পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ করিতেন, তদনন্তর ঐযুক্ত উংসবানন্দ বিদ্যাবাগীশ উপনিষদের মূল পাঠ করিতেন, অনন্তর প্রযুক্ত রামচন্দ্র বিদ্যাবাগীশ ব্যাখ্যান করিতেন, পরিশেষ ব্রহ্মসঙ্গীত হইয়া সমাজের কার্য্য সম্পন্ন চষ্টত : কলিকাতাস্থ অনেকেই তথায় আগমন করিতেন। তৎকালে তারাচাদ চক্রবর্তী সমাজের নির্বাহক ছিলেন। পরস্তু সমাজের আয়ু বুদ্ধি হইলে কলিকাতাস্থ বর্তমান ব্রাহ্মসমাজের গৃহ প্রস্তুত হইয়৷ ১৭৫১ শকের ১১ মাঘ দিবসে তথায় উপাসনা আরম্ভ হইল, এই স্থানে মধ্যে মধ্যে দিবাবসান কালে মোসলমান ও ফিরিঙ্গী বালকেরা পারসীক ও ইংরাজী ভাষাতে পরমেশ্বরের স্তবগান করিত, তৎকালে মেকিণ্টস্ কম্পানি সমজের কোষাধ্যক্ষ ছিলেন, প্রতিবৎসর ভাদ্র মাসে সমাজের জন্মদিনে ব্রাহ্মণ পণ্ডিতদিগকে দান বিতরণ করা যাইত, তাহাতে শযুক্ত দ্বারিকানাথ ঠাকুর, কালীনাথ রায় ও মথুরানাথ মল্লিক বিশেষ আমুকুল্য করিতেন ; কলিকাতাস্থ ব্রাহ্মণ পণ্ডিতের সমাজ হইতে অতি সংগোপনে দান প্রতিগ্রহ করিতেন। ব্রাহ্মধৰ্ম্মপ্রচার ও সহমরণ নিবারণ এই উভয় কারণে রাজ রামমোহন রায়ের প্রতি পৌত্তলিকদিগের দ্বেষানল জ্বলিত হইল, তাহার। তাহার প্রাণের উপর আঘাত করিতে উদ্যত হইয়াছিল, এপ্রযুক্ত তিনি অস্ত্র সমভিব্যাহার ব্যতীত গৃহ হইতে বহিগত হইতেন মা। এই কালে কৌমুদী নামে ব্রহ্মসমাজের অধীন এক প্রকাশু পত্র প্রচার হইত। পূৰ্ব্বোক্ত প্রকারে ব্রাহ্মসমাজের তাবৎ কায্য সম্পন্ন হইয় আসিতেছিল। পরস্তু ১৭৫২ শকে রাজা রামমোহন রায় ইংলণ্ড দেশে যাত্রা করিতে মানস করিলেন তাহার পূৰ্ব্বে শ্ৰযুক্ত তারাচাঁদ চক্রবর্তী সমাজের নির্বাহক পদ হইতে অবসর হইলেন ও র্তাহার পরিবর্ভে শ্রযুক্ত বিশ্বস্তুর দাস তংপদে নিযুক্ত হইলেন। রাজার ইংলণ্ড গমনের প্রাকৃকালে ১৭৫১ শকের পৌষ মাসে ঐযুক্ত রমানাথ ঠাকুর, বৈকুণ্ঠনাথ রায় চৌধুরী এবং কলিকাতায় রাজ রামমোহন রায় ఇ$లి রাধাপ্রসাদ রায় সমাজ গৃহের বিশ্বস্ত হইলেন। ইহাতে সমজের কোন কাৰ্য্যের অন্যথা হয় নাই, কেবল শনিবারের পরিবৰ্ত্তে বুধবারে সমাজ হুইবার নিয়ম তাহারা স্থির করিলেন । রাজার অনুপস্থিতি কালে শ্ৰীযুক্ত দ্বারিকানাথ ঠাকুর সমাজের প্রতি সম্যক আহুকূল্য করিতেন। ১৭৫৪ শকের পৌষ মাসে সমাজের কোষাধ্যক্ষ মেকিণ্টস্ কোম্পানির বাণিজ্য ব্যবসার পতন হয়, কিন্তু তৎপূৰ্ব্বেই তিনি সমাজের মূলধন ৬-৮ ছয় সহস্ৰ আশী টাক তাহারদিগের নিকট হইতে গ্রহণপূর্বক আপনার সন্নিধামে রাখিলেন ; ঐ মূলধন তাহার পুত্রদিগের নিকট অদ্যপি গচ্ছিত আছে। ঐ মূলধনের বৃদ্ধি ব্যতীত সমাজের ব্যয়ের যা কিছু অসংস্থান থাকিত তৎসমুদয় শ্ৰযুক্ত দ্বারিকানাথ ঠাকুর স্বয়ং আমুকুলা করিতেন । তৎকালে শ্ৰীযুক্ত রাধাপ্রসাদ রায় নিৰ্ব্বাহকের কৰ্ম্মও সাধন করিতেন। ১৭৫৫ শকের আশ্বিন মাসে ইংলণ্ড দেশে রাজা রামমোহন রায়ের পরলোকপ্রাপ্তি হয়, মাঘ মাসে তাহার সম্বাদ কলিকাতা নগরে প্রাপ্ত হইল । ১৭৫৬ শকের পৌষ মাসে শ্রযুক্ত রাধাপ্রসাদ রায় পিতৃ প্রাপ্য ধন আনিবার জন্য দিল্লী নগরে যাত্র করিলেন । এই সময়ে ব্রাহ্মসমাজের প্রক্তি সকলেরই উপেক্ষ হইল । সমাজের জন্মদিবসে ব্রাহ্মণ পণ্ডিতদিগের প্রতিধন বিতরণ একাল পর্য্যস্ত নিয়মিত রূপে হুইয়া আসিতেছিল, ১৭৫৫ শকে তাহ নিরস্ত হইল। এই সময়ে ঐযুক্ত রামচন্দ্র গঙ্গোপাধ্যায় নির্বাহকের কৰ্ম্মে নিযুক্ত ছিলেন । ব্রাহ্ম সমাজের এই স্নান অবস্থা প্রায় দশ বৎসর ক্রমাগত রহিল। পরন্তু ১৭৬১ শকের আশ্বিন মাসে তত্ত্ববোধিনী সভা সংস্থাপিত হইয়। ব্রহ্মোপাসন প্রচারের আন্দোলন পুনৰ্ব্বার আরম্ভ হওয়াতে ১৭৬৫ শকের মধ্যেই পূৰ্ব্ব প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজের উন্নতির প্রতি অনেকেই যত্নবান হইলেন ।