পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&e ●थंबांगौ । পূর্বেই ৰলিয়াছি, বহু প্রাচীনকালে আগুণমান দ্বীপপুঞ্জ এশিয়া মহাদেশের সহিত সংযুক্ত ছিল। আণ্ডামানবাসীদিগের মধ্যে এরূপ জনশ্রুতিও আছে যে, একবার প্রলয় হইয়া তাছাদের দেশের অনেক অংশ সমুদ্রে ডুবিয়া যায় । আণ্ডামান নামটির উৎপত্তি সম্বন্ধে পোর্টম্যান সাহেব বলেন যে, মালয়বাসীর প্রাচীনকাল হইতে আগু মান দ্বীপপুঞ্জে গিয়া তথাকার অধিবাসীদিগকে ধরিয়া আনিয়া দাসরূপে বিক্রয় করিত। তাহার। আওমোনীদিগকে রামায়ণবর্ণিত বানর বা হনুমান মনে করিত। মালয়ের হনুমান কথাটি “হ ধুমান” এইরূপ উচ্চারণ করে । এই হগুমান হইতে আগুণমান নামের উৎপত্তি হইয়াছে । আণ্ডামানীরা ১২টা গোত্রে এবং ৩ শ্রেণীতে বিভক্ত । প্রত্যেক গোত্র আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত এক এক গোত্রের লোকে একই প্রকার তীর ধমু ব্যবহার করে, একই রকম গহনা ও উল্কি পরে এবং প্রায় একই ভাষায় কথা কহে । গোত্রনিৰ্ব্বিশেষে অt :ামানীদের আর এক প্রকার শ্রেণীবিভাগ আছে তাহার “আর-রাউটো” অর্থাৎ বেলাবাসী, এবং “এরেমটাগ” অর্থাৎ অরণ্যৰাণী, এই দুই দলে বিভক্ত। বেলাবাসী ও অরণ্যৰাসীদের মধ্যে প্রভেদ এই ঃ--বেলাবাসীরা প্রধানতঃ সমুদ্রতীরে বাস করে, এবং প্রধানতঃ সমুদ্র হইতে निख निज षांमा श्रांश्ब्र१ क८ब्र । ७ट्रेछछ उांशत्वा अत्रलবাসিগণ অপেক্ষ সাতার ও ডুব দিতে এবং মাছ বিধিতে অধিক দক্ষ। তাহারা এরেমটাগ-গণ অপেক্ষা সাহসী ও কষ্টসহিষ্ণু এবং মৎস্য ও অপরাপর সামুদ্রিক জীবগণের বিষয় অধিক জানে। এরেমটাগ বা জঙ্গলবাসীরা জঙ্গলের ভিতরদিয়া পথ চিনিয়া যাইতে ও শূকর শিকার করিতে অধিকতর দক্ষ । তাহারা অtণ্ডামানের প্রাণী ও উদ্ভিদ সমূহের বিষয় আর-মাউটোগণ অপেক্ষ অধিক জানে, কিন্তু তাদের চেয়ে ভীরু ও ধূৰ্ত্ত । জঙ্গলবাসীরা কচ্ছপাদি শরবিদ্ধ করিতে পারে না । বেলাৰাণী ও জঙ্গলৰালীদের মধ্যে বৈবাহিক আদান প্রদান চলে। একই গোত্রের দুইটি ভাগের মধ্যে অনেক সময় যুদ্ধ হয়। আণ্ডামানীদিগের মৈত্রীর ক্রম নিম্নলিখিতরূপ। পরিबांटबब्र मध्षा उॉशप्नब चैङि भूव ८वभौ ।। ७क cश्राईब्र ८गाकरमब्र मरश७ उॉब আছে । এক গোত্রের লোকদের মধ্যে কিয়ৎ পরিমাণে সদ্ভাব আছে। পরিচয় থাকিলে স্বকীয় দলের অন্তান্ত গোত্রের লোকদের সঙ্গে তাহারা ভদ্রত রাখিয়া চলে। স্বকীয় দলভূক্ত অপরিচিত অন্যান্ত গোত্রের লোকদিগকে, এতদ্ব্যতীত অপর আওীমানীদিগকে এবং সমুদয় বিদেশী লোককে তাহারা শত্রু মনে করে। অা গুণমানীদের গোত্র জন্মগত। “বেলাবাসী” বা "জঙ্গলবাদী ’ নাম ও জন্মের উপর নির্ভর করে। কখন কখন পুত্রীকরণ (adoption) দ্বার। একজন "জঙ্গলবাসী” “বেলাবাসী’’ হইতে পারে, কিন্তু “বেলাবাসী’’ কখনই *জঙ্গলবাদী’ হইবে না। কারণ বেলাবাসীর জঙ্গলবাসীদিগকে অবজ্ঞার চক্ষে দেখে । আ গুণমানী পুরুষদের গড় উৎসেধ ৪ ফুট ১০ ইঞ্চি, স্ত্রীলোকদের ৪ ফুট ৬ ইঞ্চি । পুরুষদের গড় স্বাভাবিক দৈহিক উত্তাপ ৯৯ ডিগ্রী, স্ত্রীলোকদের ৯৯.৫ । পুরুষদের গড় নাড়ী-ম্পন্দন মিনিটে ৮২ বার, স্ত্রীলোকদের ৯৩ বার । পুরুষের গড় শ্বাসপ্রশ্বাস মিনিটে ১৯ বার, স্ত্রীলোকের ১৬ বার । পুরুষদের গড় ওজন ৯৬ পাউণ্ড ১• আউন্স, স্ত্রীলোকদের ৮৭ পাউণ্ড । ইহা হইতে দেখা যাইতেছে যে, ইহাদের স্বাভাবিক দৈহিক উত্তাপ আর্য্য জাতীয় মানবদিগের উত্তাপ অপেক্ষা কিছু বেশী। ইহার ঠিক কারণ নিরূপিত হয় নাই। হয়তঃ তাহাদের খাদ্য ?fgfa 5: storffs (carbonaceous) folgtā এরূপ হয়, কিম্বা সৰ্ব্বদা ম্যালেরিয়াপূর্ণ দেশে বাস করায় হয়ত অনেক সময়েই তাছাদের প্রচ্ছন্ন জর থাকে, যাহ। তাহার নিজেই অনুভব করিতে পারে না । তাহারা শীতকে বড় অপসন ও ভয় করে। কিন্তু তাঙ্গদের দেশ অপেক্ষ শীতল ভারতবর্ষীয় কোন স্থানে তাহাদিগকে লইয়া গেলে তাহাদের কোন ক্ষতি হয় না. বরং স্বাস্থ্যের উন্নতি হয় । তাহার রোদ বেশ সহিতে পারে, কিন্তু কখনও কখনও তাহাদের খুব মাথা ধরে ও ८ब्रोझयमिङ अश्ब्र श्छ । ऊांशंब्रा भूत्व औरश्रब्र नभब्र७ निव দ্বিপ্রহরে সম্পূর্ণ উলঙ্গ ভাবে, মাথা কোন প্রকারে আবৃত না করিয়া জলে স্থলে সৰ্ব্বত্র বিচরণ করে। খুব রোদের नमब्र cछांक्रांब्र कब्रिब्रां ज८ण दिछब्र१ कब्रिरङ इहे८ण उांशंब्रां