পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

斌曾试 প্রবাসী । { ১ম ভাগ। चबिब्रज्र कल छ|६रु कश्ठि कठ्ठिनौ, কত ধীর-আপ্যালনে কঁাপিত মেদিনী ; কত কবি ঝঙ্কারিয়া সুমধুর গুন, निग्रठ छूर्षि ठ कड भ३tछन-थt* ! সেঙ্গ সম্ভামাঝে নিষ্ঠ ফয়েজী-ফজল, शैौद्रबल, ¢ठtन तृभल, श्रभांठा नकल, প্রকৃতিপুঞ্জের ষ্টিতে দিবসে নিশ{য়, সমদশী সম্রাটের সঙ্গে থাকি, হায় ! কত নীতি শুভকরী করিত রচনা, প্রঞ্জাহিতে নুপস্থিত করিয়া কমন।। মোস্লেম-হিন্দুরে বাধি প্রেমের বন্ধনে, প্রতিষ্ঠিত একক্ষেত্রে অভিন্ন-পরাণে চেয়েছিল দেপিকারে যেই মহাজন, সেকেন্দ্র। তাছার অস্থি করিছে ধারণ ! -- আজি যুগযুগান্তরে সেই দুই জাতি কি দেtছ কি কলহেতে রহিয়াছে মাতি । যদি কোন শুভদিনে, বিধির বিধানে, এই দুই মহাজাতি মিশে প্রাণে প্রাণে, সেকেন্দ্র, তোমার এই নীরব শ্মশান, সেদিন ভারতে হবে মস্থাতীর্থস্থান ! देिप्टेमग्नम Jभत्र म अलौ । বঙ্গের বাহিরে বঙ্গ-সাহিত্য । সালের লোকগণনায় ده۶د-f۹۲Hټea٦tی জানা গিয়াছিল, এখানে বাঙ্গালীয় সংখ্যা ২১৫৯ । গত দশ বৎসরে অনেক বাড়িয়াছে । শিক্ষিত সম্প্রদায়ের সমাজ ও বঙ্গসাহিত্যের অনুশীলন সম্বন্ধে উত্তরপশ্চিমাঞ্চলের মধ্যে রাজধানী এলাহাবাদ প্রধান স্থান অধিকার করে । তীর্থরাজ বলিয়া ইহার যেমন পৌরাণিক খ্যাতি আছে, ইহা এ অঞ্চলবাসী বাঙ্গালীদের মাতৃভাষানুশীলনের তেমনি পীঠস্থান হইয়া দাড়াইয়াছে। কর্ণেলগঞ্জ বঙ্গসাহিত্যোৎসাহিনী সভা ও বান্ধব সমিতি, প্রয়াগ বঙ্গসাহিত্যমন্দির, দ্বারাগঞ্জ বঙ্গীয় সাময়িক সাহিত্যসন্মিলনী এবং প্রবাসীকাৰ্য্যালয় তাহার কেন্দ্রস্বরূপ । বঙ্গসাহিত্যোৎসাহিনী সভা ঐযুক্ত অবিনাশচন্দ্র মজুমদার মহাশয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ইস্থারই উদ্যোগে এবং রায় ক্ষেত্রচন্দ্ৰ আদিত্য বাহাদুর ও বাবু মতিলাল কর প্রমুখ শিক্ষিত উচ্চপদস্থ ব্যক্তিগণের সাহায্যে ১২৮৪ সালের ১১ই ভাত্র তারিখ হইতে ইহার কার্যা আরম্ভ श्ब्र । ॐथंध ॐथम १०॥४० खन &ltशक श्हेब्रtहिcशन । কয়েক বৎসর মধ্যে সভার বেশ উন্নতি হইল । কিন্তু প্রতি ষ্ঠাতা স্থানান্তরে গমন করায় এবং সাধারণের সহানুভূতির অভাবে সভার অবনতি হইতে লাগিল । এমন কি অনেক হীনচরিত্র ব্যক্তি গ্রাহক হইয়া প্রায় ২৫ • খানি ভাল গ্রন্থ আত্মসাৎ করিল। এই সময়ে কর্ণেলগঞ্জে বান্ধবসমিতি নামী একটা বাঙ্গালা রচন ও তর্কসভা ছিল । সভার সম্পাদক মহাশয় ১২৯৯ সালের পৌষ মাসে পুস্তকালয়টি সমিতির হস্তে অর্পণ করিলেন । এই সময় হইতে সভা ও সমিতি এক হইয়া গেল এবং ইহার কাৰ্য্যভার সমিতির সম্পাদক ঐযুক্ত অধরচন্দ্র মিত্র বি, এ, মহাশয়ের হস্তে পতিত হইল। এই সাহিত্যামুরাগী যুবকের অসামান্য যত্নে ও উদ্যমে সভা পুনৰ্জ্জীবন লাভ করিল এবং অল্পকালেই উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে সৰ্ব্বোংকৃষ্ট বাঙ্গালা পুস্তকালয়ে পরিণত হইল । এই পুস্তকালয়ে এক্ষণে ৯১৯ খানি পুস্তক মাছে ; এবং দারগার দপ্তর, নব্যভারত, প্রবাসী, বামাবোধিনী, সঞ্জীবনী, সাহিত্য এবং হিতবাদী এই কয়খানি সংবাদ ও সাময়িক পত্র রক্ষিত হইতেছে । কয়েক বৎসর হইতে কিন্তু ইহার উন্নতির লক্ষণ দেখা যাইতেছে না । সাধারণের আর সেরূপ অনুরাগ নাই। ইহার মাসিক আয় এক্ষণে ৬ টাকার অধিক হয় না । তন্মধ্যে বাট ভাড়ায় আদ্ধেক যায় । ব্যাঙ্কে ৫০ টাকার একখানি কাগজ আছে । বৎসরে ৪N করিয়া তাহা হইতে সুদ আইসে । বান্ধব-সমিতি প্রকৃত পক্ষে লোপ পাইয়াছে । সভার ও অবস্থা ক্রমে খারাপ হইয়া আসিতেছে । তবে সুযোগ্য সম্পাদক অধর বাবু এলাহাবাদে থাকিতে, ইহার বিশেষ কোন অমঙ্গলের সম্ভাবনা নাই । কিন্তু একজনের উপর নির্ভর করিয়া এরূপ একটী অনুষ্ঠান স্থায়ী হইতে পারে না । কৰ্ণেলগঞ্জে উচ্চশিক্ষিত ও উচ্চপদস্থ ব্যক্তির অভাব নাই । তাহাদের নিকট আমাদের সামুনয় প্রার্থন, আজ ২৩ বৎসর যাহা সগৌরবে চলিয়া আসিয়াছে, বাঙ্গালী জনসাধারণের হিতকারী সেই জাতীয় কীৰ্ত্তি সামান্ত উপেক্ষায় বিলুপ্ত না হয় । প্রয়াগ বঙ্গসাহিত্যমন্দির শ্ৰীযুক্ত বেণীমাধব মুখোপাধ্যায়, বি, এ, ঐযুক্ত বিপিনবিহারী ভট্টাচাৰ্য্য ও লেখক