পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী ゞジ狂 তখন ছিল তার রঙের শিল্প, ছিল সুরের মন্ত্র, ছিল সে নিত্য নবীন ! দিনে দিনে উদাসী কেন ঘুচিয়ে দিল তাপন লীলার প্রবাহ ? কেন ক্লান্ত হ'ল সে আপনার মাধুর্য্যকে নিয়ে ? আঙ শুধু তার মধ্যে আছে আলোছায়ার মৈত্রীবিহীন দ্বন্দ্ব, – ফেটে না ফুল, বঙ্গে না কলমুখরা নিঝরিণী । সেই পাণহারা চাদ তুমি আজ আমার কাছে । ঠুঃখ এই যে, এতে দুঃখ নেই তোমার মনে । একদিন নিজেকে মৃতন নূতন করে সৃষ্টি করেছিলে মায়াব পানি, তামারি ভাললাগার বঙে রঙিয়ে । [g, 2

f ੋ تمي o iম বর্ণহীন ভাষাবিহীন ! ভুলে গেছ, যতক্ট দিতে এসেছিলে আপনাকে ততই পেয়েছিলে আপনাকে বিচিত্ৰ ক’রে । তাজ তামাকে বঞ্চিত করে বঞ্চিত হয়েছ তাপন সর্থকতার । তোমার মাধুর্যাযগের ভগ্নশেষ কষ্টল আমার মমের স্তরে স্তরে । সেদিনকার তোরণের স্তুপ, প্রাসাদের ভিত্তি গুলুে ঢাকা বাগানের পথ । আমি বাস করি তোমার ভাঙা ঐশ্বয্যের ছড়ানে টকৃরোর মধ্যে । আমি খুজে বেড়াই মাটির তলার অন্ধকার, কুড়িয়ে রাখি যা ঠেকে তাতে ।