পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపి) সুরেশ এষ্ট আসনটিতে মাথ রাখিয়া একটু বিশ্রাম করি। (মোতিয়া কর্তৃক পরিত্যক্ত আসনে মাথা রাখিয়া উপবেশন । দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া) ভগবন মন্মথ, কুতস্তে কুসুমায়ুধস্য সতস্তৈক্ষ্যমেতং । দ্বিতীয় গর্ভাঙ্ক । মোতিয়ার শয়নকক্ষ } মোতয়া এখনও তিনটে বাজেনি ; সাড়ে তিনটার সময় আজ বাগানে যাইবার কথা । কোন রকমে সময়টা কেটে গেলে বাচি । ওদের বাড়ীতে আছি, তই যত্ন করেন । সত্য সত্য ভাল বাসেন কি ? গান শুনিয়া প্রশংসা করিয়াছিলেন ; সেটা হয়ত ভদ্রত । আজ ও র গোলাপ বাগানে নিশ্চয়ই দেখিতে পাইব । এখন সময় কাটাই কি করে ? একটা গান গাই। গান | আমি যাবনা যাবনা কুসুমকুঞ্জে স্বজন লো ! সেথা ফুলের গন্ধে মোহে আনন্দে হারাষ্টয়ে ফেলি পরাণি লো । উদাসিয়ে মন বঙ্গে সমীরণ বিহগের গানে আকুল হই ; তাঙ্গে ফুটাযে মধুর জোছনা বিধুর তেসে হেসে আসে রজনী লো । নব নব আশা প্রেনের লালসা ফুটিয়া উঠিছে পরাণে সহ । ৩াই হয় ভয় অবশ হৃদয় হারাবে কোথা, না জানি লো । ওই কে আসছে বুঝ। (এক খানা পুস্তক লইয়া পড়িবার ছল করিয়া উপবেশন) { সরোজিনীর প্রবেশ । (পুস্তক রাখিয়া) এস । সরোজিনী - আজ গোলাপ বাগান দেখতে যেতে তৰে মনে নাই ? মোতিয়া-- এখনি যাবে ? সরো তোমার কিছু কাজ আছে নাকি ? মোতিয়া না, চল যাই । সরো - আমি বলতে এলাম,যে তুমি বেলা থাকতে থাকতে ঠাকুরপোর সঙ্গে যাও ; আমরা অল্প একটু পরেই যাচ্চি। কি বল ? * প্রবাসী [১ম ভাগ । মোতিয়া (ঈমং কম্পিতকণ্ঠে) তোমরা কিন্তু শীঘ্রই এস। সরো হা ; তবে চল । মোতিয় (স্বগত) অবশ ঈদয়, চারাবে কোথা, না - ജ് জানি লো । প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক । মুরেশ বাবুর গোলাপ বাগান ! মোতি ai—আমি এত বড় গোলাপ কথন দেখিনি । আপনি নিজে হাতেই সব কাজ করেন ? সুরেশ–না, তবে অনেকট পাটি। (স্বগত) একবার ত একটা ফুল দিয়াছি ; আবার কি ছলে করম্পর্শ করিব ? ঐ লাল ফুলটি তুলিয়। আনি । ( ফুল তুলিয়া ) এটি ছোট, কিন্তু গন্ধ বড় চমৎকার । ( ইস্তে ফুল প্রদান ) মোতিয়—(স্বগত ) একি ফুলের গন্ধ, না, প্রাণের গন্ধ ? সৌরভে সৰ্ব্বাঙ্গ ভরে গেল । সুরেশ–বৃষ্টি আসছে দু এক ফোটা পড়ছে । ঐ কুঞ্জের আশ্রয়ে গিয়ে দাড়াই । ( উভয়ের কুঞ্জতলে গমন ) মোতিয়া---এ বৃষ্টিতে ওঁরা আসতে পারবেন কি ? সুরেশ---ছাতা নিয়ে চাকরের নিশ্চয়ই আসবে। মোতিয়া--(স্বগত) প্রেমের কুঞ্জ সাজাইয়া, যদি দুই জনে একসঙ্গে থাকিতে পারিতাম ! সুরেশ----আপনার এখানে একাকী ভাল লাগছে না। মোতিয়া---কেন, আপনি ত আছেন ? সুরেশ–( স্বগত ) মনের কথা বলা বড় দুঃসাধ্য। কোন আভাস দিতেও ভয় হচ্চে, কি জানি যদি অসন্তুষ্ট হন ? ( প্রকাশে । আপনি এসেছেন বলে, আমরা সকলেই বড় আনন্দে আছি । মোতিয়া----(স্বগত) সকলে ? কেবলই ভদ্রতা ! (প্রকাশে) সেটা আপনাদের স্নেহের ফলে । সুরেশ---আপনি যখন চলিয়া যাইবেন, তখন আর আমাদের কথা মনে রাখিৰেন কি ? মোতিয়া----আমি কি এতই অকৃতজ্ঞ, যে আপনাদের এত স্নেহ বিস্তুত হব ? সুরেশ--ত নয়, আমি বলছিলাম যে, তু-ম (অৰ্ধোক্তি। আপনি চলে গেলে আমাদের বড় কষ্ট হবে।