পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: こ@所丁ö দিল্লীর প্রাচীন মানমন্দির ১৮৭ গ্রন্থ গণকদিগের উপকারার্থ অতি যত্নের সহিত রচিত হয়। এতদ্ব্যতীত জয়সিংহ স্বয়ং জ্যোতিষ্ক-বেধোপযোগী গোলাদি যন্ত্রে নব নব কৌশল অবলম্বন করিয়াছিলেন । উহারই আদেশে ও উদ্যোগে সিদ্ধান্তসম্রাট গ্রস্থানুসারে ও স্বৰ্য্যসিদ্ধাস্ত অবলম্বনে জয়পুর, দিল্লী উজ্জয়িনী কাশী ও মথর-নগরীতে জ্যোতির্ষিক মানমন্দির নিৰ্ম্মিত হইয়াছিল। এক্ষণে আমরা দিল্লীর মানমন্দির সম্বন্ধে বিশদ আলোচনা করিব । দিল্লীর মানমন্দির পুরাতন দিল্লী শহরের বাহিরে জাম! মসজিদের প্রায় দুই মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । বর্তমান রাজধানীর কেন্দ্রস্থলে ’মস্তরমস্তর রোড' নামক রাজপথের বামপাশ্বের এক প্রস্তে ইহা প্রতিষ্ঠিত। প্রায় ১৭১• খ্ৰীষ্টাব্দে দিল্লীতে রাজা জয়সিংহ এই মানমন্দিরটি নিৰ্ম্মাণ করেন বাহির হইতে বৃহৎশঙ্কই প্রথমে দৃষ্টিপথে পতিত হয় । #13 alo ( vertical section ) একটি সমকোণী ত্রিভুজের স্বরূপ। এই ত্রিভুজের কর্ণ ১১৮ ফুট লম্ব, ভুজ S-8 so to Golf (perpendicular height) প্রায় ৫৭ ফুট দীর্ঘ । পৃথিবীর woots; ifos (terrestrial axis) -4x : (the face of the gnomon) সমস্তেরাল এবং এই ত্রিভুজের কোণ দিল্লীনগরীর অক্ষাংশের সমান । এই শঙ্কুর সম্রাট-যথ, দিল্লী-মানমনির শঙ্কু হইতে দিল্লী-মানমন্দিরের দৃপ্ত জয়প্রকাশ, দিল্লী-মানমন্দির