পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম ও ৯ম সংখ্যা । ] সুবেশ–( হো হো করিয়া হাসিয়া ) তোমার ইংরাজির দি গুদানে চীনেবাজারের ইংরাজির ভূত উদ্ধার লাভ করবে ! এন মুখাজি---What ! (আস্তিন গুটাইয়া দণ্ডায়মান) সুরেশ----( বিদ্রুপ করিয়া ) মারামারি কৰ্ব্বে নাকি ? এসন ? fবলাতে কত গরু খেয়েছ দেথা যাক । এন মু আমি তোমার সঙ্গে ঝগড়া কোন্তে আসিনি। এম আমরা শেকহা গু করি । সুরেশ – পালাও, আর জ্যাঠামি করি ও না । বিরক্তি সহকারে প্রস্তান । এন-মু -সুরেশ আমাকে অপমান কল্লে ; কিন্তু মোতিয়া এখানে ছিল না । দি গাল ইজ অফুলি শাই । কোথা গেল ? [ প্রস্তান । চতুর্থ গর্ভাঙ্ক । যোগেশ বাবুর বৈঠকখানা ] যোগেশ – ( হাদিয়। ) কি সুরেশ, সাহেবের সঙ্গে নাকি ঝগড়া হয়েছে ? এন-মুখার্জি না, না ; কিসের ঝগড় ? উনি ইংরজি কপ বেয়ার কন্তে পারেন না ; ত। আমি বাঙ্গলাতেই কথা কইব । যোগেশ —তা হলে সুরেশ আর তুমি একসঙ্গেই কলিকাতা যাও না ? এন্‌-মু - অত্যন্ত আনন্দসহ কারে । সুরেশ আমি এখন কলিকাতা যাব না ; শরীর তেমন ভাল নাই । যোগেশ -তোমার চেহারা একটু খারাপ হয়েছে বটে। হয়েছে কি ? সুরেশ–ভাল ঘুম হয় না ; মাথা ধরা আছেই । যোগেশ-( উৎকান্ততভাৰে ) সেত ভাল কথা নয় । রামা ! ( রামার প্রবেশ ) যা, ডাক্তার বাবুকে খবর দে ; শীঘ্রই যেন আসেন । রামার প্রস্থান । এন-মু— উনি অত্যন্থ পড়েন ; ওঁর ঘরে কেবল বই ছড়ান। ফিলজুফি আর সায়েন্স-ওসব পড়লে কেবল মাথা ধরে---কিন্তু পে করে না । প্রবাসী ৩২৯ যোগেশ সত।সতাই তুমি বেশী পড়িও না । সুরেশ - বেশী পড়া আমার কখনও অভ্যাস নাই । এমৃ-মু আজি সকাল বেলাওত কি একটা – “It once might have been” <for CŞfso org for যোগেশ -- সমেচে ) কি পড় ছিলে মুরেশ ? সুরেশ রাউনিংএর একটা কবিত, Youth and Art, যোগেশ- , ও কবিতাটা আমি একদিন পড়েছিলাম ; ভাবটা তেমন বুঝিতে পারিলাম না। কবিতাটার তাৎপর্যা কি ? সুরেশ একটি ছেলে মুরদ গড়িত । এন -মৃ সে আবার কি ? যোগেশ– ( হাসিয়া ) Selptor ছিল । এন-মু ওঃ, আমি দেখছি । সুরেশ (কম্পিত কণ্ঠে ) আর একটি মেয়ে খুব গান গৰ্হিত । এন-মু-ঠিক মোতিয়ার মত ? যোগেশ - ( গায়ে হাত দিয়া ) একটু থাম। সুরেশ তাদের পরস্পরের প্রতি বড়ই অনুরাগ হইয়াছিল ; কিন্তু সাংসারিক বিজ্ঞতার বশবৰ্ত্তী হুইয়া তারা দুজনেষ্ট অন্ত ত্ৰ বিবাহিত হয় । কবি দেখাইয়াছেন যে তাহ:দের সাংসারিক সম্পদ যথেষ্ট হইয়াছিল, কিন্তু দুজনার জীবনই যেন বার্থ হইয় গেল । এন-মু ভাল বুঝিলাম না । xties—(*tfoil ) They failed in life, though they succeeded in the world এন-মু - সেণ্টিমেণ্ট ! ঈষ্ঠাতে লোকের খুব ক্ষতি হয়। সুরেশ সাহেব, তুমি কবিতা পড় ? এন-মু ফু; ! উঠাতে কোন লাভ নাই । সুরেশ তুমি কংগ্রেসের সভ্য নয় ? ཨ་ལྀ་ལཱ་ অবশু । সুরেশ - তোমাকে একটা ইংরাজী নাম দিতে ইচ্ছা আছে। এন -মৃ কি নাম ? x34 - Mr. Lofty, এন-মু ও কিরকম নাম ? সুরেশ র্যাদের খুব উচু পায় হয়, তাদের পক্ষে ঐ নামটি খুব লাগসই।