পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9> o এদিকে ওয়াফ দ্য দল রাজ্যশাসন-ব্যাপারে হস্তক্ষেপ করিবার সুযোগ ন পাইলেও ধীরে ধীরে শক্তি সঞ্চয় করিতেছে। গত নবেম্বর মাসে সর সামুয়েল হের (ইংলণ্ডের তৎকালীন পররাষ্ট্রসচিব ) এক বক্তৃতায় বলেন যে মিশরে কোন শাসনপদ্ধতি উপযুক্ত তাহা ইংলণ্ডই বিচার করিবেন । ইহাতে মিশরে অসন্তোধ পুনরায় আত্মপ্রকাশ করিল। ওয়াফদদের পতাকামূলে সকল দলই সমবেত হইল। এমন কি ইসমাইল সিদৃকী পাশ ও মেহম্মদ মামুদ পােশ প্রভৃতি বিরুদ্ধপক্ষীয়গণও নাহস পাশার সহিত মিলিত হইলেন । ব্যাপার দেখিয় ইংলণ্ড প্রচার করিলেন যে গণপ্রতিনিধি শাসন পুনরায় প্রবর্তন করিতে ই,লণ্ড বাধা উপস্থিত করিবেন না। ১৯৩০ সালের মে মাসে ওয়াফ দনেত। নাহাস পাশার সহিত যে সন্ধিপত্রের আলোচনা হইয়াছিল এবং নাইশ পাশ যাই গ্রহণ করেন নাই তাহাকে ভিত্তি করিয়া নুতন আলোচন চালাইতেও ইংলণ্ড এখন প্রস্তুত । সম্প্রতি নিৰ্ব্বাচনে ওয়াফ দ-দলই পুনরায় সংখ্যাগরিষ্ঠ । সুতরাং মিশরে শান্তি ও গীতি স্থাপন করিতে হইলে এই দলের সঙ্গেই ইংলণ্ডকে সন্ধি করিতে হইবে । আবিসিনীয়ায় ইতালীর সামরিক অভিযানের সফলতায় হয়েজখল সম্পকে ইংলণ্ডের সামরিক ব্যবস্থার বৃদ্ধি অবগুস্তাবী, সুতরাং সুয়েজ খালে সৈন্তবল বৃদ্ধি করিয়া মিশরকে আত্মরক্ষার দায়িত্বেরও অধিকার দিতে এখন হয়ত ইংলেণ্ডের প্রবল আপত্তি নাও থাকিতে পারে। ভূপেন্দ্রলাল দণ্ড ভারতবর্ষ বঙ্গের বাহিরে বাঙালী শিল্পী শান্তিনিকেতন কলাভবনের প্রাক্তন ছাত্র শিল্পী স্ত্রীসুধীররঞ্জন থেল:-প্রীগুধীর রঞ্জন স্তগীর প্রবাসী من و $NరిgNరి t সুগ্ৰী-জী:ধরঞ্জন খাস্তগীর স্বথুন-প্রতিষ্ঠত দেরাদুন পরিক স্কুলে শিল্পকলার অধ্যাপক নিযুক্ত হইয়াছেন। ইতঃপূর্বে তিনি গোয়ালিয়রে সিন্ধিয় স্থলে অধ্যাপক ছিলেন । সিন্ধিয় স্কুলের কলবিভাগ সংগঠনে খাস্তগীর মহাশয় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়াছিলেন । গোয়ালিয়র পরিতাগের প্রাক্কালে খস্তিগীর মহাশয় ও হার ছাত্রগণের প্রস্তুত মুক্তি ও চিত্রাবলীর একটি প্রদর্শনী হয় : তাহার মধ্যে দুইটির ছবির প্রতিলিপি মুদ্রিত হইল । বাংলা রবীন্দ্রনাথের পঞ্চসপ্ততিবর্ষপূৰ্ত্তি-উৎসব গত ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথের পঞ্চসপ্ততিবর্ষপুপ্তি উপলক্ষে নান স্থানে আনন্দোৎসব হইয়া গিয়াছে । ২৫শে বৈশাখ প্রাতঃকালে কবির আত্মীয়-বন্ধুগণ শহর জোড়াস কোস্থ ভবনে সমবেত হইয়া