পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ Western Rajasthani siga strtfa afsy teortsit is খণ্ডশঃ প্রকাশ করেন। এই পুস্তক ভারতীয় ভাষাতত্বের এক প্রামাণিক পুস্তক। তার পরে তেসসিতোরি ভারতবর্ষে আসেন, গুজরাট ও রাজস্থান অঞ্চলে ভ্রমণ করেন, ঐ স্থানের নানা জৈন “ভাণ্ডার” অর্থাৎ দেবমন্দির-সংশ্লিষ্ট গ্রন্থশালার পুথি আলোচনা করেন, এবং রাজস্থানী ভাষার সাহিত্য সম্বন্ধে অন্বেষণে ব্যাপৃত থাকেন। কলকাতার এশিয়াটিকসোসাইটি-অভ-বেঙ্গলের তরফ থেকে ইনি দুখানি "ডিঙ্গল” বা রাজস্থানী ভাষার কাব্য সম্পাদন করেন ; আর রাজস্থানী ভাযায় রচিত ভাট আর চারণদের সাহিত্যের হস্তলিখিত পুথির বিবরণী প্রকাশ করেন। গভীর পরিতাপের বিষয়, ভারতবর্ষে এসে কিছুকাল কাজ করবার পরে তেসমিতেগরি তরুণ বয়সেই হঠাৎ প্রাণত্যাগ করেন । রাত্রি সাড়ে আটট নয়টার দিকে আমরা উত্তর ইটালীর পাৰ্ব্বত্য-অঞ্চলে পৌছুলুম। এবার বেশ শত-শীত করতে লাগল। আমরা আলপস-পৰ্ব্বতের মধ্যে পড়লুম। ক্রমে ইটালীর সীমান্ত অতিক্রম করে, অসটিয়ার সরহদ্ধে প্ৰবেশ কর! গেল। যথারীতি প্রথমটায় ত বিসিও ষ্টেশনে ইটালীয় রাজপুরুষ এসে পাসপোট দেখে তাতে ছাপ মেরে দিয়ে গেল। তার পরে এল Willich ভিলাখ ষ্টেশনে অসটিয়ান পাসপোর্ট-অফিসার-যাত্রীদের সঙ্গে বিশেষ ভদ্রত। প্রকাশ করলে । রাত্রে ট্রেনে ভীড় ছিল না, একটা পরে বেঞ্চি দখল ক’রে দিব্যি ঘুমোতে পার। গিয়েছিল । .৪ঠা জুন মঙ্গলবার । সকালে ঘুম ভাঙতে দেখি, চমৎকার দুশু বাইরে—চারিদিকে সবুজ ঘাসে আর গাছপালায় ভরা পাহাড়, মাঝে মাঝে গ্রাম, কাছে আর দরে ঘন-সবুজ পাইন বা সরল গাছের বন, আকাশটা বেশ মেঘল-চুএক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে । একটা ছোটো ষ্টেশনে লোক উঠল অনেকগুলি । এইবার জর্মান ভাষার পালা। ভেয়াসাই সন্ধিতে যে ভাবে ইউরোপের রাজ্যগুলিকে ঢেলে সজা হ'য়েছে, তাতে, মোটের উপরে, ভাসা-fবশেষের প্রসারভূমিকেই বিশেষ রাজ্য বা দেশ বলে স্বীকার ক’রে নেওয় অবশু, সব ক্ষেত্রে চুল-চের হিসাব ক’রে হ’য়েছে, তা নয় —পোলাও, প্রিয়পাত্র ছিল ব’লে, Tarvisio 'ದE೯; | যে এই রীতি অতুবৰ্ত্তিত আর ফ্রান্সের খুব ইংল; গু প্রবাসী SNరి8vరి পোলাণ্ডের উত্তরে লিথুআনীয়-জাতি দ্বারা অধুষিত Wilna ভিন্ন অঞ্চল, আর পোলাণ্ডের দক্ষিণ-পূৰ্ব্বে রুযজাতির শাখা রুথেনীয় জাতির দ্বারা অধুষিত Lwow লভোভ, বা Lomberg লেম্‌বেয়াগ অঞ্চল দখল ক'রে বসে আছে ; স্বয়ং ফ্রান্স, জর্মান-ভাষী Elsass-Lothringen, এলসাস-লোটুরিঙ্গেন বা Alsace.I.orraine আস্সসিলোরেন অঞ্চল অধিকার করেছে ; অসটিয়ান-সাম্রাজ্যের অংশীদার-বিধায় হঙ্গেরীয়ানরা বিগত যুদ্ধের সময়ে সম্মিলিত শক্তি-সংঘের বিপক্ষে ছিল ব’লে, কতকটা হঙ্গেরীয়-অধ্যুষিত প্রদেশ চেকোশ্লোভাকিয়া আর রুমানিয়ার অধিকারে ফেল হয়েছে। তবে মোটের উপরে, এখনকার অমটিয়াকে পূরাপৰি জরমান-ভাষী অসটিয়া বলা যায়। দক্ষিণে অসটি স্থার হাতা পার হলেই ইটালীয়-ভাষী আর স্লোভেল ও যুগোশ্লাভ ভাষীদের দেশ পড়ে । ভেনিসের ইটালীয় স্বব-বহুল গুঞ্জনের পরে, এপল কানে ব্যঞ্জন-বহুল জবুমনের ধ্বনি পৌছুতে লাগল। ভীড় বাড়ছে দেখে, টেনের টয়লেট-কামবায় গিয়ে মুখ হাত ধয়ে ঠিক হ’য়ে নিলুম । এর পরে একট ষ্টেশনে গাড়াতে প্রতিরাশ বিক্রী করতে ষ্টেশনের রেস্তের"ার একটি চটপটে চু করা ; কাগজেব গেলাসে ক’রে খুব গরম-গরম কফ, আর পারিসের ধরণে অৰ্দ্ধচন্দ্রাকার মাথনের ময়ন দিয়ে তৈরী "roissant ক্রোআস। রুটি। আমার কাছে অসটিয়ান টাকা ছিল না, ইটালীয়ন টাকা নিলে, আড়াই লির দিয়ে এক গেলাস কফ আর ছুথান রুটি নিলুম। কি চমৎকার কর্ষণী— ভিয়েনায় পরে গিয়ে দেখলুম, অস্টিয়ানরা কফী তৈরীতে সিদ্ধ-হস্ত, পারিসকেণ্ড হার মানায় । অসটি ধুম কফার উৎকয়ের একটা কারণ, এরা প্রচুর থাটি দুধের সর দিয়ে কর্ষী থেতে দেয় । এই অঞ্চলটার মধ্যে ইউরোপের আলপস পৰ্ব্বতের শাখ বিস্তৃত হয়ে আছে ; বাস্তবিক পক্ষে, অস্টিয়া ও সুইটজারলাও, ভৌগোলিক সংস্থান হিসাবে আর দেশে আধুষিত জাতির ভাষা ও ঐতিহ্য হিসাবে, একই দেশ। জরমানীর সঙ্গে সুইটজারলাগু ( ফরাসী ও ইটালীয় অংশ বাদ দিয়ে ) আর অসটিয়া সংযুক্ত হয়ে গেলে, “ভাষাই হচ্‌ েজাতীয়তা এট ·翠 uడో