পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ, ৭ম সংখ্যা । ] প্রবাসী । २१> ইংরেজর জত্বে বঙ্গলার দ্বিতীয় বিশেষ লাভ বহি:4 m হইতে রক্ষা । বাঙ্গলার কখনও বাহুবল ছিল না । আমি এমন কথা বলি না যে, বাঙ্গলার লোক কখনও যুদ্ধ করিতে জানিত না । ব্যক্তিগতভাবে প্রাচীন বাঙ্গালীগণ সাহস ও যুদ্ধকৌশল প্রদর্শন করিতে পারিক্ত, ভtছ মামরা জানি । কিন্তু জাতীয়ুশক্তি একতাসাপেক্ষ । বাঙ্গলার সেই একতা ও জাতীয় ভাব কখনও পরিস্ফুট ১য় নাই ; তাই বাঙ্গালী চিরকাল বিদেশীয় শত্রুর নিকট $1নমস্তক হইয়াছে। সত্য বটে, বাঙ্গলায় সীতারাম ও প siপাদিত্যের অভু্যদয় হইয়াছিল । কিন্তু গোবিন্দ সিংহ, রণজিৎ বা শিবtঞ্জীর স্থায় তঁtহীদের সাধন সিদ্ধ হয় নাই । ডাছ যে সঞ্জীবনীমন্ত্রবলে শিখ ও মহারাষ্ট্রায়ের অমুপ্রাণিত হইয়া উঠিয়াছিল, বাঙ্গলায় তাহার একান্ত অভাবদশ ত: আমাদের পুৰ্ব্বপুরুষদের কখনও স্বদেশরক্ষার শক্তি সুবিকশিত হয় নাই। আজি বীরসিংহ শিখ ও ৪ মারাঠগণ দুর্ভিক্ষে উপবাসে প্রাণত্যাগ করিতেছে ; অথচ দুৰ্ব্বলবাছ বাঙ্গালীগণ অপেক্ষাকৃত স্বাচ্ছন্দের সহিত জীবিকানিৰ্ব্বাহ করিতেছে। যদি ইংরেজের ষ্ঠায় প্রবলপঠাপান্বিত রাজার শাসন না থাকিত এবং পূৰ্ব্বের ন্যায় ভারতের বিভিন্ন প্রদেশসমূহ পরস্পরকে শত্রুভাবেই দেখিত, তবে গত দুই ভীষণ ফুর্ভিক্ষের সময়ে শিখ ও মারাঠাদিগকে ভারতের শস্যভাণ্ডার বাঙ্গলার দ্বারদেশে ভীমবলে মুহুমুহুঃ আঘাত করিতে দেখিতাম, ইহা নিঃসন্দিগ্ধচিত্তে বলা যাইতে পারে। মোগলরাজত্বের অবসানে সে অঙ্গের অভিনয়ও আরম্ভ হইয়াছিল। পূৰ্ব্বে আরকানরাজ, সমুদ্রে পটুগীজগণ এবং পশ্চিমে জয়োম্মত্ত মারাঠাগণ বাঙ্গালীদিগকে কতই ন বিপদাপন্ন করিয়া ইলিয়াছিলেন । বস্তুতঃ শিখ, রাজপুত, মারাঠা প্রভৃতি জাতির এশিয়ার অন্যান্ত জাতির বিরুদ্ধে আত্মরক্ষা করিতে সামর্থ্য ছিল ; কিন্তু আমাদের সেই সামর্থ্য ছিল না । মার বহিঃশত্রু হইতে আত্মরক্ষা করিতে না পারিলে যে কোন প্রকার মুখসম্পদ বা উন্নতির আশা থাকে না, ठाँश बल दांश्ला भांज ! ङांहे हे १८व्रल १iय°{८भ*छे पञांमांদিগকে ৰহিঃশত্রু হইতে রক্ষা করিয়া আমাদের বিশেষ कॅउखङांडांजन इहेबांदइन । हेशrब्रल ब्रॉअ८ङ्ग दांत्र जॉब्र श्रनञ्चनांथांप्र१ क्लडौञ्च शाँ छ চিরস্থায়ী বন্দোবস্ত । বাঙ্গলার বাহিরেও স্থই এক স্থানে চিরস্থায়ী বন্দোবস্ত আছে বটে ; কিন্তু সে সব স্থামের পরিমাণ অতি সামান্ত । মোটের উপর বাঙ্গল বাতীত সমস্ত ভারতবর্ষের জমিদার গবৰ্ণমেণ্ট, এবং খাজনা চিরবদ্ধনশীল। কিন্তু লর্ড কর্ণওয়ালিস বাঙ্গলায় ভূমির রাজস্বের চিরস্থায়ী পরিমাণ নির্দেশ করিয়া আমাদিগকে অপরিমেয় কৃতজ্ঞতাঋণে আবদ্ধ করিয়া গিয়াছেম । ভারতবর্ষের ধনের ইদানীন্তন উপকরণ একমাত্র কৃমি । শ্রমজীৰিসংখ্যার বাহুল্য সত্ত্বেও মূলধন অভাবে উৎপন্ন ধনের পরিমাণ অতি সামান্ত । মূলধনসাপেক্ষ শিল্পবাণিজ্য ভারতবাসীর হস্তে নাই বলিলেই চলে । যে সকল শিল্প অল্প মূলধন সাধা, সেগুলি ও ইয়ুরোপীয় বিজ্ঞানের প্রতিদ্বন্দিতায় জীবন্মত হইয়া আছে। কাজেই এই ত্রিশ ८कां ि८गांक ७थन ७कमांज डांबडफूभिन्न अङ्कगनौब्र উৰ্ব্বরতার বলে কথঞ্চিৎ জীৰন রক্ষা করিয়া আছে । ভারত গবৰ্ণমেণ্টের সীমান্তনীতি ও তদ্বৎ লোচনাভিভাবক অষ্টান্ত আড়ম্বরপূর্ণ কাৰ্য্যকলাপ শ্রমশীল কৃষকের দুই বাহুর উপরেই নির্ভর করিতেছে । ভারতের সুবৃহৎ নগর ও বিলাসিবাঞ্চিত মন্মুরনিৰ্ম্মিত সুশোভন অট্র লিকাসমূহ ও কৃষিক্ষেত্র হইতে অপহৃত অর্থেরই পরি৭তি । এদেশে উকীল, ডাক্তার, ইঞ্জিনীয়ার প্রভৃতি অপেক্ষাকৃত সৌভাগ্যশালী যে সব শ্রেণীর উন্থৰ হইয়াছে, তাহাদেরও আয়ের প্রত্যেক পাই প্রত্যক্ষ বা গৌণ ভাবে কৃষকগণই উৎপন্ন করিতেছে। যে দেশ এরূপ অনঙ্গগতি, তথায় কৃষির আয়ের প্রত্যেক কপদক পৰ্য্যন্ত অতি মূল্যবান । তত্ৰত ভূমির রাজস্ব স্বরূপে ক্ষেত্ৰজাত দ্রব্য যদি ক্রমবৰ্দ্ধিত হারে লোকের হস্তচু্যত হয়, তবে জাতীয় দুঃথের পরিমাণ ক্রমে গুরু হইতে গুরুতর না হইয়া থাকিতে পারে না । তাই বাজলার চিরস্থায়ী ৰনোবস্তের গুরুত্ব অত্যন্ত অধিক । সভ্যতাসঙ্গত সমুদয় কাৰ্য্যই অর্থসাপেক্ষ । শিক্ষা, সাহিত্য, শিল্প, বাণিজ্য রেলওয়ে, টেলিগ্রাফ, যাহাই হউক না কেন, গ্রাসাচ্ছাদন নিৰ্ব্বাছ श्हेब्र कि९ि नक्ष्ब्र ना श्रे८ण हेशब्र किङ्गबहे अखिरु সম্ভৰে না । বঙ্গদেশে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে প্রজ