পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“চণ্ডীদাস-চরিত” ( २ ) এত কহি প্রেমমন্ত্র জপিতে জপিতে । ধীরে ধীরে চলে চণ্ডী রামীর পশ্চাতে ॥ পাগল হইল হায় দ্বিজ চণ্ডীদাস । যেই দেখে সেই বলে করি উপহাস ॥ সমাজের ভয় নাই লজ্জ নাই করে । রামী সঙ্গে চণ্ডীদাস থাকে এক ঘরে । দিবস রজনী তার রামী সঙ্গে খেলা । রামী ধ্যান রামী জ্ঞান রামী জপ-মালা । ছাপিত না বল কিছু সবে গেল জানা। লজ্জা ভয় নাই তবু নাই শুনে মন ॥ আর এক আশ্চৰ্য্য কথা শুন গো জননী ৷ রামিণীর আছে এক কনিষ্ঠ ভগিনী ॥ রোহিণী তাহার নাম দেখিতে সুন্দরী । বাপের আছুরে নাম হয় বিদ্যাধরী ॥ ব্রাহ্মণ-সমাজপতি বিজয়নারাণ । তাঁর পুত্র দয়ানন্দ গুণে অনুপাম ॥ ফুসলায়ে তার সাথে গোপনে রামিণী । রোহিণীর বিভা দিলা অদ্ভুত কাহিনী । পুরুত আছিল তথা দ্বিজ চণ্ডীদাস । ঘটিল সে ব্রাহ্মণের কিবা সৰ্ব্বনাশ | জাতি ফুল মান এবে সব গেল চলি । ত্যজিল আহার নিদ্রা ব্রাহ্মণ-মওলী ॥ মুচুর গ্রামের নাম করিলে শ্রবণ । পথ ভাঙ্গি চলি যায় বিদেশী ব্রাহ্মণ ॥

  • ] মাঝে মাঝে আসে বটে কুটুম্ব সকল ।

কিন্তু হায় কেহ নাহি খায় অন্নজল । অগ্নিশৰ্ম্ম হয়ে তবে বিজয়-নারাণ । বহুতর ব্রাহ্মণের করিলা আহবান ॥ 8 ---- ن\* সবে মিলি এল তারা মোর সন্নিকটে । সব কথা খুলিয়া কহিল অকপটে । বহু চিন্তা করি আমি কহিমু তখন। আমার স্বযুক্তি এক শুনহে ব্রাহ্মণ ॥ রামী চণ্ডীদাস আর কুকুর আখ্যান । যত দিন এ জগতে রবে বিদ্যমান ॥ খুচিবে না এ কলঙ্ক কহিলাম সার । তাই বলি যুক্তি এক শুনহ আমার ॥ সঙ্গে সঙ্গে রাঘিণীরে করে দাও দর। রার্থই গ্রামের নাম যুবরাজপুর | প্রায়শ্চিত্ত করি চণ্ডী উঠুক সম্প্রতি । সবে মিলি ফিরাহ তাহীর মতিগতি ॥ এই দণ্ডে রাজ্যমধ্যে করিব প্রচার । এ গ্রামে মুনুর কেহ নাহি কহে আর । না বল ব্রহ্মণ্যপুর শুল সৰ্ব্বজন । এ গ্রামের নাম আমি খুইমু ছত্রিনা" ॥ মম আজ্ঞ ধরি শিরে ধন্য ধন্ত রবে । আশীৰ্ব্বাদ করি মেরে চলি গেল সবে । জোর করি রামিণীরে পাঠাইলা কাশী । বুঝায়ু চণ্ডীরে তবে সবে অহনিশি ॥ চোরা না শুনয়ে কতু ধরম কাহিনী । তবু কাদে চণ্ডীদাস বলি রামী রামী । বহুমতে চওঁী তবে হইল সুধীর । তার পর প্রায়শ্চিত্ত দিন হৈলা স্থির । শুন মাগো রামী এথা বারাণসী পুরে । রহয়ে ব্রাহ্মণ বৃদ্ধ চন্দ্রচূড় ঘরে ॥ মা বলিঞ ডাকে চন্দ্র রামী কহে বাবা । পিতার অধিক তার করে নিত্য সেবা ॥ ৯ ) রাজ! হামীর-উওর উত্তর দেশ হুই৬ে আগত ছত্রি ছিলেন । ছত্রি - নগর ছত্রিন ।