পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टंङाछे বিবিধ প্রসঙ্গ—স্বৰ্গীয় ওয়াজিদ আলি খী পনি RSS ইহ সমৃদ্ধ গ্রাম। বিস্তর ঘরবাড়ি পুড়িয় যাওয়ায় প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হইয়াছে। গৃহহীন লোকদের গৃহ নিৰ্ম্মাণের জন্য টাকা চাই । যে-সকল সহৃদয় দাতা চাউল দিতে ইচ্ছা করেন, তাহারা তাহ বেঙ্গলনাগপুর রেলওয়ের বাকুড়া ষ্টেশন ঠিকানায় বাকুড়া সম্মিলনী মেডিক্যাল স্কুলের ডা: রামগতি বন্দ্যোপাধ্যায়ু মহাশয়ের নামে পাঠাইয়া দিলে কাৰ্ঘ্যের সুবিধা হইবে । নগদ টাকা এবং নূতন ও ধৌত পুরাতন কাপ সম্মিলনীর সেক্রেটারী হাইকোর্টের য়্যাডভোকেট শ্ৰীযুক্ত ঋীন্দ্রনাথ সরকার মহাশয়কে কলিকাতার ২০ বা নং শাথারীটোল! ঈষ্ট ঠিকানায় প্রেরিতব্য । যদি কেহ প্রবাসী কাৰ্য্যালয়ে টাক দেওয়া সুবিধাজনক মনে করেন, রসাদ লইয়া সেখানেও দিতে পারেন । স্বৰ্গীয় ওয়াজিদ আলি খা পনি চাদ মিএ সাহেব নামে প্রসিদ্ধ ময়মনসিংহ জেলার করটিয়ার জমাদার স্বগীয় ওয়াজিদ আলি থ| পনি রাষ্ট্রনীতিক্ষেত্রে ও শিক্ষাবিস্তারক্ষেত্রে যশস্বী হইয়াছিলেন । অসহযোগ আন্দোলনের সময় তিনি তাহাতে, শুধু মুখে নয়, কাজেও যোগ দেওয়ায়, কারারুদ্ধ হইয়াছিলেন । তাহার মত ধনশালী ও খ্যাতি প্রতিপত্তি বিশিষ্ট লোকদের মধ্যে বঙ্গে এরূপ দৃষ্টান্ত বিরল। শিক্ষাবিস্তারের নিমিত্ত তিনি কলেজ, উচ্চবিদ্যালয়, বালিকা-বিদ্যালয় এবং মাদ্রাস ও মক্তব স্থাপন করিয়া তাহার জন্য প্রভূত অর্থব্যয় করিতেন । তাহাতে অতি অল্পব্যয়ে বালক ও যুবকদিগের শিক্ষালাভের স্ববিধ হইয়াছে। উচ্চতর শিক্ষা লাভের জন্য তিনি নিজ ব্যয়ে বিদেশেও ছাত্র পাঠাইতেন । তিনি চিকিৎসালয়ও স্থাপন করিয়া গিয়াছেন। বঙ্গে তাহার মত ও র্তাহার চেয়েও অগ্নিদগ্ধ কাঞ্চনপুর গ্রামে বস্ত্রবিতরণ I' ধনশালী জমাদার ও অন্যবিধ সঙ্গতিপন্ন লোক অনেক আছেন। সকলে তাহার মত জনহিতব্ৰতী হইলে বঙ্গের চেহারা ফিরিয়া যাইতে পারে । স্বগীয় সুরেন্দ্রনাথ মল্লিক স্বগীয় স্বরেন্দ্রনাথ মল্লিক ওকালতী ব্যবসায়ে সাফল্যলাভ করিয়াছিলেন । তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য এবং পরে বাংলা-গবন্মেন্টের অন্ততম মন্ত্রী হন। সাবেক ব্যবস্থ অনুসারে তিনি কলিকাতা মুনিসিপালিটার চেয়ারম্যানের কাজ কিছু দিন করিয়াছিলেন। এই সমুদয় কাজেই তাহার বুদ্ধিমত্তা ও কর্তব্যপরায়ণতার পরিচয় পাওয়া গিয়াছিল। কলিকাতা মুনিসিপালিটার চেয়ারম্যান থাকার সময় তিনি স্বয দেওয়া