পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থাগার-আন্দোলনের প্রসার কুমার মুণীন্দ্রদেব রায় মহাশয় গার বৎসর পূৰ্ব্বে আমরা যখন প্রথম হুগলী জেলা পাঠাগার-সম্মেলন আহবান করি তখন ভাবিতে পারি নাই যে আমরা মাঝে মাঝে এই ভাবে সম্মিলিত হইতে পারিব । আমাদের দেশের জলবায়ুর দোষেই হউক, বা আর কোন কারণেই হউক, প্রথম উদ্যম ও উৎসাহ ঃ মশঃ মন্দীভূত ১৯২৫ সালের ৮ই ও ৯ই মে বাংলা দেশের মধ্যে বঁাশবেড়িয়া সাধারণ পাঠাগারের উদ্যোগে বঁাশবেড়িয়ায় প্রথম গ্রন্থাগার-আন্দোলন আরন্ধ হয়। সেই সময় হুগলী জেলা গ্রন্থাগার সমিতি স্থাপিত হয়। হুগলী জেলাকে কেন্দ্র করিয়া কাৰ্য্যের প্রথম সূত্রপাত হয়, ক্রমশঃ কাৰ্য্যক্ষেত্র রাজবলহাটে গত ৩র ও ৪ এপ্রিল তারিখে অনুষ্টিত সপ্তম হুগলী জেল পাগগর সম্মিলনের সভাপতি ও প্রতিনিধিবগ । হইয়া আসে। এ ক্ষেত্রে যে তাহ ঘটে মাই—ইহা নিঃসন্দেহে আশার ও আনন্দের কথা । সম্প্রসারিত হইয়া সমগ্র বঙ্গদেশে ব্যাপ্ত হইয় পড়ে । জেলার অধিকাংশ গ্রন্থাগার এই সমিতির সঠিত সংযুক্ত ভুগলী