পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 প্রবাসী ぬいご8ご এক সাক্ষীতেই নায়েৰী খতম। সব বোঝে ত—জমিদার মাতুষ, তায় আবার উকীল । আদালত হ’লে জেল হ’ত না ! বধু বলিল-পরম আশে পাশে ক'দিন থেকে ঘোরাঘুরি করছে—তা জান ? উমেশ উচ্চস্বরে হাসিয়া উঠিল, কে, পরম, সাত চড়ে যার রা নেই। সেই বা আমার শক্রত করতে আসবে কেন ? সে আমাদের থেয়েই এক রকম মানুষ, আজও পয্যন্ত বৌদি তাদের কত সাহায্য করে আর তুমিও W5・・・ উমেশের কণ্ঠস্বর শুনিয়া সাবিত্ৰী আসিয়া দাড়াইয়াছিল। উমেশ ত্রস্ত হইয়া বলিল-চল চল বৌদি, ময়নাকে আগে আর ওষুধটা দিয়ে আসি। দাদকে চিঠি দিলাম তার কোন উত্তর নেই-মহা বিপদে পড়লাম দেখছি । আজওঁ পৰ্য্যস্ত এলেন ऋ! } দুইবার ঔষধ দেওয়া হইল, ময়না কিন্তু তেমনই ঝিমাহয়৷ রহিল, মাঝে মাঝে ভুলও বকিতেছিল । হারিকেনের দম কমাইয়! সাবিত্ৰী কন্যার শিমুরের কাছে জাগিয়ু বসিয়ু ছিল। ভাবিতেছিল, কত ক্ষণে সকাল হইবে তার উমেশ কালোগড় যাইবে টেলিগ্রাম করিতে । যদিও উমেশ তখন বলিয়ছিল, এখন যদি বেরেই বৌদি-ত। টেলিগ্রাম পারব | মণিমালা বাহিরের ধারাবর্ষণের দিকে চাহিয়া স্পষ্টঃ বলিয়াছিল—তুমি যদি ফের বেরোও তা হ’লে আমি এক্ষুনি আত্মঘাতী হব। তোমার প্রাণের মায়া কি একটুও নেই,— কপাল ভাঙলে যে আমারই ভাঙবে । উমেশ তবুও বলিয়াছিল—ছ, আমি জোয়ান প্রাণ হাতে ক'রে বসে থাকি তার ওদিকে মেয়েটা মরুক । মণিমালা সাবিত্রীর হাত দুঙ্গট ধরিয়া ফেলিয়া ব্যাকুল কণ্ঠে বলিয়াছিল—ওঁকে ধেতে বারণ কর দিদি এক গৌর ছাড়া কি চন্দ্র-নায়েবের আর লোক নেই । আবার কিছু একটা মন্দ কি ঘটতে পারে না ! সাবিত্রী ইহার উপরে আর কোন কথা বলিতে সাহস পায় নাঠ—সত্যই ত, সম্প্রতি গোয়ার উমেশের শত্রুর অভাব নাই। কিন্তু মনে তাহার দু:থও হইয়াছিল, হিংসাও হ'লে ভোরে দ;ণীকে করতে

  • લા,

হইয়াছিল। কারণ এই উমেশকে সে নিতাস্ত শিশুকাল হইতেই প্রতিপালন করিয়াছে আর আজ তাহার ভালমন্দ সে বুঝিল না—বুঝিল অন্য এক জন । লজ্জিতও হইয়াছিল এই জন্য যে মণিমালার কথাগুলা আগেই তাহার মুখ দিয়া বাহির হইল না কেন ! এই প্রকৃতির একটা গোপন ঈর্ষার ভাব তাহার অস্তরে অস্তরে সম্প্রতি কয়েক মাস হইতে মণিমালার বিরুদ্ধে জাগিয়া উঠিতেছিল । সাবিত্রী ভাবে-উমেশের প্রকৃতি, তাহার ভাল-মন্দ সে-ই ত সৰ্ব্বাপেক্ষ বেশী জানে ও বুঝে, সে-ই ত ভুক্তভোগী । আজ নূতন এক জন আসিয়া তাহার সে অধিকারটুকু ছিনাইয়া লইতেছে । তাই উমেশ যখন মণিমালার এমন কোন একটা মত চাহিয়া বসে, কি সামান্য কোন একটা জিনিষের প্রয়োজনের জন্য সাবিত্রীকে বাদ দিয়া মণিমালার অভিমতেই কাজ করিয়া ফেলে, তথন সাবিত্রী এই সংসারে নিজেকে নিম্প্রয়োজন মনে করে । মণিমাল ঠিক হহর উর্ণণটাই ভাবে । ভবিয়া কাজ করিতে গিয়া পুস্তাইতেওঁ হয় । এই ত সদিন ,স এক রকম জোর করিয়াই উমেশকে গ্রামের অর্থড়ঘরে পাঠাত { দিল, কারণ উমেশ কিছুদিন পূৰ্ব্বে সবিত্রীর প: চু"হয়! প্রতিজ্ঞ করিয়াছিল ত্রিসীমানাতে আর কখনও যাইবে না । প্রতিজ্ঞােটাহ জানিত কারণটা জনিত ন । বশবর্তী হইয়: যে সে উক্ত দ্য - আখড়:থরের মণিমাল; احا - তাক ঈর্মর কবল বলিয়ছিল—গ্রামেব পাচ জনের সঙ্গে মেলমেশ করবে না তাই কি হয় । বড়দি'র আর কি-- তোমাকেহ ত পাস জনের সঙ্গে মিলে-মিশে থাকতে হবে । SBBB BBSSS BSBB KBB KK ggg BBB KKBB শুনি ? উমেশ বলিয়ছিল, কিন্তু বড়দির পা ছুয়ে. মণিমালা বলিয়ছিল, পা ছায়াটাই বা কেন শুনি ! প্রতিজ্ঞাই বা কিসের জন্যে । উমেশ আর কথাটা ভাঙে নাই--তাহার ভয় হইয়াছিল, তাহাতে মণিমালার নিকটে নীচু হইয়ু যাহতে হবে । কিন্তু উমেশ যখন আখড়া হইতে ফিস্ট্রিল তখন সমস্তই প্রকাশ হইয় পড়িল । সে যে সঙ্গদোষে নেশ করে ইহা so 5沢E ジ