পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Φυ" প্রবাসী সর—সুধা ঝরে চাদের করে, প্রেমের খেলা কে খেলালি আয় । উভয়ে-কাননে ষ্টত, দি { আনিলবালার প্রবেশ ) ( গান ) বহিছে মধুর মলয় বায়, পরাণ লইয়। থেলি গো আয় । আমি কুড়ায়ে পেয়েছি সদয় ৫টি তই নিয়ে আয়ু পেলিগে । আমি উড়ায়ে এনেছি সদয় ৫টি তাই নিয়ে সবে খেলিগে । বন - দেথি দেখি সখি পেয়েছ কি ধন ? সর - এ যে মানবজীবন--ধূলার রতন ! অনিল—এই ত থেলন। মনের মতন, তাই নিয়ে সবে খেলিব লয়ে দুখময় মানবহৃদয় পিরাতির খেলা ,দখিব। অনিল--(নাচিয়া) আমি এনেছি লুটি সদয় গুটি (এদের) প্রেমের সাগরে ভাসাব , মুখে হthাধ; দুখে কাদাব— (আবার) বিরহযাতনা করিয়ে রচনা ধূলার মাঝারে খেলিব । আমি উড়ায়ে এনেছি সদয় গুটি, কুড়ায়ে এনেছি সদয় গুটি, o তাক্ট নিয়ে আয়ু খেলিব । বন- হৃদয় দুইটি তাতে লষ্টয়া ফুদিয়! : আমি দিনু ভরি প্রেম অনুরাগ অনিল— উক্ত প্রকার করিয়া আমি দিনু সখি যাতন । সর-(উক্ত প্রকার করিয়া) আমি দিনু ভাই মধুই সোহাগ

  • দুখে সুখময় ভাবন । সদয় দুইটি দূরে নিক্ষেপ করণ ! (সকলে নাচিতে নাচিতে গান গাছিয়। বন— মোরা),উড়িয়া বেড়াই ফুলে মধু খাই

প্রেম করে বলে জানিন। (সদা জোছনা নিশিতে হাসিতে হাসিতে হেরিগে প্রেমের যা শুন । অনিল— (মুখে) বিচরি গগনে, পবন বাঙ্কনে মনিল— { ১ম ভাগ । মেঘের আসনে বসি ; (আর) হেরি অনুরাগ সোহাগ বিরাগ + খিলখিল করে হাসি । সর– (মোরা) বীচিবিভঙ্গে সলিলে রঙ্গে নাচিগে পুলক ভরে ; (সুধু) হেসে হই খুন, প্রেমের আগুন দহে ঘবে নারীনরে । সকলে-- আজি লুকায়ে কুঞ্জে কুসুমপুঞ্জে পবনে গগনে জলে, (সবে) প্রেমের মিলন বিরহরোদন হেরিব গো কুতূহলে । প্রথম দৃশ্য। প্রথম রজনী । সুষম— (বনপ্রাস্তে মালা গাঁথিতে গাঁথিতে) मt:३नी १fश्{द्र-द 1७:{{८ (একি) আপ ন উথলে প্রাণ হরষে । আপনি ফুটিয়া উঠে বসন্ত ভুবনে, আপনি কুহরে পিক কুসুমিত কাননে, আপনি বিকাশি নিশি বিশদ জ্যোছনারাশি, দিশি দিশি সুধা বরষে । আপনি সৌরভভরে ফোটে ফুল কুঞ্জে, আপনি সুথের ঘোরে অলিকুল গুঞ্জে, আপনি জীবনতটে যৌবন উঠে ফুটে পূরি প্রাণ প্রেমলালসে । জ্যোতি:— (বনের অন্ত প্রান্তে দাড়াইয়া) কীৰ্ত্তন ভঙ্গ পঠ{ল কে গে বিরাজে আজি রমণীমণি কুসুমবনে ; হাসিছে শত ফুল্লফুল কুমুমিত ও যৌবনে । কাহার তরে পবন বহে ? কাহার তরে বিহগ গাছে ? আমার পরাণ চাহে লুটাতে সুধু ও চরণে। (সুষমার নিকট অগ্রসর হইয়া) কে তুমি কানন মাঝে কুসুমমরি ললনে ! (মুধম স্ত্রীড়াভরে সঙ্কুচিতা, এবং নমদষ্টিতে অপাঙ্গে জ্যোতির মুখাবলোকন।