পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टख्ञTछे মহিলা-সংবাদ অনেক এ্যাংলো-ইণ্ডিয়ান বালিকাকে পরাজিত করিয়া সকলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন । হাইজাম্পেও ইনি যোগদান করেন । ইহার শিক্ষক শ্রযুক্ত রবীন সরকার । মধ্যবিত্ত ঘরের কুমারী সধবা ও বিধবাগণকে গৃহকৰ্ম্মের অবসরে স্বল্প সময়ে সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে অর্থকরী বিদ্যাশিক্ষা দিবার উদ্দেশু লইয়। ১৯৩৪ সালে বাণীপীঠ প্রতিষ্ঠিত হয় । এই বিদ্যালয়ে ইংরেজী বাংলা অস্ক ইতিহাস ভূগোল প্রভৃতি সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে অবৈতনিক শিক্ষা ও ফাষ্ট এণ্ড, হোমনাসি প্রভৃতি শিক্ষার ব্যবস্থা আছে। এই বিদ্যালয় হইতে শিক্ষাপ্রাপ্ত হইয়। ১৯৩৪ সালে ৩০ জন ও ১৯৩৫ সালে ২৪ জন মহিলা শিক্ষয়িত্রী হইবার জন্য বিভিন্ন ট্রেনিং বিদ্যালয়ে জুনিয়র ট্রেনিং পড়িতেছেন । সিমিয়ুর ট্রেনি পড়িবার জন্ম ৮ জন মহিলা ১৯৩৬ সালে মাটিকুলেশম পরীক্ষা দিয়াছেন । বর্তমানে এই বিদ্যালয়ে অধিকাংশ মহিলাই বিন! বেতনে ব; অৰ্দ্ধবেতনে পড়িতেছেন এবং বিদ্যালয়-সংলগ্ন ছা ধনিপাসে কয়েকটি অনথা ছাত্রী বিনা ব্যয়ে অtহার ও বাসস্থান লাভ করিবার সুযোগ প্রাপ্ত হইয়াছেন । এখানে শিক্ষা প্রাপ হইয় তিন-চারটি মহিলা-ইতিমধ্যেই শিক্ষয়িীর কার্যা করিয়৷ জীবিক' অর্জন করিতেছেন । এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে বহু অর্থসাহায্যের প্রয়োজন । এষ্ট উদেখে যিনি ধাহ! দান করিবেন তাঙ্গ সদরে গুণ্ঠীত হইবে ও সংবাদপত্রে প্রাপ্তি স্বীকার করা হইবে অর্থাদি শ্রযুক্ত শুামমোহিনী দেবী, জেনারেল সেক্রেটারী, ৬নং বাদুড় বাগান লেন, কলিকাতা, এই ঠিকানায় পঠাইতে せを亡く I কৃষ্ণু বা প্ৰম- ভট্ট’ম ম৷ వ్రై N్స ぶ。 § S్ఫ বাণাসুঁধে চুরী, শিক্ষক, শিক্ষয়িত্রী ও কমিঠুন্দ BBBBB DDSBBLSSSBBBSSSBBBSBBBBSB BBS BSBS BB Bggg SBBBBS প্লীনীতীশচন্ত্র বাগচী, নারীশিক্ষাপবিধদের সহ-সম্পাদক ; শ্রীননীগোপাল শ্ৰীবেক শীমোহন ল{fহী, অগনাইকিং গুপ্ত, প্রচার-বিভাগের কৰ্ম্মকৰ্ত্ত । ఫ్రోజ్జ్వ אא সেক্রেটারী ;