পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কোন মহিষের মহত্ত্বের বিচার করিতে হইলে দেখিতে হয়, তিনি কোন উদ্বেগু সাধনে নিজের শক্তি প্রয়োগ করিতেছেন, সমুদয় শক্তি তাহাতে প্রয়োগ করিতেছেন কি না, এবং তদৰ্থে সমুদয় শক্তি প্রয়োগের সমুদয় বাধা বিনষ্ট করিতেছেন কি না । দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ভারতবর্ষের স্বাধীনতা চাহিতেন। তিনি যখন যৌবনকালে ছাত্ররূপে বিলাভে অবস্থান করিতেছিলেন, তখনও তিনি ভারতবর্ষকে যাহার। চিরপদানত রাখিতে চায় কিংবা ভারতের অযথা নিন্দ করে এরূপ ইংরেজদের কথায় প্রতিবাদ করিতেন। খবরের কাগজে পড়িয়াছি, এইরূপ এক প্রতিবাদের ফলে তিনি যিবিল সাবিস প্রতিযোগিতায় কুতকার্ধ্য হইয়াও চাকরীর জন্য নির্বাচিত হন নাই। ইহা সত্য কি না, তাহার ভবিষ্যৎ জীবনচরিতলেখক স্থির করিবেন । কিন্তু তিনি চাকরী না পাওয়ায় তাহার ও দেশের ক্ষতি না হইয়া লাভই হইয়াছিল । ভারতবর্ষে ফিরিয়া আসিবার পর তিনি বরাবরই স্বাধীনতালিঙ্গ ছিলেন, এবং যাহারা সেই উদ্বেশ্বে কাজ করিতেন, তাহাদের মধ্যে অনেককে আর্থিক ও অল্পবিধ সাহায্য করিতেন। বিদ্রোহী হইয়া কোনপ্রকার অস্ত্র ব্যবহার করিয়া দেশকে যাহারা স্বাধীন করিতে চান, কেহ তাহাদের সাহায্য করিলে তাহা প্রকাশিত হয় না ; কেননা, সেরূপ সাহায্যদান নীতিবিরুদ্ধ ন হইলেও আইনবিরুদ্ধ। চিত্তরঞ্জন অন্ত নানা দলের রাজনৈতিক কৰ্ম্মীদিগকে সাহায্য দিতেন, ইহা সংবাদপত্রে প্রকাশিত হইয়াছে এবং পূৰ্ব্বেও অনেকের জানা ছিল। বিদ্রোহী বিপ্লবীদলের একজন লোকেরও একটি চিঠি মুঞ্জিত হইয়াছে, যাহাতে লেখক বলিয়াছেন, যে, যদিও ঐ দলের লোকদের সহিত চিত্তরঞ্জনের মভের মিল ছিল না, তথাপি র্তাহার অর্থাভাবে বিপন্ন হুইলে তিনি তাহাদিগকে সাহায্য দিতেন । এই প্রকারে দেশের নানাবিধ রাজনৈতিক প্রচেষ্টার সহিত বরাবরই চিত্তরঞ্জনের যোগ থাকিলেও এ*ং দেশের লোকদের রাষ্ট্ৰীয় শক্তি-হীনতা দূর করিবার ইচ্ছ। তাছাব বরাবর থাকিলে ৪, অসহযোগ আন্দোলনের পূৰ্ব্বপূৰ্য্যন্ত র্তাগর সময় ও শক্তি প্রধানতঃ অর্থে পার্জনে ব্যয়িত হইয়াছিল । তাঙ্কার পর তিনি যখন রাষ্ট্রীয় প্রচেষ্টায় ঝাপ দিয়া পড়িলেন, তখন রোজগারের ইচ্ছা ও চেষ্ট একেবারে ছাড়িয়া দিলেন । তখন হইতে র্তাহার সময় ও শক্তির উপর স্বদেশ ও স্বজাতি ভিন্ন আর কাহারও দাবী রঙ্গিল না । তখন হইতে র্তাহার উদ্বেগু হইল, স্বজাতির শক্তিহীনতা অধিকারহীনতা দূর করিয়া স্বদেশের সকল কাজে তাহাদিগের অধিকার স্থাপন এবং তাহা করিবার শক্তি অর্জন । এই মহৎ উদ্বেগু সাধনের জন্য র্তাহার শক্তি উৎসর্গীকৃত হইল। ইহার সঙ্গে-সঙ্গে উপার্জনের চেষ্টাও থাকিলে দেশের কাজে একাগ্রতা নষ্ট হইত ; কিন্তু তিনি উপার্জনের চেষ্টা ছাড়িয়া দিয়াছিলেন। তিনি যখন রোজগারী ছিলেন, তখন বিলাসিতায় ও নানাবিধু সুখভোগে অনেক সময় যাইত ও শক্তিক্ষয় হইত। দেশের সেবক যখন হইলেন, তখন পূৰ্ব্বকার অভ্যাসসকল থাকিলে কায়মনোবাক্যে পূর্ণ শক্তিতে বো করিতে পারিবেন না বলিয়া তাহা পরিত্যাগ করিতে লাগিলেন । স্বখ লালসা ত্যাগের ইহাই যে প্রধান বা একমাত্র কারণ, তাহা নহে ; এইরূপ হিসাব করিয়া মানুষ বড় হইতে পারে না। র্তাহার সহিত আমাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা না থাকায় আমরা নিশ্চয় করিয়া তাহার অন্তরের কথা বলিতে পারি না ; কিন্তু অকুমান হয়, দেশের সেবার श्रांनन्म e ऍग्रखङी ऊँीशग्न झशाश्च कूप्रउब्र ७ निक्लडेउब्र সুখের বাসনাকে পরাজিত করিয়াছিল।