পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S.S. প্রবাসী অতীতের লিখিত ইতিহাসে প্রজা অপেক্ষা কিন্তু এই গুচাচিত্র গুলি রাজার ধনীর কথা, নাগরিকের কথা, সুসভোর কথা, প্রাসাদবাসীর কথ। যেমন বলে, দরিদের কথা, জামাপদবর্গের কথা, অসভ্য সঞ্চার করে ? লাক্তার কথাই লেশ । কথা মেমন বলে, প্রজার কথা ও তেমনি বলে । জঙ্গলী লোকের কথা, পর্ণকুটিরবাসীর কথা ও তেমনি বলে । সেকালের লে! কে ও আমাদেরই মত রূপের পশ্চাতে, পে{গস্পের পশ্চাতে, বাহা ডম্বরের পশ্চাতে, ধাবিত হইত; সেপালে । গাৰ্ছ স্থা লেখ ছিল, শোক ছিল, শিশুর শৈশবলীলা ছিল, পুরমতিলার প্রসাধন ছিল, গৃহকৰ্ম্ম ছিল ; কোথায় গিয়াছে সে সব । রাজার ও রাজপুরীর নশ্বরতা আমাদের ঈদয়ে বিসাদ আনিয়া দেয় বটে ; কিন্তু যাতরা আমাদেরই তাতাদের নশ্বরতা আমাদিগকে আত্মায়ের মুল্লার মত বাপিত করে । কিন্তু ইহাতে আমাদের উপকারও আছে । সংসারের নশ্বরতা আমাদের চিরজন্মভূমির কথা মনে পড়াঙ্গয়া দেয়। কোথায় সে জন্মভূমি, কোপায় সে মাতৃপিতৃভবন ? একবার সেকালের শুদ্ধাস্তঃপুরে প্রবেশ করি । দেখিতেছি কোন ও রূপযেীবনসম্পন্ন গৃহলক্ষ্মী অপুৰ্ব্ববেশে দোলমায় বসিয়া তুলিতেছেন । দোল খাইবার সময় ভিন্ন ভিন্ন অঙ্গ যে রূপ ভাবে অবস্থিত থাকে, চিত্রেও অবিকল তাঙ্গই আছে । গৃহে র ভিতর গিয়া দেখি, কোনও সম্বাস্ত; পুরমষ্টিল প্রসাধনে নির্মুক্ত । এক হাতে ডিম্বাকৃতি (oval) দর্পণ, অল্প হাতে প্রসাধন দ্রব্য । প্রসাধন দ্রব্য লইয়া এক জন দাসী দাড়াইয়া রহিয়াছে, অপর একজন চামর ঢুলাইতেছে । গৃহস্বামিনীর সর্বাঙ্গে অলঙ্কার ; নিতম্বে মেখল, তাহার তিনটি স্তর ; উরু বেষ্টন করিয়া একপ্রকার অলঙ্কার । বসন এরূপ সূক্ষ যে তাই লক্ষাই হয় না, কেবল তাঙ্গর পাড় ও অঞ্চল হইতে তাহার অস্তিত্ব বুঝা যায়। সৰ্ব্বাঙ্গের গঠন ও রং ফুটিয়া বাহির হইতেছে । " একটি দাসীর বাকা সি তা দেখিতেছি । ফাষন ত্রিকালব্যাপী । একালে ভদ্র গৃহস্থ হিন্দুবাড়ীতে কেবল পারে আলতা দেয়, মুসলমানেরা ও তাঙ্গাদের অনুকরণকারীরা হাতের পাতায় ও নথাগে মেহদির রং দেয়, সেকালে হাতে পায়ে ও ও মুখে, সৰ্ব্বত্র রং দিবার প্রথা ছিল। কপিত আছে এক দশ জনের মত ছিল, [ ১ম ভাগ । লষ্ট ভিক্ষুণী গায়ের রং দেখাইবার জন্য সূক্ষ্ম বস্ত্র পরিধা করায় বুদ্ধদেব ভিক্ষুণীদিগের স্বঙ্গ বস্ত্র পরিধান বন্ধ করি দেন । ঔরঙ্গ জীবের এক কন্যার গায়ের রং পরিচ্ছদে ভিতর দিয়া দেখা যাওয়ায় বাদশাহ তাহাকে তিরস্কা করেন। তাতাতে বাদশাহজাদী উত্তর করেন, “আf ৭টি পোষাক পরিয়া রহিয়াছি।” তবে, সূক্ষ্ম বন্ধ প রধা রোগটা একালের নলীনাদের একচেটিয়া নয় ! কিন্তু যাই শুধু ধনবর্তীর প্রসাধন দেখিলেই চলিবে না। এক নার ছেলে কোলে করিয়া রহিয়াছেন। ঠিক আজকালিকা মত। তাগর গায়ে জাম আছে । অন্ত এক গৃহে গি দেখি ছেলেরা লাটিম ঘুরাইতেছে । আর এক বাড়ীতে গিয়া দেখি নারীগণ কুলোয় করিয়া চাল বাছিতেছেন। আ এক স্থানে দেখি, মা পশ্চাৎ হইতে ছেলের দুই পাশ্ব দিয় হাত চালাইয়া তাতার ছুটি হাত যোড় করিয়া ধরিয়া আছেন মায়ের মুখের ভাবে কি অপূৰ্ব্ব মিনতি, মাতৃস্নেহ ও সস্থানে জন্য আশীৰ্ব্বাদ ভিক্ষার অনিৰ্ব্বচনীয় সন্মিলন ! মা বৃ4ি ছেলের হাত দিয়া বুদ্ধদেবকে ভিক্ষা দিতেছেন। এদিকে আবার এ কি লীলা । কয়েকট বালক লাঠির উপর ঘোড়ায় চড়িয়াছে । এরা আমাদেরই বাড়ীর থোকাদের ভাই ছিল । শৈশবসুলভ কবিকল্পনা-বলে শুষ্ক নিজীব কাঠখণ্ডকে সজীব অশ্বে পরিণত করিত । তবে, সেই সে কালের লোকেরা সতা সতাই আমাদের আত্মীয় ছিল । তাহাদের শিশু গুলিও আমাদের নয়নের মণি খোকাখুৰ্কীদের মত বাবা ও দাদার লাঠির সাহায্যে বিনাব্যয়ে আশ্বারোহণের সখ মিটাইত। অতীতে ও বর্তমানে মানব প্রকৃতির একত্বের কি সুমিষ্ট প্রমাণ সক্ষমYদৰ) - --ബ-ജബ് ബ് প্রবাসী । সব ঠাই মোর ঘর আছে, আ ম : সেই ঘর মরি খুজিয়া ! দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব যুঝিয়া ! পরবাসী আমি যে দুয়ারে চাই তারি মাঝে মোর আছে যেন ঠাই, J