পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S*o এই ফুলে শুন রাই তীর্থরাজে বসি । পূজিলা প্রভুর পদ জনেক সন্ন্যাসী ॥ প্রভুর প্রসাদী ফুল দাও মোর করে । তোর গুণে ধন্য হই ধরি শির পরে ॥ যাহ তুমি রাসমণি লঞে চণ্ডীদাসে। প্রভুর সে গুণগান কর গিয়া দেশে । বিলাও সকলে দোহে রাধাকৃষ্ণ নাম । আমার আদেশে পূর্ণ হবে মনস্কাম ॥ এত কহি অন্তৰ্দ্ধান হন পশুপতি। চৌদিকে উঠিল তবে রামীর থেআতি ॥ চন্দ্রচূড় কহে মোর সার্থক পরাণি । কন্যা-রূপে তুমি মোর হরের ঘরণী ॥ তোর করে অল্প খাই বহু ভাগ্য ফলে । দেখিস মা মোরে তুই পিণ্ড দিস মলে । যা ইচ্ছা করিম তুই মোর স্থাপ্য ধনে । চল মা এবার তুমি আপন ভবনে ॥ কাশী-ধামে কিমতে কোথায় থাকে রাই । জানিবারে গুপ্তচর পাঠাইতু তাই ॥ হরিহর নাম তার ফিরি আসি ধরে । সকল বৃত্তান্ত মাগে৷ কহিলা বিস্তরে ॥ হেথায় রোহিণী কঁদে গুমরি গুমরি। শুদ্ধ হৈল দয়ানন্দ প্রায়শ্চিত্ত করি ॥ প্রায়শ্চিত্ত কৈল ৯ওঁী ভোজনের কালে । পাত পাতি বসি গেলা ব্রাহ্মণ সকলে ॥ স্ট্রপরিচারক যত অন্ন দেয় পাতে । চণ্ডী দেয় অন্নথালা বহিয়া পশ্চাতে ॥ বাহিরায় বহুজন ব্যঞ্জন লক্টএগ। পাতে পাতে দেয় সবে পর পর গিয়া ॥ পুন বহিরিল চণ্ডী অন্নথালা হাতে । কোথা হতে আসি রামী কহিলা সাক্ষাতে ॥ চণ্ডী চণ্ডী চণ্ডীদাস পুরুষ-রতন । প্রায়শ্চিত্ত কর তুমি একি বিড়ম্বন । জেতে জাত দিলে তুমি আমি যাব কোথা। কোন দিন চওঁী তুমি ভেবেছ সে কথা ॥ ●NS8\○ রমণীর জাতি গেলে জাতি নাঞি পায়। ভাসাইলি শেষে চণ্ডী অকুলে আমায় ॥ আয় আয় করি তবে শেষ সম্ভাষণ । বলি রামী চণ্ডীদাসে দিলা আলিঙ্গন ॥ চণ্ডীর দুহাতে ধরা ছিল অশ্লথালা । বার করি ভিন্ন হাত তারে আলিঙ্গিলা ॥ কেহ বলে একি হল আশ্চৰ্য্য ঘটনা। চণ্ডীদাস মানুষ না আরো কোন জনা ৷ অন্নথাল রহে ধরা চওঁীর দুহাতে । বহিরিল দুটি হাত আবার কি মতে ॥ কেহ বলে কি যে বল পাগল সবাই । আমিও ত আছি চেয়ে কিছু দেখি নাই ॥ কেহ বলে একি রামী এল কোথা হতে । আলিঙ্গিল চণ্ডীদাসে সবার সাক্ষাতে ॥ মার আজি দুই জনে ক্ষমা নাহি দাও। একসঙ্গে বাধি দোহে অনলে পোড়াও ৷ ইাক-ইকি করি সবে উঠিয় দাড়ায় । ঝাক-ঝ কি করে থাল নাই খাব নাই ৷ কেই কহে থাম থাম কেহ কষ্ঠে চল । bণ্ডালের ঘরে কেবা থাবে অল্প . ' } অন্য জাতি হলে হত একেবারে ধোব । চল চল শীঘ্ৰ চল জাতি দিবে কেবা ॥ নিলজি পামর ভেড়ুয়া মূখ অপকৃষ্ট। ব্রাহ্মণের জাতিকুল সব কৈলি নষ্ট ॥ শ্ৰমধুসূদন তুমি শীঘ্র কর পার । ঠাপ ছাড়ি বুদ্ধগণ হৈলা আগুসূরি ॥ লাঠি সোট লঞ তবে যুবকের দল। রামী পানে ছুটে যেন নদী-ভরা জল । মার মার কাট কাট শব্দ মাত্র শুনি । পলকেতে অস্তদ্ধান হৈল রাসমণি ॥ সবে চলি গেলা তবে হইঞা ফাপর । নারীগণ গেল পরে যে যাহার ধর । দেবদাস উঠি তবে চণ্ডীদাসে বলে । তোর মত ভাই পাইতু বহু ভাগ্য ফলে ।