পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CङTछे নাম। আজকাল যে স্থানকে আমরা অযোধ্য বলি তাহাই রাজা দশরথের অযোধ্য। কিনা আমাদের জন নাই। কিন্তু বৌদ্ধ গ্রন্থে দুষ্ট শহরেরই নাম উল্লেখ আছে দেখিতে পাওয়া যায়। কাজেই সাকেত ও অযোধ্যা যে আলাদা শহর সে-বিষয়ে কোন সন্দেহ নাই। ভিনসেন্ট স্মিথ ও রিজ ডেভিডসের মতও তাঁহাই । আমাদের মনে হয় বৌদ্ধ যুগের নূতন শহর সাকেত অযোধ্যার কাছাকাছি কোথাও নিৰ্ম্মিত হয়। এই রূপ দৃষ্টান্ত আরও আছে ; যেমন মগধের প্রাচীন রাজধানী গিরিব্রজের নিকটেই বিম্বিসার রাজগৃহ নামক নূতন রাজধানী নিৰ্ম্মাণ করিয়াছিলেন। সাকেত ঠিক কোন সময়ে, কাহার দ্বারা নিৰ্ম্মিত হয় তাহ জানা নাই । তবে বুদ্ধদেবের সময়ে সাকেত যে একটা বড় শহর ছিল তৎসম্বন্ধে ভূরি ভূরি প্রমাণ পালি গ্রন্থে পাওয়া যায়। দীঘনিকায়ের মহাপরিনিব্বাণ-স্বত্তে বর্ণিত আছে যে ভগবান বুদ্ধের সময়ে যে ছয়টি মহানগরী ছিল তন্মধ্যে সাকেত একটি। আধুনিক কোন স্থানটি সাকেত তাঙ্গ এখনও নিদিষ্ট হয় নাই । কানিংহাম অযোধ্যাকেষ্ট সাকেত পলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন, কিন্তু ૮નાન નિઃમાનારુ જમાલ હશનલ બ્રાહ્મી માત્ર નtફ তাহার রিজ, সাকেত উনাও জেলায় সৈ নদীর তীরে স্বজনকোটের ধ্বংসস্তুপ হইতে পারে। ৬েfভডস অল্পমান করেন যে কিন্তু তাহ নি:সন্দেহে মানিয়া লইবার পক্ষে যথেষ্ট প্রমাণ তিনি তবে পালি গ্রন্থের সঙ্কেতের উপর নির্ভর করিয়া আমরা ইহাই বলিতে পারি যে ফৈজাবাদ, গোণ্ড বা উনাও জেলারই কোন স্থানে খুজিলে সাকেতের ধ্বংসস্তুপ পাওয়া যাইতে পারে। দেন নাই । পাবা মহাপ্রস্থানের পথে চলিতে চলিতে ভগবান বুদ্ধ পাবাতে উপস্থিত হইয় তাহার প্রিয়শিষ্য কৰ্ম্মকার চুন্দের গৃহে আতিথ্য গ্রহণ করিলেন। তথায় চুন্দের গৃহে ভোজন করিয়া কঠিন আমাশয় রোগে আক্রান্ত হইলেন। সেই রোগাক্রান্ত অবস্থায়ই বারো মাইল দক্ষিণ-পূৰ্ব্বে অবস্থিত কুশীনারার পথে চলিতে লাগিলেন। অতিকষ্টে সমস্ত দিনে এই পথ অতিক্রম করিয়া সন্ধ্যার প্রাঞ্চলে কুশীনারাতে পৌছিয়া অণগ্ৰা-অযোধ্য প্রদেশে কতিপয় বৌদ্ধ ধংসাবশেষ RNe్చ সেই রাত্রেই পরিনিৰ্ব্বাণ লাভ করিলেন। পাবাতে চুনের গৃহে যে আমাশয় রোগে আক্রান্ত হইয়াছিলেন, তাহাই ভগবান বুদ্ধের মৃত্যুর কারণ। বৌদ্ধ যুগের এই একটি অতি অশোকস্তম্ভ বড় ঘটনার সহিত পাবার ইতিহাস জড়িত আছে। বুদ্ধদেবের সময়ে পাবা মল্লদের দ্বিতীয় রাজধানী ছিল। অপর রাজধানী কুশীলার । অঙ্গুত্তরনিকায়ে দেখিতে পাওয়া যায় যে ভগবান বুদ্ধের সময় যে যোলটি মহাজনপদ ছিল তন্মধ্যে মল্লদের প্রজাতন্ত্ররাষ্ট্র একটি। মক্সের পরাক্রমশালী যুদ্ধপ্রিয় ক্ষত্রিয় জাতি ছিল। তাহদের রাজ্য দুই ভাগে বিভক্ত ছিল , এক ভাগের রাজধানী পাবা ও অপর ভাগের রাজধানী কুশনারা। কানিংহামের মতে পাবার আধুনিক নাম পাড়োন। পাড়োনা গোরখপুর জেলার কাসিয়া ( প্রাচীন কুশীনারা ) হইতে বারে মাইল