পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 о প্রবাসী মেয়েলি ছড়াই বাঙ্গালার আদিম কবিতা । তন্মধ্যেও মন্ত্রই প্রাচীন । তাগ্নিক বঙ্গদেশে ভাষার গর্ভবাসসময়েই মঞ্জের স্বষ্টি হ'ষ্টয়াছিল । অতি প্রাচীন মন্ত্রগুলি বড়ই দুৰ্ব্বোধা, তন্ত্রের ক্লাং স্ত্ৰীং হং হেীংএর মত কতকগুলি অথষ্টীন কপার পর দুই একটা দেবদেবীর দোতাইযুক্ত। মন্ত্র যতই সরল ও মাত্রাক্ষরপরিমিত, ততই উহার বয়স কম। চৈত্রপূজার যে সকল মগ্ন আমরা সংগ্ৰহ করিয়াছি, উহা ভূত ছাড়ান ও সাপের বিষ নামানর প্রাচীন মন্ত্রগুলি অপেক্ষা আধুনিক। বাঙ্গালা ভাষার উৎপত্তি ও পরিপুষ্টির ইতিহাসে এবং বাঙ্গালার নানালিধ গ্রাম্য পুজা পদ্ধতির বিচারে মন্ত্রের বড়ই প্রয়োজন । ভিন্ন ভিন্ন প্রদেশে পচলিত লাঙ্গালা মন্ত্র গুলি সংগ্ৰহ করিতে পারিলে বাঙ্গালার অনেক তত্ত্ব সংগৃহীত হইতে পারে। মণ্ডপবন্দনা মন্ত্র । * অনুরূপ ভাবে নর জলে করিয়া স্নান। গে। কণ্ঠে রোগী যোগী করিয়া ধান । করি গৌরীনন্দন ধিত্ব গুণে পতি । সরোবর পুষ্কণী দেলের উত্তর ভিটা । দক্ষিণে বৈসে লোহিত গঙ্গা নিরমল জল । মণি কোট দরশনে পাপ পলাইল সকল । কামাখা দৰশনে মুক্ত হৈল মল। মাধব দরশনে স্তর কর গুল । নীল আসনে চল । দেলের জন্ম । পাট না ছিল পাট না ছিল না ছিল সিংহাসন । কোথায় ছিল থtট পাট কাহারি আসন । দেল সৃষ্টি খাট খানি সুতারে চাইছা দিল । ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS S SCSS SSSAAAAAAS AA SAASAASAASAAAS - ری-س---------

  • অনেক স্থানে মন্ত্রগুলি ফুৰ্ব্বোধ্য বা অর্থহীন । এই অর্থহীনতাই উইtয় মহাস্থ্যবৃদ্ধির কারণ। মন্ত্রসংগ্রহে জামরা ভাষার প্রাদেশিকতা রক্ষা করিলাম। মন্ত্রগুলি নিম্নশ্রেণীর লোকের মুখে শ্রুত । স্তস্থার বেন্ধপ উচ্চারণ করে, ঠিক সেইরূপ লিখিন্ত হইল ।

| ১ম ভাগ সৃষ্টিকৰ্ত্তা ভগবান ভাইব আছেন স্কুল । সৃষ্টি কৰ্ত্ত ভগবান ভাঙ্গ বা আছেন স্থল । পাটের উপর হানিয়া দিলেন মহিষা ত্ৰিশূল । ই।নিয়; ত্ৰিশূল বাণ কাটা সারি সারি । মুগল বস্ব দিয়৷ পাট বাণ ঢাকিব মেরিক । ঢাকিয়। থেরিয়া পাট বাণ নিব প্ৰলয় সমুদের কলে প্ৰলয় সমুদ্রেব কুলে করি দেলের স্থাপন । চারি দিকে জ ৰ্‌ জোকার ঢাকের বাজনা ! এগাল মাস আছিল শিব নিদ্ৰা আসি ঘরে । মধূমাসে শিবপূজা যখন তলপ পড়ে । সন্ধা গায়ত্রী পড়িয়া ব্রাহ্মণ শিব দিলেন হাতে । পাটের করলেন জীবদ্যাস তুষ্টলা লইলাম মাথে। পূঞ্জব আমি শিব পূজা পূজব পাট বাণ । ভোলা মহেশ্বর সদাশিব চার যুগে জানি । জগং জননী মাতা যাহার ঘরনী { প্রণাম করি তোমার পদ্ম নমস্তুতে | সোণার খাট রূপার পাট হীরার জাল বাতি ।