পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوانخرج প্রবাসী SNろ8ご নেপালে বিদ্যাপতির গীতাবলীর পুর্থী পাটনার বিখ্যাত প্রত্নতাত্বিক শ্ৰীযুক্ত কাশীপ্রসাদ জায়সবাল নেপালের রাজকীয় গ্রস্থাগারে একটি প্রায় ৫০০ বৎসরের পুরাতন বিদ্যাপতির গানের পুখী দেখিতে পাইয়াছেন। ইহা তালপাতার ১০৯টি পাতায় মৈথিলী অক্ষরে লেখা । মৈথিলী অক্ষর বাংলারই মত। বিদ্যাপতির পদাবলীর বঙ্গে একাধিক সংস্করণ আছে। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্ত বহু পরিশ্রমে একটি সংস্করণ মুদ্রিত করিয়াছিলেন। তাহার সহিত এই নবাবিষ্কৃত পুর্থী মিলাইয়া দেখা উচিত। নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে একাধিক শিক্ষিত বাঙালী আছেন। তাহাদের কাহারও পুখীটির নকল লওয়া কৰ্ত্তব্য। নেপাল সরকারের নিকট অনুমতি চাহিলেই অনুমতি পাওয়া যাইবে । এ বিষয়ে নেপাল সরকার খুব উদার । ইণ্ডিয়ান সিবিল সাবিসে লোক লইবার স্তন নিয়ম ইণ্ডিয়ান সিবিল সার্বিসে লোক লইবার জন্য ইংলণ্ডে ও এদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষা হইয়া থাকে। তাহার ফলে, ইংরেজদের বিবেচনায় যথেষ্ট ইংরেজ এই সাধিসে চাকরি পায় ন। এই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া মনোনয়ন দ্বারাও কতকগুলি লোক লওয়া হইবে । এই পরিবর্তনের অন্য কারণও দেখান হইয়াছে বটে, কিন্তু ইংরেজদের মতে যথেষ্টসংখ্যক নূতন সিবিলিয়ান না-পাওয়াটাকেই আমরা প্রকৃত কারণ মনে করি । যে পরিবর্তন করা হইতেছে, তাহার ভিত্তিস্বরূপ ধরিয়া লওয়া হইয়াছে, যে, সিবিল সার্বিসে ইংরেজ সিবিলিয়ান থাকা চাই-ই এবং তাহাদের সংখ্যা শতকরা ৫০ জন হওয়া চাই । ব্রিটিশ প্রভুত্ব ও আর্থিক স্বার্থরক্ষার জন্য ইহা আবশ্বক বটে। কিন্তু ভারতবর্ষের মঙ্গলের জন্ত ইহা আবশুক নহে । ভারতবর্ষে দৈহিক মানসিক চারিত্রিক সকল দিক দিয়া যোগ্য এত শিক্ষিত লোক আছে, যে, সিবিল সার্বিসের জঙ্গ এক জন মাত্র বিদেশীও অনাবশ্যক। ভারতবর্ষ স্বরাজ পাতবে, ইংলণ্ডের কয়েক নৃপতি ও বহু রাজপুরুষ একথা বলিয়াছিলেন । এই প্রতিশ্রুতি রক্ষা করিতে হক্টলে সিবিল সার্বিসে ইংরেজ নিয়োগ এখনই কমাইয়া দেওয়া এবং পাঁচ বৎসরের মধ্যে বন্ধ করিয়া দেওয়া উচিত। উত্তর-চীনকে জাপানের আত্মকর্তৃত্বদানেচ্ছা! মাঞ্চুরিয়া চীন সাধারণতন্ত্রের অন্তর্গত ছিল । জাপান তাহাকে চীন হইতে আলাদা করিয়া দিয়া এক জন সম্রাট দিয়াছে, তাহাকে স্বাধীন রাজার মত "হিজ, ম্যাজেষ্টি” ( His Majesty) বলে এবং মাঞ্চুরিয়াকে একটা স্বাধীন দেশ বলিয়া স্বীকার করিতে জগতের স্বাধীন জাতিদিগকে অনুরোধ করিয়া আসিতেছে। অথচ বাস্তবিক মাঞ্চুরিয়ার কোন স্বাধীনতা নাই, সে জাপানের কথায় উঠিতে বসিতে বাধ্য, এবং জাপানী সাম্রাজ্যেরই একটা প্রদেশ মাত্র । উত্তর-চীনকে চীনের অন্যান্য অংশসমূহ হইতে পৃথক করিয়া উত্তর-চীনের মব মজি জাপান তাহাকেও মাঞ্চুরিয়ার মত অটনমি বা আত্মকর্তৃত্ব দিতে, অর্থাৎ তাহাকেও নিজের প্রভুত্বের অধীন করিতে চাহিতেছে--হয়ত এত দিনে করিয়া ফেলিয়াছে । জাপানে প্রস্তুত পরিচ্ছদ বা উদি পরা চৈনিক এক জন মাতুষের ছবির দ্বারা উত্তর-চীনের সন্তাবিত এই অবস্থা একটি আমেরিকান ব্যঙ্গচিত্রে সূচিত হইয়াছে । স্বগীয়া শ্ৰীমতী পূর্ণিমা দেবী শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের এক ভ্রাতুষ্পপুত্ৰী শ্রীমতী পূর্ণিমা দেবীর সহিত মজিষ্ট্রেট ও শাহজাহানপুরের জমীদার ( পরলোকগত ) পণ্ডিত জ্বালাপ্রসাদ শঙ্খধরের বিবাহ হয় । বহুবৎসরব্যাপী বৈধব্যের পর শ্রমতী পূর্ণিমা দেবীর সম্প্রতি মৃত্যু হইয়াছে। তিনি ১৯২৪ সালে আগ্রা-আধোধ্য। প্রদেশের সমাজসংস্কার সমিতির সভানেত্রীর কাজ করিয়াছিলেন। ঐ প্রদেশের প্রধান দৈনিক পত্র “লীডার” লিথিয়াছেন, “শীমতী পূর্ণিমা দেবী স্বশিক্ষিত, চারিত্রিক সদগুণমণ্ডিত ও কাৰ্য্যনিৰ্ব্বাহশক্তিমতী ছিলেন, এবং তাহার