পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ছাতনার রাজবংশ-পরিচয়”ও চণ্ডীদাস ঐযোগেশচন্দ্র রায় বিদ্যানিধি ছাতনায় প্রসিদ্ধি আছে, রাজা হামীর-উত্তর বর্তমান বাসলী-বিগ্ৰহ-প্রতিষ্ঠা কালে দেবদাস ও চণ্ডীদাস নামে দুই ভ্রাতাকে তাইার পূজায় নিযুক্ত করেন। দেবীদাস গৃহস্থ হইয়াছিলেন। বাসলীর বর্তমান পূজকের তাহারই বংশ । ১৩৮৭ শকে দেবীদাসের পৌত্র পদ্মলোচন “বাসলীমাহাত্ম্যে” হামীর-উত্তর, দেবীদাস, চণ্ডীদাস ও বাসলীর উল্লেখ করিয়াছেন । এই শক হইতে রাজার ও চণ্ডীদাসের কাল আনিতে পারা যায়। কিন্তু হামীর-উত্তরের পৃথক লিখিত বৃত্তান্ত পাওয়া যায় না। অন্ত দিকে, আদি বাসলীমন্দিরের প্রাচীরের ১৪৭৫ শকে নিমিত ইটে ‘হাবির উত্তৰ,’ ‘উত্তর রায় এই দুই নাম পাওয়া যায়। ইটে চতুর্বিধ লেখ ছিল । ইং ১৮৭২ সালে বেগলার সাহেব দেখিয়াছিলেন । আমরা ত্ৰিবিধ লেখ দেখিয়াছিলাম। কিন্তু তিনি চতুর্বিধ লেখ পড়িতে পারেন নাই, আমরাও ত্ৰিবিধ লেখ পারি নাই। (সন ১৩৩৩ সালের চৈত্রের "প্রবাসী” । ) যদি এই হাবিরউত্তর ও উত্তর-রায় চণ্ডীদাসের প্রতিপালক রাজা হন, তাহ হইলে সে চণ্ডীদাস চৈতন্যদেবের অস্তধর্ণনের পরের লোক হইয়া পড়েন। ছাতনা-রাজবংশের ঐতিহ্যের সহিত এই হামীরউত্তরের কিছুমাত্র সঙ্গতি থাকে না। এই কারণে ইটের শক ও রাজার নাম পৃথক কালের কল্পনা করিতে হইয়াছিল। ছাতনার রাজ-পরম্পর কোথায় পাই, এই চিন্তা চলিতেছিল । শ্ৰীযুত মহেন্দ্ৰ-সেনের পাঁচ পূর্বপুরুষ ছাতনার রাজার সেবক ছিলেন । তার্কার বাড়ীতে রাজবংশলতা থাকিতে পারে, এই আশায় তাইকে ধরিয়াছিলাম। তিনি অশুদ্ধ সংস্কৃতে রচিত খণ্ডিত লতা দিয়াছিলেন। কিন্তু তাহাতে কুয়াপি শকের উল্লেখ নাই । শক না পাইলে সত্য মিথ্যা বিবেচনা করিতে পারা যায় না । ভাগ্যক্রমে রামতারক-কবিরাজের বহিতে ১৮৮-১৯২ পৃষ্ঠায় শকসমম্বিত, আদিরাজা শঙ্খ-রায় হইতে কৃষ্ণ-সেনের রাজা 8 سسر کا 8 বলাইনারাণ পর্যন্ত বংশলতা আছে। (গত মাসের “প্রবাসী"। ) লিখিত আছে, ইহা কৃষ্ণ-সেনের রচিত। প্রথমে ছাতনা গ্রামের বর্ণনা, পরে রাজবংশ-পরিচয়, পরে টীকা আছে। “চণ্ডীদাস-চরিত" পুখীতে ছাতনা-বর্ণনা প্রায় এইরূপ আছে। এখানে উক্ত তিনটি বিষয় অবিকল দিতেছি । “ছাতনার গ্রামের ও রাজবংশের পরিচয় । ছত্রিন-নগর ঃ অতিমনোহর ; ভূতলে অতুলশোভ। চিত চমৎকার : কি কহিব আর স্বরাহ্বর-মনোলোভ। ॥ ধাৰ্ম্মিক-প্রশ্বর : হামীর-উত্তর ; সেই দেশ অধিপতি। প্রতাপে প্রবল : জিনি জাখণ্ডল দশ্বে কম্পে ৰশুমতি । অভয়ার বরে : বিশ্ব চরাচরে ; আমর-সমর-জয়ী । ভূপে দয়। করি : হয়ে দিগম্বর ; রূপে যান রণময়ী । উত্তম পদাতি : সৈন্ত সেনাপতি ; গঙ্গৰাঞ্জী অগণন । সর্বত্র অভয় ঃ সমরে দুর্জয় : গতি জিনি প্রভঞ্জন । সমন সম{ল : স্বারে স্বারবাল ; সদ! অসিচৰ্ম্ম ছাতে । মক্ষিক বিহঙ্গ : ৰুিটাদি পতঙ্গ : ক্ষণে খণ্ড ভীমাঘাতে ॥ কি ছার মানব : দেব কি দানব ; মহামায় প্রকাশনে । প্রবেশ না পায় : সকম্পিত ৰায় : সদাগতি ওৰে মনে । দীর্ঘ পরিসল্প : সোভে সরোবল্প : বিকচকমলসাজে। কল্পি গুল গুন ; গায় তার গুণ ; রসিক ভ্রমন্ত্ররাজে । অভিমুসো গুন ; বন-উপবন : ফুল-ফল রস-ভর । অবিরাম শুনি ; পিকবর-ধ্বনি : মুনীন্ত্র মানস-ছয় । বহে অতিধীর ; মলয় সমির ; নিশির শিশির সঙ্গে । জাসে উষারাণী ; ভুবন-মোহিনী : রজনীর মনোভঙ্গে । “ছাতনার রাজবংশের পরিচয় । কৃষ্ণপ্রসাদ গাতাইত বিরচিত । * সামস্তুের আঙ্গিরাঞ্জ। সঙ্খরায় মহাতেঞ্জ শিখরভুপেত্র তায় জিনিল সমরে । বসাইল অকপটে সামস্তুের রাজপাটে ভবানী ঝরা নামে ব্রাহ্মণকুমারে । ধৰ্ম্মনিষ্ঠ সদাচারী হজসপালনকারী দুঞ্জনের পক্ষে তিমি সমন-সমান । তাহারি রাজত্বকালে **नॉब्लॉभू१ खtठी ভাসি আইল ধৰ্ম্মরাজ স্বরূপনারান । পড়বার বিধানিমিত্ত ত্রিপদীর তিন পদ ছাড়াছড়ি করিয়া ग्निलांभ ।