পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । ] মদনমোহন দত্তের কন্যাকে বিবাহ করিয়া, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্ত, কলিকাতায় নিমতলা ষ্ট্রীটে বাসভবন নিৰ্ম্মাণ করিয়া ৰসবাস করেন । ইনি কলিকাতার বিখ্যাত ধনী রামদুলাল সরকারের সহিত ব্যবসা বাণিজ্য করিতেন; অধিকন্তু মহাজনী ও বিল ডিস্কাউন্টের কৰ্ম্ম করিতেন । গঙ্গাধরের তিন পুত্র রামনারায়ণ, নিমাইচাঁদ ও নন্দলাল । রামনারায়ণের সহিত রাজ। রামমোহন রায়ের বিশেষ বন্ধুত্ব ছিল । রামনারায়ণ কাব্যানুরাগী ও কবি ছিলেন । তিনি রাধামোহন সেনের সহিত একত্রে “সঙ্গীত-তরঙ্গিনী” নামক কাব্য প্রণয়ন করিয়াছিলেন। তখন ঐ গ্রন্থের যথেষ্ট আদর হইয়াছিল। রামনারায়ণের পাচ পুত্র—মধুস্তদন, হামচাদ, নবীনচাদ, প্যারীচাদ ও কিশোরীচাদ । চতুর্থ পুত্র প্যারীচাদ, ১৮১৪ খৃষ্টাব্দের ১২ই জুলাই তারিখে নিমতলাস্থ ভবনে জন্মগ্রহণ করেন । প্যারীচাদ যখন জন্মগ্রহণ করেন, তখন বঙ্গে কি ইংরাজি, কি আধুfনক বাঙ্গালা ভাষা, কাহার ও স্রোত বহে নাই । তখন বাঙ্গালা “বটতলার মহাভারত,” “কবিকঙ্কণ চণ্ডী” “দাশু রায়ের পাচালী” ও পাসী “বাগ-ও-বাহার,” “বোস্ত ,” গোলেস্তা” প্রভৃতি পুস্তকের যথেষ্ট আদর ছিল । পারীচাদ প্রথম হইতেই ইংরাজি শিক্ষা করিয়াছিলেন । পাসী ও বেশ ভাল রকম শিখিয়াছিলেন। ইনি ১৮২৯ খৃষ্টাব্দের ৭ই জুলাই হিন্দু কলেজে ভৰ্ত্তি হন । ডাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামতনু লাহিড়ী, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রাধানাথ সিকদার ও রাজা দিগম্বর মিত্র প্রভৃতি প্যারীচাদের সহপাঠী ছিলেন । প্যারীচাদের সামান্ত উচ্চারণ দোষ ছিল, কিন্তু তিনি কয়েক মাসের মধ্যে অদ্ভূত অধ্যবসায় বলে তাহা সম্পূর্ণ শোধন করিয়াছিলেন । অল্প কালের মধ্যে র্তাহার বিস্তান্থরাগ ও তীক্ষ প্রতিভার কথা চারিদিকে প্রকাশ পাইয়াছিল। স্তার জন পীটার গ্রান্টের উৎকৃষ্ট রচনার নষ্ট ঘোষিত পুরস্কার, প্যারীচঁাদ অন্যান্ত সহাধ্যায়ীকে পরাজিত করিয়া লাভ করিয়াছিলেন। ইনি প্রথম শ্রেণীতে ১৬ টাকা মাসিক বৃত্তি লাভ করিয়াছিলেন। ইহার বাল-স্বভাৰ-স্থলভ চাপল্য ছিল না। ইনি বাল্যকাল প্রবাসী । ➢ዓ6: SAAAASAAAASLSS AAAAAS AAASASASS হইতেই অতি গম্ভীর ছিলেন বলিয়া অধ্যাপক ডাঃ টাইট্রলার তাহাকে বালা কালেই “দার্শনিক” আখ্যা দান করিয়াছিলেন । তখন কে জানিত, পরে বাস্তবিকই তিনি একজন "দাশনিক” হইবেন ? প্যারীচাদের বিদ্যানুরাগ ও কাৰ্য্যতৎপরতার পরিচয় পাইয়া স্তার এডওয়াড রায়েন ও কেমারন সাহেব তাহাকে ( প্রসন্নকুমার ঠাকুর ছাড়িয়া দিলে ) ব্যবস্থাপক সভার সভ্যের পদ গ্রহণ করিতে অনুরোধ করিয়াছিলেন। কিন্তু প্যারীচাঁদের স্বাধীন প্রাণ স্বাধীনভাবে বিচরণ করিতে ব্যাকুল । তিনি কি করিয়া সরকারী কার্য্য গ্রহণ করি° বেন ? তিনি গ্রহণ করিতে পারেন নাই । তিনি জীবনে কখনও সরকারী কন্ম গ্ৰহণ করেন নাই । পাঠত্যাগের পর প্যারীচাঁদ, নিজ ভবনে এক অবৈতনিক ইংরাজি স্কুল স্থাপন করিয়া, প্রতিদিন প্রাতঃ কালে কতিপয় বন্ধুর সহিত বালকদিগকে শিক্ষা দিতেন । প্রসিদ্ধ ডিরোজারি ও ও হেয়ার সাহেব তাহার স্কুল পরিদশন করিয়া তাহাকে উৎসাহ দান করিতেন । তিনি পরে কৃতজ্ঞfচ স্তু ইংরাজিতে ও বাঙ্গালাতে হেয়ার সাহেবের জীবনচরিত লেখেন । তিনিই হেয়ার সাহেবের স্মরণার্থ সভার ও হেয়ার প্রাইজ ফণ্ডের স্থাপয়িতা। এই সময় তিনি একু ঠজিসন অবং জেনারেল নলেজ, সভার সভ্য হন । ১৮৩৫ খৃষ্টাব্দে প্যারীচাঁদ, মুদ্রণযন্ত্রের স্বাধীনতাদাতা সার চালস মেটকাফের নাম চিরস্মরণীয় করিবার জন্য অক্লাস্ত পরিশ্রম করিয়া প্রথমে এসপ্লেনেড রোডে ডাঃ পুঙ্গের ( Dr. Strong ) বাটীর একটা নিম্নতল গুহে মেটকাফ বা কলিকাতা পাবলিক লাইব্রেরী স্থাপন করেন, এবং নিজে উহার ডেপুটী লাইব্রেরীয়ান হন । তিনি সকাল হইতে সন্ধ্যা পর্য্যন্ত মেটকাফ হলের ( Metcalf Hall ) জন্য চাদ। আদায় করিতে যারপর নাই পরিশ্রম করিতেন। পরে গঙ্গা তীরে প্রশস্ত মেটকাফ হল প্রস্থত হইলে তথায় কলিকাত পাবলিক লাইব্রেরী উঠিয়া যাম এবং সকলে তাহাকেই লাইব্রেরীয়ান মনোনীত করেন । বড়ই দুঃখের বিষয় আর কয়েক মাস পরেক্ট ভারত গবর্ণমেণ্ট মেটকাফ হল লইবেন । তাহাহইলে আর আমরা কলিকাতা পাবলিক লাইব্রেরীর নাম শুনিতে পাইব না ।