পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ অণগ্ৰা-অযোধ্যা প্রদেশে কতিপয় বৌদ্ধ প্রংসাবশেষ ఇ R న ঘোসক, কুকুট ও পাবরিয় ইত্যাদি । তন্মধ্যে আমরা ধনী শ্রেষ্ঠ ঘোসকের নামের সহিত বিশেষরূপে পরিচিত, কৌশাম্বীতে প্রাপ্ত বুদ্ধমূৰ্ত্তি নিৰ্ম্মাণকাল কণিপের রাজত্বের দ্বিতীয় বৎসর } কেন-ন তিনি বৌদ্ধবিহারের সংলগ্ন এক বৃহং মনোরম আরাম ভিক্ষুদের বাসের জন্য নিৰ্ম্মাণ করিয়া গিয়াছিলেন । বহু শতাব্দী পরে চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন ও তৎপর হিউয়েনসাঙ যখন কৌশাঙ্গীতে উপস্থিত হন তখনও নগরের দক্ষিণ-পূৰ্ব্বে যমুনার তীরে ঐ ঘোসিকারামের ধ্বংসাবশেষ তাহারা দেখিয়াছেন । ভগবান বুদ্ধ কৌশাঙ্গীতে একাধিক বার আসিয়৷ “বর্ষাবাস করিয়াছেন । বহু স্বত্রাদেশ কৌশাঙ্গীতে করিয়াছিলেন, যথা— কোসম্বিয়মুক্ত, সন্দকস্বত্ত ইত্যাদি । ভগবান বুদ্ধের কৌশাম্বীতে আগমনের এক শিলালেখ-প্রমাণও কিছুদিন হইল পাওয়া গিয়াছে । বুদ্ধদেবের এক সুন্দর প্রমাণ মূর্তির পদতলে ব্রাহ্মী অক্ষরে এই শিলালেখ সম্বন্ধে বিস্তারিত আলোচনা পালিগ্রন্থে বিবুত আছে যে, ভগবান এই শিলালেখ থোদিত আছে –“মহারাজ কণিষ্কের রাজত্বের দ্বিতীয় বর্ষে ভগবান বুদ্ধের বহুবার কৌশাম্বীতে আগমনস্মৃতি রক্ষা করিবার জন্য বুদ্ধমিত্র নামক জনৈক ধৰ্ম্মপ্রাণ ( মহিলা ) এই মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন ।” 'ఖి: কৌশম্বীতে প্রাপ্ত মুৎ-শকটিকা খ্ৰীষ্টীয় তৃতীয় শতাব্দী ! আমার কৌশাম্বীর প্রাচীন ইতিহাস নামক গ্রন্থে করিয়াছি । কৌশাম্বীতে বুদ্ধের আগমনের যে উল্লেখ পালিগ্রন্থে আছে তাঙ্কার প্রমাণের নিমিত্ত এত দিন আমরা হিউয়েনসাঙের বুত্তাস্তের উপরই নির্ভর করিয়াছিলাম । এই শিলালেথ ইহার প্রাচীনতর প্রমাণ । স্থানীয় আর্নিফুলজিক্যাল সোসাইটির পরিচালক ব্রিজমোহন ব্যাস মহাশয় এই মূর্তিটি আবিষ্কার করিয়া সুধীসমাজের মহা উপকার সাধন করিয়াছেন । ইহা ছাড়া কৌশাম্বীতে প্রাপ্ত অন্যান্য বহু বৌদ্ধ ও জৈন মৃষ্টি, স্বঙ্গ, For কৌশাম্বীর বর্তমান ধ্বংসস্তুপ