পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দধিভাত খেয়ে কন্যা গওয করেন পানি । ভদ্রা নামের দাসী গেল যমের পাঠানী ॥ সুবুদ্ধি ছিল রে রাজার কুবুদ্ধি হইল উত্তরবাহিনী হয়ে বলছেন দেবী— ওটে মাগী চেড়ী ভদ্রার হাতের মালা নিয়ে করোগ তিন গওষ পানি । কোথা পাবে জল কন্যা ভাবে মনে মনে । গোথুরে ৬ ছিল রে জল কল্লেন - তিন গগুম পানি । কুবুদ্ধি ছিল যে রাজার মুবুদ্ধি হইল, “পরনারী নিয়ে কেন অমুদেশী হব । নিজ নারী নিয়ে কৈলাসে রহিব ॥’ “বিধবায় কল্পে পরে স্বৰ্গপুরা যায় । সধবায় কল্পে পরে পুল সন্তান পায় । কুমারীতে কল্পে পরে স্বদৃষ্ট + বর পায় ॥" এই কথা শুনিয়া প্রণাম করিতে হয় । ২ । বারমেসে মঙ্গলবার | বৈশাখ হইতে চৈত্র পর্য্যস্ত বীরমাদ এই ব্ৰত করিতে ; এইজন্য ইহাকে “বারমেসে মঙ্গলবার’ বলে । fান্য নিয়ম “শাকভাত মঙ্গলবারের” ন্যায় । ইহাতে fগুলি প্রতি মঙ্গলবারে বিসজ্জন করিতে হয় । আহার বেলা, কিন্তু মাছভাত খাইতে পারে। কুমারী ও iা ভিন্ন বিধবাগণ এই ব্রতের অধিকারিণী নহেন । অথ কথা । “সোণার মঙ্গলচণ্ডী কুমুদে কোলে কল । ব্রহ্মচিস্তিয়ে মায়ের হাতে জপ মালা ॥ রক্তবস্ত্র পরিধান শিবের আলয় । শিব সছিতে হেন বনে নামিলেন ভবানী । হেন বনে তপিস্যা করেন মুনিগণ। তাহাদিকে বর দিয়া যাইল কৈলাস ভুবন ॥ এই ধানে এই মূৰ্ত্তি যেবা নরে পোজে । অবিশুি তাহার কাও সঙ্কটে স্তুতি ॥

  • গোপদ _ __ _ সদৃশ __

高, ৭ম সংখ্যা । ] প্রবাসী । २२१ সোণার মঙ্গলচণ্ডী কুমুদে কোলে কলা । ব্রহ্মচিন্তিয়ে মায়ের হাতে জপমালা ॥ রক্তবস্ত্র পরিধান হরের অtলয় । হর সম্ভাষিতে মায়ের নাম মহামায় ॥ দ্বিতীয় প্রহরে মায়ের নূতন ধোবন । সোহাগের গোর মায়ের হাস্যবদন ॥ সন্ধ্যাকালে বৃদ্ধরূপ যেবা নরে পোজে । অবিশুি তাহার কা গু সঙ্কটে স্তুতি ॥ অাটমুটি ষোল কটি সোণার মঙ্গলচণ্ডী । রূপার বালা-কেনে মঙ্গলচণ্ডী এত বেলা । "ষ্টাসতে খেলতে শাখায় সিন্দর পরতে ॥” এই কথা বলিয়া প্রণাম করিতে হয় । শ্রীঅঘোরনাথ চট্টোপাধ্যায় । হীবরের রোজনামচা । ( . ) তামরা অনেকেই ছেলেবেল লিম্প হীবরের সেন্স কবিতাটি পড়িয়াfছ, যাহার গোড়াতেই আছে, ( )ur task is donc. *()n (langa's breast, The Sun is sinking down to rest.

  • সমাপ্ত মোদের কৰ্ম্ম । লভিতে বিশ্রাম, জাহ্নবীর বক্ষে সূর্য্য অস্তমিতপ্রায় ।” হীবর কলিকাতার লর্ড বিষপ ছিলেন । তিনি এদেশে থাকি বার সময় যে রেজিনামচা লিপিয়াছিলেন, তাহ। পুস্তকাকারে প্রকাশিত হইয়াছিল । এই পুস্তক ইষ্টতে উনবিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবর্ষের কোন কোন প্রদেশের সামাজিক, নৈতিক ও রাজনৈতিক অবস্থার অনেক বৃত্তাস্ত পাওয়া যায় । বৰ্ত্তমান প্রবন্ধে আমরা সেইরূপ কয়েকটি তথ্য সংগ্ৰহ করিয়া দিব ।

হাঁবর যে জাহাজে ভারতবর্ষ আসিতেছিলেন, তাছা সাগর দ্বীপের নিকট পৌছিলে প্রায় বেলা ১২টার সময় হিন্দু মাঝি দ্বারা চালিত কয়েকটি মংস্য ও ফলপূর্ণ নৌকা তাহাদের নিকট আসিয়াছিল । নাবিকদিগকে দেখিয়া u uSu Bu u BBBuS S