটা কাজ-কৰ্ম্ম জুটে গেলে আরও কিছুদিন থাকৃতে পারি। না হ’লে বসে-ব"সে আর কত কাল কাটানো যায় ?” গণপতি কিছু ব্যস্ত হইয়া কহিলেন, "এ-কথা কেন বলছেন ? কাজ-কৰ্ম্ম না জুটুলে যে থাকৃতে পারবেন না, হয়ত এমন-কোনো আচরণ আমাদের মধ্যে পেয়েছেন " কানাই হাসিয়া বলিল, “ন, না, নলিনী যেরূপ ভায়ের মতন আদর-যত্ন করে, সে জামি জীবনে ভুলতে পারব না । ওর মতন মেয়ে কম দেখেছি। শুধু শুধু ব'লে কাটানো আমার নিজের পক্ষেই বড় অসদ্ধ হয়ে দাড়িয়েছে।” গণপতি কিছুকাল ভাবিয়া বলিলেন, “আচ্ছা, আমি চেষ্টা ক'রে দেখব ।” সত্বরই এক মহাজনের ঘরে কানাইলালের ত্রিশ টাকা বেতনে একটি কৰ্ম্ম হইল। সে প্রথম মাসের বেতন গণপতির হাতে দিতে গেলে তিনি কুষ্ঠিত হইয়া কহিলেন, “আপনি আমাদের পরিত্যাগ করবেন—সেইপথেই চলেছেন দেখতে পাচ্ছি। আমাদের যাতে গ্লানি হয়, আপনার নিকট তেমন ব্যবহার পাবে। কোনো দিনই আশা করিনি । আপনাকে ততটা পরও কোনো দিন ভাব তে পারিনি ।” - কানাই কহিল, ”কিন্তু বেশী পর ক’রেই ভাবছেন । আমাকে পরিবারের একজন মনে করতে পারেননি, তাই বাইরের লোকের সাহায্য নিতে কুষ্ঠিত হচ্ছেন।” গণপতি হার মানিয়া বলিলেন, “আপনার যুক্তি সত্য, খগুন কর; যায় না । কিন্তু আমি সরলভাবে যেটা নিতে পােরছিনে, তর্কের দিক দিয়ে সেটা নিতে বাধ্য করালে বড় দুঃখিত হবো। আমাকে ওটা জোর করবেন না । আমার এই মেয়েটি নিয়েই যা কিছু দায় । তা-ছাড়া আমি যা কিছু উপায় করি তাতেই সংসার বেশ চ’লে যায় । আপনার ঐ সামান্ত আয়ের উপর লালসা করবার আমার কিছু কারণ নেই।” -ہ গণপতি যখন টাকা লইতে সন্মত হইলেন না, তখন কানাইলাল তাহা ব্যয় করিবারও একটা সদুপায় স্থির করিল। সৎকার্ষ্যে ওই অর্থ ব্যয় করিয়া সে ঋণমুক্তির আনন্দ সংগ্ৰহ করিতে লাগিল। সে তথাকার স্কুলপাঠশালাগুলিতে অমুসন্ধান লইয়া দরিত্র অথচ মেধাবী ছাত্রগণের একটি তালিকা প্রস্তুত করিয়া লইল । এবং তাহাদের পড়িবার ব্যয়ভার নিয়মিতভাবে বহন করিতে লাগিল । অবশিষ্ট যাহা থাকিত, সে-অর্থ সে দীন-দুঃখীকে लॉन कब्रिङ । निरछद्र छछ दिछूहे ब्राथिङ नl । কিছুদিন পরে . কানাইলালের কার্ধ্যে সভষ্ট হুইয়া भझांजन ऊाहांब्र ज* tाक cदउन वृकि कब्रिध्नां निष्णम । cवणा नलtा झहेष्ठ अँकिüी १६jख टांझांएक भनिtवग्न कार्षी