পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিদ্বীপে শিল্পকলা ও রসবোধ সাধারণের জীবন ও দৈনন্দিন কৰ্ম্মের সহিত অঙ্গাঙ্গীভাবে যুক্ত ; শিল্পী বলিয়। সেখানে একটি স্বতন্ত্ৰ জ'ত নাই, প্রায় সকলেই শিল্পকৰ্ম্মে অল্পবিস্তর নিপুণ । রামায়ণু-মহাভারতের কাহিনীই সাধারণত বলিদ্বীপের শিল্পকলার বিষয়বস্তু । তবে দৈনন্দিন ঘটনা ও দৃশ্বাবলী লইয়া আধুনিক কালে বহু শিল্পবস্থ রচিত হইয়াছে ; উপরের চিত্ৰখনি তাহার একটি নিদর্শন। বহির্জগতের সহিত যোগ স্থাপিত হইবার পর সম্প্রতি বলির শিল্পে বিদেশীয় প্রভাবও কোন কোন ক্ষেত্রে পুড়িয়াছে । নীচের চিত্রখানি তাহার একটি নিদর্শন ; ইহার অঙ্কনরীতি বিখ্যাত শিল্পী অব্রে বিয়ার্ডসলির সহিত তুলনীয়।