পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা । বিবিধ প্রসঙ্গ—দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ Փ Ե-ծ দেশবন্ধুর প্রজ্ঞ -প্রতিমূৰ্ত্তি ক্তি, পি কষ্মকার কর্তৃক নিৰ্ম্মিত ভারতবর্ষের নানাবিধ কার্য্যক্ষেত্রে এমন কৰ্ম্মী দেখা গিয়াছে, যাহারা প্রাপ্তবয়স্ক হইবার পর রোজগা<ের পথে মোটেই যান নাই, কিম্বা অল্পকাল সে-পথের পথিক থাকিয়া তাহা চিরকালের জন্য ত্যাগ করিয়াছেন এবং কেনি-নী কোন প্রকারে দেশের ও পুথিবীর সেবায় আত্মোৎসর্গ করিয়াছেন। এমন লোকও ছিলেন এবং আছেন, অর্থেী পার্জন যাহাদের জীবনের লক্ষ্য নহে, অন্তবিধ ও উচ্চতর চেষ্টার আনুষঙ্গিক ফল মাত্র। ইহঁারা সকলেই নমস্য ও শ্রদ্ধেয় । চিত্তরঞ্জন দাশ মহাশয়ের জীবনের বিশেষত্ব এই, যে,তিনি নিজের রুভিত ও অভিজ্ঞতা হইতে বুঝিয়াছিলেন এবং অপরকেও দেখাইয়াছিলেন, যে, তিনি প্রভূত ধন উপার্জন করিতে পারেন, করিয়াও ছিলেন,