পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nごの8 প্রবাসী SNඵHNළං বিহারের স্বাস্থ্য এমন এক সময় ছিল যখন বাংলা দেশের লোকেরা বিহার এবং আগ্ৰা-অযোধ্য প্রদেশকে সাতিশয় স্বাস্থ্যকর বলিয়া জানিত, এবং তাহার ছিলও খুব স্বাস্থ্যকর। কিন্তু ১৯৩৪৩৫ সালের বিহারের স্বাস্থ্য-রিপোর্টে দেখা যায়, ঐ প্রদেশের স্বাস্থ্যের অবনতি হইতেছে । কেন এরূপ হইতেছে ? বাংলা-গবন্মেণ্টের শিক্ষাব্যয় আমরা আগে ত্রিবাঙ্কুড় রাজ্যের সরকারী শিক্ষাব্যয় যে তাহার অন্য সব সরকারী বিভাগের ব্যয় অপেক্ষ অধিক, তাহ দেখাইয়াছি। বাংল-গবন্মেণ্ট ত্রিবাঙ্কুড়ের অনুপাতে শিক্ষার জন্ত ব্যয় করিলে বার্ষিক প্রায় সাড়ে পাচ কোটি টাকা ব্যয় করা তাহার উচিত ; কিন্তু এ বৎসর বঙ্গের শিক্ষাব্যয় ১ কোটি ৩১ লক্ষ ৬৯ হাজার টাকা মাত্র। বঙ্গে কয়লার ব্যবসায়ের উন্নতির উপায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের ফলিত রসায়নের অধ্যাপক ডক্টর হেমেন্দ্রকুমার সেন কয়লা সম্বন্ধে অনেক গবেষণা করিয়াছেন। তাহার মতে, জাতির আর্থিক উন্নতিকল্পে কয়লা ব্যবসায়ে আমাদের অধিকতর মনোযোগ প্রদান ও সুব্যবস্থা অবিখ্যক । কয়ল ব্যবসায়ে দুটি বিষয়ে মন দিতে হইবে। প্রথমতঃ খনি হইতে খনন ও উত্তোলন-কার্য্যে কয়লার অপচয় নিবারণ করিতে হইবে । দ্বিতীয়তঃ, কয়লা হইতে জাত যাবতীয় শিল্পদ্রব্যের উন্নতি ও প্রচলন করিতে হইবে । ভারতে প্রতিবৎসর ২ কোটি ২ ১ লক্ষ টন কয়লা খনি হইতে তোল হয় । উক্ত ব্যবসায়ে প্রায় ৫০ কোটি টাকা মূলধন থাটে এবং দুই লক্ষের উপর লোক খাটে । কয়ল হইতে অtলকাতর, নানাবিধ তৈল, বাপীয় পদার্থ, নানাবিধ রাসায়নিক পদার্থ পাওয়া যায় । সামান্ত আলকাতর হইতে বৈজ্ঞানিক উপায়ে উৎপন্ন দ্রধা প্রচুর পরিমাণে ভারতে আমদানী হইয় থাকে। মূলধন থাটাইয়। উক্ত দ্রব্য সকল প্রস্তুত করিবার ব্যবস্থা করিলে প্রচুর লাভ হইবে । এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক বিভাগের অধ্যক্ষ ডক্টর নীলরতন ধর গবেষণার দ্বারা দেখাইয়াছেন, চিটাগুড় প্রয়োগে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়। কলিকাতা সাহিত্যসম্মেলনের গত অধিবেশনে যাদবপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ বাণেশ্বর দাস রাস্ত তৈয়ার করিতে চিটাগুড়ের ব্যবহারে কিরূপ টেকসই রাস্ত প্রস্তুত কর। যায় তাহ বলেন । ২৪-পরগণার কয়েকটি রাস্তায় টিটাগুড় ব্যবস্থার করিয়া কনক্রীট ও অন্তরূপে প্রস্তুত রাস্তার সহিত তুলনা করিয়া দেখা গিয়াছে, যে, চিটাগুড় স্বাব। প্রস্তুত রাস্ত অধিক টেকসই । কলিকাতা সাহিত্য-সম্মেলনে শিশুসাহিত্য কলিকাতা সাহিত্য-সম্মেলনে, শিশুসাহিত্য শাখার অধিবেশনে শ্ৰীমতী উষা বিশ্বাস, এম-এ, বি-টি, সভানেত্রী হন । ইহাতে প্রায় দুই শত বিশিষ্ট লোক যোগ দেন। তাঙ্গর অভিভাষণ উৎকৃষ্ট হইয়াছিল। শ্ৰীমতী শোভন নন্দী শিশুসাহিত্য, শ্ৰীমতী বীণা সেন শিশুসাহিত্যের ধারা, শ্ৰীমতী সরলাবাল সরকার শিশুসাহিত্য ও শিশুর শিক্ষা বিষয়ে ৪ অপর কয়েক জন অন্যান্য প্রবন্ধ পাঠ করেন । ভারতে যথেষ্টসংখ্যক নাসের অভাব যাহাতে শিক্ষিত মহিলারা নাসের অর্থাৎ শুশ্ৰুষাকারিণীর কাৰ্য্য গ্রহণ করেন, তদ্বিষয়ে আলোচনার জন্য কলিকাতায় রামকৃষ্ণ মেডিকেল কলেজ গুহে মহিলালের এক সম্মেলন হয়। উক্ত সভায় শ্রীমতী সরস্বতী দেবী তাহার বক্তৃতায় বলেন, যে, ভারতে কোটি কোটি নারীর মধ্যে ২৫০০ শিক্ষিতা নাস" পাওয়া ধায় না। নাসের কায্য সেবাপরায়ণ নারীপ্রকৃতির উপযোগী। কিন্তু দুর্ভাগ্যবশত: ভারতে মাসের কার্য শ্রদ্ধার চক্ষে দেখা হয় না । তিনি মনে করেন, যে, আহার, বাসস্থান ও জীবনের অন্তবিধ স্বর্থ-স্বচ্ছন্দতার প্রতি দৃষ্টি রাথিয়া স্থব্যবস্থা করিলে অনেক শিক্ষিত মহিলা স্বেচ্ছায় নাসের কার্য্য গ্রহণ করিবেন। টোকিয়োতে রবীন্দ্রনাথের জন্মদিন কয়েক বৎসর পুৰ্ব্বে হাজের দেশের একটি মহিলা ও র্তাহার কন্যা শাস্তিনিকেতনে ছিলেন। মাতার নাম সাস