পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । ] পলাতক’ ছিল, তাহা দৈববশে ভগ্ন হইয়া এবম্বিধ ক্ষুদ্র ক্ষুদ্র পলাতক দলের সৃষ্টি করিয়াছে । অতএব অমুসন্ধান করিলে আরও 'পলাতক’ ধরা পড়িবে, এই আশায় আশান্বিত হইয়া জ্যোতিষিগণ দ্বিগুণ উৎসাহে গ্রহামুসন্ধানে তৎপর হইলেন ; এবং তাহার প্রথম স্থচনাস্বরূপ দরবীক্ষণের তীক্ষত বাড়াইতে লাগিলেন । প্রথম চারিট পলাতক ধরিতে সাত বৎসর লাগিয়াছিল । তাহার পর ৪০ বৎসর অদম্য অধ্যবসায় ও যত্ন সহকারে পর্য্যবেক্ষণ করিয়া ও জ্যোতিষি-সমাজ একটা বই 'পলাতক’ ধরিতে পারিলেন না । এই পঞ্চম ‘পলতকের স্বরূপ গণনা করিয়া দেখা গেল যে, ইহার ব্যাস ৬• মাইলের কম ! ( এ যাবৎ যতগুলি পলাতক ধরা পড়িয়াছে, তাহদের কোনটাই আর প্রথম চারিটার দ্যায় বৃহৎ পাওয়া যাইতেছে না । ) অতি ক্ষুদ্রকায় পলাতক' ধরিতে দূরবীক্ষণের যত খানি তীক্ষত থাকা প্রয়োজন, তাহা লাভ করিতেই উক্ত ৪০ বৎসর লাগিয়াছিল । অত:পর সকলে বুঝিতে পারিলেন যে, 'পলাতক’ ধরা কেবল দূরবীক্ষণের তীক্ষতার উপরই নিভর করিতেছে । ফলেও দেখা গিয়াছে যে, যতই দূরবীক্ষণের তীক্ষতা বাড়িতেছে, ততই প্রতি বৎসর অনেক গুলি পলাতক' ধরা পড়িতেছে । কোন কোন বৎসর দশ, পনর, এমন কি বিশট পৰ্য্যস্ত পলাতক’ ধরা পড়িয়াছে । ইহাদের মধ্যে Palisa নামক একজন অস্ত্রিয়ান জ্যোতিষী ৭৪টা ও Peters নামক একজন আমেরিকান জ্যোতিষী ৪৮টা আবিষ্কার করিয়াছেন । মান্দ্রাজ মান-মন্দিরে ও এ যাবৎ পাচট আবিষ্কৃত হইয়াছে । এ পর্য্যস্ত চারি শতের অধিক আবিষ্কত হইয়াছে ; এখনও আর ও কত অাছে কে বলিতে পারে ? আমেরিকা মহাদেশবাসী Watson নামক জনৈক বিখ্যাত জ্যোতিষী ২১টা পলাতক’ ধরিয়াছিলেন ; এবং মৃত্যুকালে তাহার আজন্মসঞ্চিত ধনরাশি এই পলাতকদিগের রক্ষণাবেক্ষণ জন্স রাখিয়া গিয়াছেন । পাঠকগণ হয়ত: বলিতেছেন, আকাশের জ্যোতিষ্কের আবার রক্ষণবেক্ষণ কিরূপ ?—ইহা বলা হইয়াছে যে, এই সকল 'পলাতক অতি ক্ষুদ্রকায় । ইহাদিগকে সকল সময় প্রবাসী । هة الالا চিনিতে পারা যায় না। অনেকবার এমন ঘটিয়াছে যে, কোন পলাতক একবার ধরা পড়িয়া, আবার তাহার অনুধাবক জ্যোতিষীর অবহেলা কিম্ব মেঘাবরণাদি কোন দৈৰ উৎপাতে পুনরায় পলায়ন করিয়াছে । তাহার পর অন্য কোন অনুধাবক কত্ত্বক পুনরায় নূতন পলাতক' বলিয়া ধরা পড়িয়াছে ; এবং পরিশেষে তাহার পরিচয়াদি জ্ঞাত চওয়াতে পূৰ্ব্বধৃত বলিয়া জানা গিয়াছে। এতগুলি পলাতক একটা সঙ্কীণ মণ্ডলীর মধ্যে ধাবিত হইতে গেলে তাহাদিগকে চিনিয়া রাখ। বড়ই কঠিন ব্যাপার । এ কারণ Watson সাহেব এই বন্দোবস্ত করিয়। গিয়াছেন যে, তাহার সঞ্চিত অর্থে তাহ দ্বারা ধৃত 'পলাতক গুলি নিয়ত অনুধাবিত হইতে থাকিবে । দৈব উৎপাত ভিন্ন অন্ত কোন কারণে যেন তাহাদিগকে অবহেলা করা ন৷ হয়, অর্থাৎ একটা দূরবীক্ষণ ও একজন অনুধাবক জ্যোতিষী দেন নিয়ত এই 'পলাতক গুলিকে পাহারা দেয় । পুৰ্ব্বে বলা হইয়াছে যে, প্রথম চারিট পিলা ত ক’ ধরার পর পঞ্চম পলাতক’ ধরিতে প্রায় ৪০ বৎসর লাগিয়'ছিল । এঠ ৪ • বৎসর পরিশ্রমের পর পঞ্চম 'পলাতক’কে ধরিয়া দেখা গেল যে, তাহ সাধারণ গতিবিজ্ঞান মানিয়। চলিতেছে না । 籌 প্রথমতঃ কয়েকটা সংখ্যার অকারণলব্ধ সমাবেশ হইতে 'পলাতক ধরিবার চেষ্ট হয়, এবং প্রকৃতপক্ষে প্রথম পলাতক’ ধরা পড়ে । তাহার পর দৈববলে দ্বিতীয় 'পলাতক’ ধরা দেয় । অন স্তর এই সিদ্ধাস্ত করা হয় যে, একটা বৃহৎ পলাতক ভগ্ন হইয়া অনেকগুলি ক্ষুদ্র পলা, তকের উৎপত্তি হইয়াছে । এই সিদ্ধাস্তকে ধ্রুব মানিয়! অনুসন্ধান করিতে গিয়া আরও দুইটী পলাতক’ ধর পড়ে ; তাহার পর ৪ eবংসর পরে দেথা গেল যে, একটা অতি ক্ষুদ্র পলাতক ধরা পড়িল । ইহার পর দূরবীক্ষণের তীক্ষতা যত বাড়িতে লাগিল, ততই প্রতি বৎসর অনেকগুলি পলাতক’ ধরা দিতে লাগিল । ইহা হইত্তে সহজে ধারণ করা যায় যে, যে সিদ্ধাস্ত মানিয়া লওয়াতে এই সকল পলাতক ধরা পড়িয়াছে, তাহ নিশ্চয়ই ধ্ৰুৰ निकाख् श्हें८ब । किढ़ श्रऊिदिखांनब८ण ऐश जांनी बांग्र