পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ মহিলা-সংবাদ Ru్సూ তিনি দীর্ঘকাল ধরিয়া কংগ্রেস, মুস্লিম লীগ ও খিলাফং কনফারেন্সের সহিত যুক্ত ছিলেন, এবং প্রত্যেকটির অন্যতম নেতা ছিলেন। সংকীর্ণ সাম্প্রদায়িকতার তিনি বিরোধী ছিলেন । মুসলমানের তাহার পরামর্শ অনুসারে চলিলে র্তাহাদের ও দেশের উপকার হইত। ১৯২৭ সালে তিনি মাম্রাজ কংগ্রেসের সভাপতিত্ব করেন । ১৯২৮ সালে কলিকাতার সর্বদল সম্মেলনের সভাপতিও তিনি ছিলেন । ১৯২০ হইতে ১৯২২ পৰ্য্যস্ত তিনি খিলাফত ও অসহযোগ প্রচেষ্টার সহিত অন্যতম কৰ্ম্মিষ্ঠ নেতারূপে যুক্ত ছিলেন, এবং ১৯৩০ ও ১৯৩২ সালের অসহযোগ প্রচেষ্টর সংস্রবে কারারুদ্ধ হইয়াছিলেন। তিনি কংগ্রেস পালেমেণ্টারী দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন । গত বৎসর এপ্রিল মাসে তিনি অসুস্থত বশত: কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভ্যপদে ইস্তফা দেন, এবং তখন হইতে রাষ্ট্রনীতির সহিতও কোন সক্রিয় যোগ রাখেন নাই । অনেক বৎসর পূৰ্ব্বে যখন তুরস্কের সহিত ইটালীর যুদ্ধ হয়, তিনি তখন এক চিকিৎসক দলের নেতা রূপে যুদ্ধক্ষেত্রে তুরস্কের সাহায্য করিয়াছিলেন । চৈনিক যুদ্ধেও তিনি এইরূপ কাজ করিতে চাহিয়াছিলেন, কিন্তু পাসপোট ( ছাড়পত্র ) পান নাই । ড।তার অ্যান্সারী মহিলা-সংবাদ নিউ দিল্লী মহিলা-সমিতির উদ্যোগে প্রতি বর্ষে একটি শিল্পপ্রদর্শনী বা ‘আনন্দবাজার’ হইয়া থাকে। গত ২৬শে ও ২৭শে ফেব্রুয়ারী এই আনন্দবাজারের সপ্তম প্রদর্শনী হইয়াছে । আগে শুধু বাঙালী মহিলাদেরই প্রদর্শনীতে আহবান করা হইত। এবার ভিন্ন প্রদেশীয় অনেক সম্বাস্ত মহিলাও ইহাতে যোগদান করিয়াছিলেন। প্রদর্শনীতে নানা রকম জাম, গৃহনিৰ্ম্মিত খাদ্যদ্রব্য, খেলনা ইতাদি বিক্রয়ার্থ ছিল। প্রদর্শনীতে খেলনাগুলি অতি শীঘ্ৰ বিক্রয় হইয়া যাওয়াতে আমাদের দেশে ঐ সমুদয় নিউ দিল্লীতে মহিলাদের আনন্দবাজার ۹ ن-اس-ری را