পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী SN98Nつ سسامسوا ج

  • Parents can and do sell their daughters to the zoássia সম্রাট এই সব দিকে মন দিতেছিলেন । কিন্তু, যদি icensell quarters, and once in. ii is with the greates! - y tillicuhy that the girl can escape so long as slie ielains GİKİ PREJ KR, G=| হইলেও এই উন্নতিগ্রগতিচেষ্ট অত্যন্ত lie smalles measur of health and good look.”

পৃথিবীতে এমন কোন দেশ ও জাতি নাই যাহার কোনন-কোন গুরুতর দোষ দেখান যায় না। তাই বলিয়া সেই অজুহাতে তাহার স্বাধীনতা লোপ করা ধৰ্ম্মনীতিসঙ্গত নহে। অনেক গৃহস্থের গৃহস্থালী স্বশস্থল নহে, মুনীতিসঙ্গত ভাবে চালিত হয় না, কিন্তু তা বলিয়া অন্য কোন গৃহস্থ তাহার স্বাধীনতা লোপ করিতে অধিকারী নহে। এক এক গৃহস্থের যে হায্য অধিকার আছে, এক একটি জাতির অধিকার তাহা অপেক্ষা কম নহে। কোন জাতির দোষ থাকিলে তাহার প্রতিকার যুদ্ধ ভিন্ন অন্য নান উপায়ে, শাস্তিপূণ উপায়ে হইতে পারে। সেইরূপ উপায় অবলম্বন করাই উচিত। আবিসনিয়ার ততাত অবহেলা আমরা ইটালীকে দোষ দিতেছি ; সে বাস্তবিকই দোয । তাহার সাম্রাজ্যবিস্তারের লালসা থাকায় অপেক্ষাকৃত দুর্বল অথচ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আবিসনিয়াকে সে গ্রাস করিতে ঘাইতেছে। কিন্তু দুৰ্ব্বল থাকাটা কি শ্লাঘার বিষয় ? মানবসভ্যতার বর্তমান অবস্থায় তাহা কি একটা ক্রটি নয় ? কেহ যত কেন দুৰ্ব্বল হউক না, তাহার উপর উপদ্রব কর ন্যায়সঙ্গত নহে সত্য ; কিন্তু মানুষ এখনও ত এতটা ধাৰ্ম্মিক হয় নাই যে দুৰ্ব্বলের উপর অন্যায় উপদ্রব হইতে বিরত থাকিবে । সুতরাং ধর্মের দোহাই দিতে বিরত না-থাকিয় শক্তিশালী হুইবার চেষ্টাও করা উচিত। তাহাও ধৰ্ম্ম—বোধ হয় শ্রেষ্ঠ ধৰ্ম্ম । গল্প আছে, এক ছাগশিশু ব্ৰহ্মার কাছে মালিশ করে, যে, তাহাকে দুৰ্ব্বল দেখিয়া সবাই থাইতে চায় ; তাঙ্গতে প্রজাপতি বলেন, “তুমি এত দুৰ্ব্বল ও নিরীহ, যে, আমারও তোমাকে ভোজন করিতে লোভ হইতেছে।” আবিসনিয়ার আয়তন ৩,৫০,০০০ বর্গ-মাইল । ইহা নান। উদ্ভিজ্জ, প্রাণিজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ । অথচ ইহার লোকসংখ্যা আনুমানিক ৫৫ লক্ষ মাত্র । সত্য বটে, ইহার অনেক অংশ আরণ্য ও পাৰ্ব্বত্য। কিন্তু তাহা হইলেও এত বড় দেশের পক্ষে ৫৫ লক্ষ লোক খুব কম । বৰ্ত্তমান বাংলা প্রদেশের আয়তন ৭৭,৫২১ বর্গ-মাইল, কিন্তু লোকসংখ্যা ৫ কোটির উপর। আবিসনিয়ার নৃপতিগণ ও অধিবাসীরা যদি অতীত কাল হইতে শিক্ষা কৃষি পণ্যশিল্প ও বাণিজ্যের উন্নতি ও বিস্তারে মন দিতেন, যদি দীর্ঘকাল ধরিয়া তথায় অধিবাসীদের রাষ্ট্ৰীয় অধিকার স্বীকৃত হইয়া আসিত, তাহা হইলে দেশটি এখন শুধু যে বহুজনাকীর্ণ হইত তাহা নহে, গুরুত সভ্য, সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মরক্ষায় সমর্থও হইত। আমরা ঠিক জানি না, কিন্তু হইতে পারে, যে বিলম্বে আরব্ধ হইয়াছে । অতীতে অবহেলা ও বর্তমানে উন্নতির মন্থরগতির শাস্তি আবিসনিয়াকে পাইতে হইতেছে। আবিসনিয়ার এবং ভারতের ও বঙ্গের সমস্ত এক নহে । কিন্তু কিছু সাদৃগুও আছে । আবিসনিয়া ও ভারতবর্ষ উভয়েই সাম্রাজ্যবাদের সম্মুখীন ; প্রভেদ এই, যে, ভারতবর্ষ অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হইতে তাহার সম্মুখীন, আবিসনিয়া সম্প্রতি সম্মুখীন । কোন দক্ষ্যজাতি কোন দেশ আক্রমণ করিতে পারে বলিয়াই যে শেষোক্ত জাতির সকল দিক্ দিয়া শক্তিশালী হওয়া আবশ্বক তাহা নহে। পূর্ণ মহুযুত্ব লাভের জন্য তাই প্রয়োজনীয়। পূর্ণ মল্লযুত্বের বিকাশ যে যে উপায়ে ঘে-পথ দিয়া হয়, শক্তিলাভও সেই সেই উপায়ে সেই পথ দিয়া হয়। ইটালীর সহিত তুলনা করিলে অতীত কালে আবিসনিয়ার শক্তিশালী হইবার চেষ্টার অভাব বুঝা যাইবে । আবিসনিয়ার ইতিহাস ইটালীর ইতিহাস অপেক্ষ কম প্রাচীন নহে । ইহার রাজবংশ রাণী শেব ও ইহুদীদের বিখ্যাত রাজা স্থলেমান (Solomon ) হইতে উদ্ভূত। এই রাজা স্বলেমান বা সলোমান ধীশু খ্ৰীষ্টের বহু পূৰ্ব্বেকার মাংস । রাণী শেবার সময় হইতে আবিসনিয়ার উন্নতি ও প্ৰগতি চলিতে থাকিলে ইহা এখন খুব শক্তিশালী দেশ হইতে পারিত। ইটালীর আয়তন ১,১৯,৭১৩ বৰ্গ-মাহল, আবিসনিয়ার প্রায় এক-তৃতীয়াংশ । ইহাতে পৰ্ব্বত এবং অরণ্যও আছে, আগ্নেয়গিরি আছে, ম্যালেরিয়াজনক বিস্তীর্ণ জলাভূমিও ছিল, অথচ ইটালীর লোকসংখ৷ চারি কোটির উপর, আবিসীমিয়ার লোকসংখ্যা পঞ্চান্ন লক্ষ মাত্র । মানবের সভ্যতার সংস্কৃতির রুতিত্বের ইতিহাসে ইটালী অতীতে যে-স্থান অধিকার করিয়াছিল এবং, মুসোলিনীর প্রভুত্ব ও দস্থ্যতা সত্ত্বেও, আধুনিক সময়েও করে, আবিসনিয়া তাহার নিকট দিয়াও ধায় ল! I এখনও ইটালীকে নিবৰ্ত্তক শাস্তি দিবার কথা । ইটালী নিজের কাজ হাসিল করিল, এখনও কিন্তু ইউরোপে আলোচনা চলিতেছে, যে, স্যাংশ্যানগুলা ( “sanctions" ) অর্থাৎ তাঙ্গকে যুদ্ধ হইতে নিবৃত্ত করিবার নিমিত্ত শান্তিমূলক ব্যবস্থাগুলা ফলপ্রদ হইয়াছে কিনা এবং আরও ঐরূপ কি ব্যবস্থা হইতে পারে! ক্লেন ইত্যাকাণ্ড ও ডাকাইতী হইয়। যাইবার পরও তাহা কেমন করিয়া নিবারণ করা যায়, ইহা তাহার আলোচনীর মত ।