পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રજ ઠ কুরাসার ঘের তুলি দেখাইল রবি তার শুণমছবি, বন, মাঠ পথ গৃহ, অভিনব সবি । অরুণ কিরণে সেই নয়নের আগে কি সুষমা জাগে ! যাহা দেখি তাই যেন কত ভাল লাগে । ধীরে তরী ভেসে চলে মাশার চিল্লোলে ; অশ্মট কল্লোলে কি সঙ্গীত গাহে সে যে কি আননে দোলে ! কুলে কুলে কুতূহলী অাখি চাহে কত ; স্বপনের মত কত মুখ, সুখ, দুখ, পিছে হয় গত । ক্রমে বেলা বেড়ে ওঠে বায়ু বহে বেগে, ঢেউ ওঠে জেগে, মাঝে মাঝে ঢাকে রবি ভাঙাভাঙা মেঘে । তরঙ্গ আছাড়ি পড়ে কাদি’কলস্বরে, ভগ্ন বালুচরে ; উলটিতে চাহে তরা খর বায়ুভরে । কে তাহে তুলিয়। দিল শুভ্ৰ মুখ-পাল রক্ত তাম কুণ্ড করে, ভরিয়। শু্যামল সাজি, { ১ম ভাগ সায়াহ্ন সুবর্ণজালে তরঙ্কুড়া ঘিরে, চাষী গুহে ফিরে, সোণার ধানের বোঝা বহি লয়ে শিরে । জানিনা ভিড়াব তরী কোন সিন্ধুকূলে, কার সৌধমূলে, কি বাণিজ্যে আসিয়াছি গিয়াছি যে ভুলে। অনন্তের কালে নীরে পড়িব যখন, কে জানে তখন বুঝিব কি, কি নিয়েছি কি দিয়ে কখন ?

  • m.swa... =8*-sasa asswt.."

“নৈবেদ্য” । স্বর্গের সোপানস্তরে সদ্যস্নাতা উষা উঠে পুজিতে যাহায়, লয়ে অৰ্ঘ্য পুষ্পরাজি মন্দির-প্রাঙ্গণে যণর ধরা শোভা পায় ! মধ্যাহ্ন কি দিব্য জ্ঞানে, দীপ্তালোক-ব্যাপ্ত প্রাণে, যাহার স্বরূপ করে প্রত্যক্ষ অস্তরে, সুমধ্যাহ্ন কাল, সন্ধ্যা সেবিকার সম, রত্নদীপ মনোরম, দাড়াইল হাসিমুথে ধরি শুধু হাল ! দিবসান্তে রথে যার পাদপীঠ পরে! স্রোতোমুখে লীলাভরে চলিল তরণী ; অগণ্য নক্ষত্র জাল। মাথায় আরতি ডালা, শুামল-বরণী, আসি নিশি নিত্য যার নিস্তবধ ঘরে, পাশে পাশে সহযাত্রী সুন্দরী ধরণী । ঝিল্লি-গুঞ্জরণ স্বরে, বেদমন্ত্র পাঠ করে, ঘাটে ঘাটে ঘটনার কত বিচিত্ৰতা ? মুক্তকেশ অন্ধকার হ’তে হিম ঝরে ; হাটের জনতা ; যুগযুগান্তর ধ’রে’ কত আয়োজন ক’রে” কেন, বেচা কোথাও বা শ্মশান-শূন্তত । প্রকৃতি পুজিছে য’ারে বিবিধ বিধানে ; প্রসন্ন আকাশ কভু অনুকুল বায়, ছয় ঋতু বহি ভার আনিতেছে উপচার, তরী বহে যায় তবুও আকুল হৃদি তৃপ্তি নাহি মানে ! নাবিক মঙ্গলগান মধতানে গায় । o * কবি সেই দেব তার সাজায়েছে থরে, থরে, সঘন গগন কন্তু উতরোল বায়, এ নব নৈবেদ্য, খুলি ভাবের ভাণ্ডার ! স্থ হু ক’রে ধায় বিচিত্র কোধিকবাসা লহ অয়ি মাতৃ ভাষা! উঠে পড়ে তরঙ্গেতে তরী বহে যায়। ভরি’ ছন্দোস্বর্ণপালা সন্নিধানে তার ;