পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ কোণে থামের তলায় বসেছিলুম সেখানে এসে দাড়াল’ । আমার দিকে খানিক ক্ষণ তাকালে, তার পর দূরে যেখানে পূজা হচ্ছে সে দিকেও এক বার তাকালে, তার পরে খুব আওয়াজ ক'রে গলা খাথার দিয়ে থানিকট পৃপ আর কফ মন্দিরের ভিতরেই মেঝেতে ফেললে। তার এই বীভৎস বর্বরতা দেখে জামি তার দিকে একটা বিষাক্ত দৃষ্টি হানলুম। তাতে সে একটু অপ্রস্তুত হয়ে তার চালি-চাপলিন-মার্ক বিরাট জুতো দিয়ে থুথুট মেঝেয় লেপে দিলে । আমি আর সেখানে থাকতে পারলুম না, সেখান থেকে স’রে গিয়ে আর একটা কোণে গিয়ে বসলুম। লোকটা তখন কি ভেবে চলে গেল । তের বছর আগে ইটালীর এই অবস্থা ছিল । দক্ষিণ ইটালীতে গির্জার ইমারতে—বাইরে থেকে-আরও নোংরামি দেখেছি,-কাশীর অহল্যাবাঈ-ঘাট বা মুন্সীঘাট বা অন্য ঘাটের মত । নোংরা করা বন্ধ করতে কাশীর মিউনিসিপালিটি সচেষ্ট হ’চ্ছেন, এ বার তা দেখে এলুম ) । এ বার পৃথ-ফেলা বিসয়ক ইস্তাতারটা সান-মার্কে গির্জায় দেখলুম না। বোধ হয় মুসোলিনির হুকুমে ইটালীয়ানরা এ বিষয়ে গম একটু পরিস্কার, একটু ভদ্র, একটু শ্রদ্ধাশীল হতে শিঙ্গ ড়ে । আমর: কবে তা হবে ? ভেনিস্ একটা wille d’ art,—শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ নগরী । এখানকার কাচের কাজ, চামড়ার ক{জ, হুতোর লেস বা চিকন কাজ, পিতলের কাজ, আর অন্তান্ত নানা মণিহারী জিনিস বিশ্ব-বিখ্যাত। দোকানের কাচের জানালায় যে-সব মনোমুগ্ধকর জিনিসের পসরা দিয়ে রেখেছে, সেগুলি থেকে চোখ ফিরানো যায় না, যেন শিল্পদ্রব্যের প্রদর্শনী খুলে দিয়েছে। শহরটাতে ঘুরলে কেবল আমাদের কাশ্মর কথা মনে হয়—সরু সরু গলি, উচু উচু বাড়ী, ছপা যেতে নযেতেই একটা ক'রে দেবালয়--কাশীতে শিবালয়, ভেনিসে গিৰ্জ্জ-—বিস্তর বাড়ীর দেওয়ালে কুলুঙ্গীতে দেবতার মূৰ্ত্তি— ভেনিসে যীশু বা মা-মেরীর যুৰ্বি, আর কাশীতে শিবলিঙ্গ বা মহাবীরঞ্জীর মূৰ্ত্তি । সঙ্গীদের নিয়ে বেড়াচ্চি, মধ্য হাহার সমাপনের ব্যবস্থা করতে হবে। ডাক্তার চোলকর মহারাষ্ট্রয় ব্রাহ্মণ, கீழ் ( সুখের বিষয়, গঙ্গর তীরের ঘাটগুলি প্রবাসী SNご総Nめ নিরামিষাশী, আর চলিহা ও দন্তু ডাঙ্গরিয়াদ্বয়ের হিন্দুর নিষিদ্ধ মাংস চলবে না। খঙ্গে পেতে একটা ভেজিটেরিয়ান রেস্তোর বার করলুম। আহার বেশ হ’ল, তবে দামটা একটু বেশী নিলে ব'লে মনে হ’ল । এইরূপে ঘুরে ফিরে, সন্ধ্যের দিকে ষ্টেশনে ফিরে আস গেল। আমাদের গাড়ী রোম থেকে আসছে—রোম, ফ্লরেন্স, বোলঞ, পাদোব বা পাদুয়া, ভেনিস, উদিনে, তাবিসে, ভিল্লাখ, ভিয়েনা, তার পরে ক্রাকাউ, ভাসোভা বা ওয়াস - এই হচ্ছে এর দৌড় ; চাবটে রাজ্যের ভিতর দিয়ে এই ট্রেন যাবে। ষ্টটলীয়, জর্মান, চেপ, আর পোলাগু পধ্যস্থ যে গাড়ীগুলি যাবে তাতে পোলিশ---এই চার ভাষাতে রেলের নোটাস লেখা । আমরা গাড়ীর অপেক্ষ করতে লাগলুম । ইটালীর রেল-ষ্টেশনে যাত্রীদের জন্য আট tBB BBB BBBB BB BBJKDB BBB BBBB BB বিক্রী করে ; গভীর রেস্তোর -কার-এ পেতে গেলে অনেক দর BBBS BB BBBB SKKS BB SLLLLLLLLL SBBBSLLggES ষ্টেশনে 丐引 বা ভোজ্য পাওয়া যায়, ত খুবই ভাল-পূৰ্ব্ব অভিজ্ঞতা থেকে BB BS BBBBS DDDS 0 DB BBBS BB gSg g এক-একটা ক'রে কিনে নিলুম ; এতে দিয়েছিল রুটি পদ্ধ টুকরা, পাতলা টিহু-পেপারে মোড় ফ. করে গরম-গরম কিছু অণু ভাজা, খানিকট সরু সরু ফালি ক'রে ৫ট। পেয়:জরমন দেওয়া ইটালীয়ান সসেজ, একটু রোস্ট-কব। মুহগ এক টুকরা পনীর আর একটা আপেল, এক ঢুকবো কেক আর খড়ের আবরণে মোড় এক বোতল ইটালীয়:ণ মদ -- এটা লাল রঙের আঙুরের-স্বস ছাড়া আর কিছুই নয়। স্পেন ফ্রান্স, জাপান, ইটালী, গ্রীস--ইউরোপের দক্ষিণের এই কয়ীি দেশে সকলেই এই মদ বা অঙরের-রস খায়, কিন্তু এট তাদের কাছে গাড়া, মত্তত আমবার সামগ্রী নয় । আমে রস জমিয়ে আমসত্ত্ব হয়, কিন্তু আঃ রের রসে “আঙুর-সহ হয় না, আঙুরের রস একটু টক হয়ে আলকোহল-যুক্ত হ't যায়, এই যা । ফ্রান্স প্রভৃতি দেশে এই প্রকারের ম.ে শতকরা ৫ থেকে ৮ করে আলকোহল থাকে। হুইস্কি প্রভূতি যব-পচিয়ে'-তৈরী যে-সব মদ লোকে নেশা করবার জন্য পায় তাতে শতকরা ৬০ ক'রে আলকোহল থাকে । যাক্ট,-আমাদের ট্রেন সাড়ে ছটার একটু পরে ছে:ে